শিরোনাম
◈ বিদেশে আশ্রয় আবেদনে শীর্ষে বাংলাদেশিরা: বাড়ছে আবেদন, কমছে স্বীকৃতি ◈ মৃত্যুদণ্ডের বিধান রেখে গুম অধ্যাদেশের গেজেট প্রকাশ ◈ মাঝরাতে কক্সবাজারে ৪.৯ মাত্রার ভূমিকম্প অনুভূত ◈ যেসব সুবিধা পান রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিরা  ◈ আইআরআই জরিপ: ইউনূস সরকারের প্রতি আস্থা অটুট, ৮০% বাংলাদেশি অবাধ–সুষ্ঠু নির্বাচনে আশাবাদী ◈ খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় মোদির বার্তা: চিকিৎসায় সর্বাত্মক সহযোগিতায় প্রস্তুত ভারত ◈ খালেদা জিয়াকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা করেছে সরকার ◈ ইন্টার মিলা‌নের জয়, জোড়া গোল করে ইতিহাস লাউতারোর ◈ প্রাথমিক শিক্ষকদের মঙ্গলবারও কর্মবিরতি, হবে না বার্ষিক পরীক্ষা ◈ ২০২৬ থেকে বাধ্যতামূলক সিবিএমএস: বন্ড ব্যবস্থাপনায় পূর্ণ ডিজিটাল যুগে এনবিআর

প্রকাশিত : ০২ ডিসেম্বর, ২০২৫, ০৯:৪৮ সকাল
আপডেট : ০২ ডিসেম্বর, ২০২৫, ১০:১৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

স্ত্রীকে হত্যা করে মরদেহের সাথে স্বামী তুললেন সেলফি

তামিলনাড়ুর কোয়েম্বাটুরে নৃশংস এক হত্যাকাণ্ডে স্ত্রী শ্রীপ্রিয়াকে হত্যা করে তার মরদেহের সঙ্গে সেলফি তুলে সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন স্বামী বালামুরুগান। ঘটনাটি ভারতে ব্যাপক ক্ষোভের সৃষ্টি করেছে।

পুলিশ জানায়, শ্রীপ্রিয়া কোয়েম্বাটুরের একটি হোস্টেলে থাকতেন। সেখানে সোমবার বালামুরুগান স্ত্রীকে দেখতে যান। কিন্তু কথাবার্তার এক পর্যায়ে তিনি কাপড়ের ভেতর লুকিয়ে রাখা একটি দা বের করে শ্রীপ্রিয়ার ওপর হামলা চালান। ঘটনাস্থলেই মারা যান শ্রীপ্রিয়া।

হত্যার পর পালানোর বদলে বালামুরুগান স্ত্রীর নিথর দেহের পাশে দাঁড়িয়ে নিজের ফোনে সেলফি তোলেন। পরে সেটি হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে আপলোড করেন। এরপর তিনি ঘটনাস্থলেই পুলিশের জন্য অপেক্ষা করেন। পুলিশ এসে তাকে আটক করে এবং হত্যায় ব্যবহৃত দাটিও উদ্ধার করে।

তদন্ত কর্মকর্তারা জানান, দম্পতির মধ্যে বহুদিন ধরে দাম্পত্য কলহ চলছিল এবং তারা আলাদা থাকতেন। প্রাথমিকভাবে বালামুরুগান দাবি করেছেন, তিনি ধারণা করেছিলেন স্ত্রী তার সঙ্গে প্রতারণা করেছিলেন। তবে পুলিশ বলছে, এ দাবি যাচাই করা হচ্ছে এবং তদন্ত এখনও চলছে।

এ ঘটনার পর তামিলনাড়ু জুড়ে নারী নিরাপত্তা এবং আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন উঠেছে। বিরোধীরা বলছে, বর্তমান ডিএমকে সরকার নারীদের সুরক্ষায় ব্যর্থ। তবে সরকার দাবি করছে, এগুলো নিছক ব্যক্তিগত বিরোধের ঘটনা, এবং অপরাধীদের দ্রুত বিচারের আওতায় আনা হচ্ছে।

সূত্র: জনকণ্ঠ

  • সর্বশেষ
  • জনপ্রিয়