শিরোনাম
◈ জুলাই অভ্যুত্থানের সেই ঐক্য কোথায়? ◈ ব্রিটিশদের ‘নাকানিচুবানি’ দিতে ইরানের এক দশকের ‘ছায়া যুদ্ধ’: যেভাবে চলছে যুক্তরাজ্যের ভেতরে গোপন তৎপরতা ◈ চট্টগ্রাম কাস্টমস কমিশনার জাকির হোসেন বরখাস্ত, আরও কর্মকর্তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা ◈ এবার অঝোরে কাঁদলেন মিসাইল ম্যান কিম জং উন (ভিডিও) ◈ জুলাই নিয়ে ‘আপত্তিকর’ ফেসবুক পোস্ট: পুলিশের বিরুদ্ধে ছাত্রদের অবরোধ-বিক্ষোভ ◈ নতুন উচ্চতায় রেমিট্যান্স: ২০২৪-২৫ অর্থবছরে প্রবাসী আয়ের সর্বোচ্চ প্রবাহ ◈ ডলারের দরপতনে রেকর্ড, ১৯৭৩ সালের পর সবচেয়ে বড় পতনে বিশ্ববাজারে আস্থার সংকট ◈ “৭১-এর মুক্তিযোদ্ধাদের মতোই চব্বিশের যোদ্ধাদেরও জাতি ভুলবে না” — তারেক রহমান ◈ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ঐক্য বজায় রাখার আহ্বান খালেদা জিয়ার ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে বুধবার  সি‌রি‌জের প্রথম ওয়ানডে ম‌্যা‌চে  মু‌খোমু‌খি  বাংলাদেশ

প্রকাশিত : ০১ অক্টোবর, ২০২২, ০৫:৫৭ বিকাল
আপডেট : ০১ অক্টোবর, ২০২২, ০৬:৫২ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মিয়ানমারে যাত্রীবাহি বিমানে গুলি, বিদ্রোহীদের দোষারোপ

মিয়ানমারে যাত্রীবাহি বিমানে গুলি

ইমরুল শাহেদ: মিয়ানমারের একটি বিমান রাজধানী নেপিদো থেকে এক হাজার কিলোমিটার উপর দিয়ে কায়া রাজ্যে যাওয়ার পথে গুলির আঘাত পায়। এতে একজন যাত্রী আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এবং বিমানটির কাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। জান্তা সরকার বলেছে, তারা বিদ্রোহীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে। আল-জাজিরা

শুক্রবার স্থানীয় সময় সকাল ৮টা ৪৫ মিনিটে পূর্ব কায়াহ রাজ্যের রাজধানী লোইকাউতে অবতরণের প্রস্তুতির সময় মিয়ানমার ন্যাশনাল এয়ারলাইন্সের অভ্যন্তরীণ ফ্লাইটে একজন যাত্রীর মুখে আঘাত করে বিমানের কেবিনের ভেতর দিয়ে গুলি চলে যায়। এ সময় বিমানে ৬৩ জন যাত্রী ছিলেন। 

সরকারের মুখপাত্র মে. জে. জো মিন তুনের বরাত দিয়ে রাষ্ট্র নিয়ন্ত্রিত ‘গ্লোবাল নিউ লাইট অব মিয়ানমার’ জানিয়েছে, ‘যদিও বিমানটি ক্ষতিগ্রস্ত হয়েছে....ক্রুদের দক্ষতায় বিমানটি সফলভাবেই অবতরণ করেছে।’

তিনি বেসামরিক বিমানে হামলাকে ‘একটা সামরিক অপরাধ, একটা অপরাধের কাজ’ বলে উল্লেখ করে তিনি বলেন, ‘আমি যা বলতে চাই তাহলো যেসব গ্রুপ এ ধরনের কাজ করতে পারে তাদের বিরুদ্ধে নিরাপত্তা বাহিনী কঠোর ব্যবস্থা নেওয়াই উচিত।’

বিমানটি যেখানে হামলার শিকার হয় সে এলাকাটি লোইকাউ বিমানবন্দর থেকে ছয় কিলোমিটার দূরে। সরকার এজন্য দোষারোপ করছে কারেন্নি ন্যাশনাল প্রোগ্রেসিভ পার্টিকে। তারা হলো জাতিগোষ্ঠী বিদ্রোহী গ্রুপ। 

রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত ছবিতে বিমানটির গায়ে গুলির আঘাত দেখা যায়। এই ঘটনার পর মিয়ানমার ন্যাশনাল এয়ারলাইনসের লোইকাউ কার্যালয় ঘোষণা করে যে, সব ফ্লাইট বাতিল করা হয়েছে।   

আইএস/এসবি২

  • সর্বশেষ
  • জনপ্রিয়