শিরোনাম
◈ ফিলিপ মরিসকে নিকোটিন পাউচ কারখানার অনুমতি যে কারণে বৈধ বললেন বিডা-বেজা চেয়ারম্যান আশিক মাহমুদ ◈ সাভার ট্যানারি শিল্পনগরী বেপজার হাতে হস্তান্তরের প্রক্রিয়া শুরু ◈ সিরাজগঞ্জে প্রকাশ্যে ঘুষ নিচ্ছেন ভূমি কর্মকর্তা, ভিডিও ভাইরাল ◈ বিএনপির প্রার্থী তালিকা কি সরকারের সময়সীমার বিপরীতে 'কৌশল'? ◈ অ্যাঙ্গোলোর বিরু‌দ্ধে আ‌র্জেন্টিনার দল ঘোষণা ◈ জাতীয় জরুরি প্রয়োজন ছাড়া চিকিৎসকদের বদলি ও পদায়ন বন্ধ ঘোষণা স্বাস্থ্য মন্ত্রণালয়ের ◈ ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে, বিভ্রান্তকারীরা পতিত সরকারের দোসর: প্রেস সচিব ◈ বাংলাদেশ সীমান্ত ঘেঁষে পশ্চিমবঙ্গে নতুন সেনা ঘাঁটি ও আসামে সামরিক স্টেশন স্থাপন করছে ভারত ◈ আহমেদাবাদে হ‌তে পা‌রে  ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল ◈ জুলাই সনদ ও গণভোট নি‌য়ে উত্তপ্ত রাজনী‌তির মাঠ, দলগুলো কি সমঝোতায় পৌঁছাতে পারবে?

প্রকাশিত : ৩০ সেপ্টেম্বর, ২০২২, ০১:০১ রাত
আপডেট : ৩০ সেপ্টেম্বর, ২০২২, ০৮:২৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইরাকের কুর্দিশ অঞ্চলে হামলা ইরানের, নিহত ৯

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক: ইরাকের কুর্দিশ প্রদেশে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরানের সেনাবাহিনীর এলিট শাখা ইসলামিক রেভোল্যুশনারি গার্ড। হামলায় ইরাকে নিহত হয়েছেন ৯ জন, আহত হয়েছেন আরও ৩২ জন। নিহতদের মধ্যে দু’জন গর্ভবতী নারী ছিলেন। ঢাকা পোস্ট

বৃহস্পতিবারের সকালের দিকে প্রদেশের এরবিল ও সুলাইমানিয়ায় এই হামলা চালানো হয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছেন ইরাকের কুর্দিশ প্রাদেশিক সরকারের স্বাস্থ্যমন্ত্রী সামান বারাজানশি।

আহতদের সবাইকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং কয়েকজনের আঘাত গুরুতর হওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও বিবৃতিতে উল্লেখ করেছেন বারাজানশি।

ইরাকের কুর্দি প্রদেশের সেনাবাহিনীর একটি সূত্র জানিয়েছে, প্রদেশের ১০টি সেনাঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে রেভোলুশনারি গার্ড।

কুর্দিস্তান বেশ কিছু অংশ ইরান ও বাকি অংশ সীমান্তবর্তী ইরাকে পড়েছে। তবে এই অঞ্চলটি বরাবরই স্বাধীনতাকামী এবং ইরান ও ইরাকের ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে আলাদা রাষ্ট্র হিসেবে পরিচিতি চায়। কোমালা নামের একটি রাজনৈতিক গোষ্ঠী সেই স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব দিচ্ছে।

সম্প্রতি পুলিশ হেফাজতে নির্যাতনের ফলে নিহত তরুণী মাশা আমিনির মৃত্যুর প্রতিবাদে বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে ইরান। সেই বিক্ষোভে ইরাকের কুর্দিশ অঞ্চল ইন্ধন দিচ্ছে বলে অভিযোগ ইরানের ক্ষমতাসীন শাসকগোষ্ঠীর।

তাদের এই অভিযোগের পক্ষে শাসকগোষ্ঠীর যুক্তি— মাশা আমিনি একজন কুর্দি এবং তার আত্মীয় স্বজনরা কুর্দিস্তানের স্বাধীনতাকামী দল কোমালার নেতৃত্বে রয়েছে।

ইরানের সেনাবাহিনীর একটি সূত্র বার্তাসংস্থা রয়টার্সকে জানিয়েছে, দেশের বিক্ষোভ দমন করতেই ইরাকের কুর্দিশ অঞ্চলে হামলা চালানো হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়