শিরোনাম
◈ খালেদা জিয়ার জানাজা: বুধবার সকাল ৭টা থেকে বন্ধ থাকবে যেসব সড়ক ◈ এবার ভোটারদের কাছে ক্ষমা চেয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিএনপির ৪ নেতা ◈ জ্বালাময়ী যে বক্তব্যের পর বেগম খালেদা জিয়াকে আর জনসমাবেশ করতে দেওয়া হয়নি (ভিডিও) ◈ এবার কারাগার থেকে প্রার্থী হলেন সাবেক যুবলীগ নেতা ◈ রাজপথের সংগ্রাম থেকে ঘরোয়া স্নেহ—ঘনিষ্ঠ সহযোদ্ধাদের স্মৃতিতে খালেদা জিয়া যেমন ছিলেন ◈ খালেদা জিয়ার প্রধানমন্ত্রীত্বের তিন মেয়াদে আলোচিত ১০টি ঘটনা ◈ খালেদা জিয়াকে শ্রদ্ধা জানাতে আসবেন বিভিন্ন দেশের প্রতিনিধিরা ◈ গণতান্ত্রিক সংগ্রামে অনন্য অনুপ্রেরণা ছিলেন খালেদা জিয়া—ড. কামাল ◈ খালেদা জিয়ার জানাজায় অংশ নেবেন পাকিস্তানের স্পিকার ◈ ছাত্রদলকর্মীকে ডেকে নিয়ে হত্যা

প্রকাশিত : ৩০ ডিসেম্বর, ২০২৫, ০৩:৩৪ দুপুর
আপডেট : ৩১ ডিসেম্বর, ২০২৫, ০২:০০ রাত

প্রতিবেদক : মনিরুল ইসলাম

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শোক, খালেদা জিয়াকে বিশিষ্ট জননেত্রী’ বলে অভিহিত

মনিরুল ইসলাম: বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পর গভীর শোক প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) এক্স পোস্টে আন্তরিক শোক জানিয়ে খালেদা জিয়াকে ‘বিশিষ্ট জননেত্রী’ বলে অভিহিত করেন মমতা।

মমতা লিখেছেন, ‘বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী এবং একজন বিশিষ্ট জননেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আমি শোকাহত। আমি তার পরিবার, বন্ধুবান্ধব এবং অনুগামীদের প্রতি আমার সমবেদনা জানাই।’ 

এর আগে এদিন নিজের ভেরিফাইড এক্স অ্যাকাউন্টে মোদি লেখেন, ‘বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি। তার পরিবার এবং বাংলাদেশের সকল মানুষের প্রতি আমাদের আন্তরিক সমবেদনা। সর্বশক্তিমান তার পরিবারকে এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি দান করুন। বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে, বাংলাদেশের উন্নয়নে এবং ভারত-বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে তার গুরুত্বপূর্ণ অবদান সর্বদা স্মরণীয় হয়ে থাকবে।’

খালেদা জিয়ার সাথে ব্যক্তিগত সম্পর্কের দিকটি তুলে ধরার পাশাপাশি তার সাথে সাক্ষাতের দুইটি ফাইল ছবি পোস্ট করে মোদি লেখেন, ‘২০১৫ সালে ঢাকায় তার সাথে আমার উষ্ণ সাক্ষাতের কথা আমি স্মরণ করছি। আমরা আশা করি তার দৃষ্টিভঙ্গি এবং উত্তরাধিকার আমাদের অংশীদারিত্বকে পরিচালিত করবে।’ সবশেষে তার আত্মার শান্তি কামনা করে ভারতীয় প্রধানমন্ত্রী লিখেছেন ‘তার আত্মা শান্তিতে থাকুক।’

এদিকে কলকাতার ইন্দো বাংলা প্রেস ক্লাবের তরফ থেকেও শোক জ্ঞাপন করা হয়েছে। ক্লাবের ফেসবুক ও এক্স হ্যান্ডেলে লেখা হয়, ‘বাংলাদেশের রাজনীতির আকাশে নক্ষত্র পতন। না ফেরার দেশে পাড়ি জমালেন সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। ১৯৪৫ সালে অবিভক্ত বাংলার দিনাজপুর জেলার জলপাইগুড়িতে জন্ম খালেদা জিয়ার। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছে কলকাতার ইন্দো বাংলা প্রেস ক্লাব।’ 

সংগঠনের মুখপাত্র দীপক দেবনাথ জানিয়েছেন, সাবেক প্রধানমন্ত্রীর স্মরণে আগামী তিন তারিখ প্রেস ক্লাবে স্মরণসভার আয়োজন করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়