প্রেম করতে গিয়ে দুঃসাহসিক ও বিপজ্জনক কাজের নজির নতুন কিছু নয়, তবে এবার ভারতের বিহারে এক যুগল যে ঝুঁকি নিয়েছেন, তা রীতিমতো শিহরণ জাগিয়েছে। নিরিবিলি জায়গা খুঁজে না পেয়ে ঘনিষ্ঠ হওয়ার উদ্দেশ্যে তারা গিয়ে বসেন পণ্যবাহী ট্রেনের নিচেই!
সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের বরাতে জানা গেছে, ঘটনাটির ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছে। সেখানে দেখা যায়—রেললাইনেই একে অপরকে জড়িয়ে বসে আছেন ওই তরুণ-তরুণী। তাদের মাথার ওপরে দাঁড়িয়ে থাকা ভারী ওয়াগনের উপস্থিতিও যেন তারা ভুলে গিয়েছিলেন।
হঠাৎই বেজে ওঠে ট্রেনের বাঁশি। অচিরেই ট্রেনটি চলতে শুরু করলে পাশেই দাঁড়িয়ে থাকা কয়েকজন প্রত্যক্ষদর্শী মুহূর্তটি ক্যামেরাবন্দি করেন এবং চিৎকার করে সতর্ক করেন যুগলকে।
পরিস্থিতি বুঝে অনেকটা সিনেমার দৃশ্যের মতো দ্রুত ট্র্যাক থেকে লাফিয়ে রেললাইনের পাশের দিকে গড়াতে গড়াতে সরে যান তারা। অল্পের জন্য প্রাণে বাঁচলেও ভিডিওটি দেখে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক উদ্বেগ ও সমালোচনা প্রকাশ করেছেন নেটিজেনরা।
সূত্র: যুগান্তর