শিরোনাম
◈ সাবেক আ.লীগ সরকারের ৩৩২ কোটি টাকায় রোজ গার্ডেন কেনা নিয়ে অনুসন্ধানে দুদক ◈ বাংলাদেশকে বিজনেস ভিসা দেওয়া শুরু করেছে ভারত: প্রণয় ভার্মা ◈ ভোটার কার্ড করেন ৩০ হাজার টাকায়, পাসপোর্ট করতে গিয়ে আটক ◈ গণভোট প্রশ্নে রাজনৈতিক দলগুলোর জিজ্ঞাসায় সিইসির জবাব: ‘আইন ছাড়া সম্ভব নয়’ ◈ অজিত দোভালের সঙ্গে ড. খালিলের সৌজন্য সাক্ষাৎ, আঞ্চলিক নিরাপত্তা সহযোগিতা নিয়ে আলোচনা ◈ আওয়ামী লীগের ভবিষ্যৎ কোনদিকে, শেখ হাসিনার ফাঁসি হলে কি হবে? ◈ মিজানুর রহমান আজহারীর প্রার্থিতার ব্যাপারে যে তথ্য দিল জামায়াত ◈ সিন্ডিকেটের ঝুঁকি—মালয়েশিয়ার শর্ত শিথিলের অনুরোধ বাংলাদেশ সরকারের ◈ অবৈধ মোবাইল ফোন বন্ধ হবে কিনা, স্পষ্ট করলেন ফয়েজ তৈয়্যব ◈ মারিয়ানা ট্রেঞ্চে চীনের ভয়ঙ্কর আবিষ্কার, সমুদ্রের ১১ কিমি নিচে যা দেখল চীন, তা কল্পনারও বাইরে! (ভিডিও)

প্রকাশিত : ১৯ নভেম্বর, ২০২৫, ০৬:২০ বিকাল
আপডেট : ১৯ নভেম্বর, ২০২৫, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হজযাত্রীদের জন্য বিশ্বের প্রথম ‘কুলিং ইহরাম’ আনল সৌদি আরব

তীব্র গরমে হজের আনুষ্ঠানিকতা পালনের সময় হাজিদের শরীরের তাপমাত্রা সহনীয় পর্যায়ে রাখতে বিশেষ এক ইহরাম বা বিশেষায়িত পোশাক নিয়ে এসেছে সৌদি আরব। প্যাটেন্ট করা অত্যাধুনিক কুলিং প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে এই ইহরাম।

২০২৫ সালের জুন মাস থেকে সৌদি এয়ারলাইন্সের যাত্রীরা এটি ব্যবহার করতে পারবেন। বিশ্বের প্রথম এই কুলিং ইহরাম ত্বকের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমাতে সক্ষম। এতে রয়েছে ইউপিএফ ৫০+ রোদ সুরক্ষা এবং দ্রুত শুকানোর (র‍্যাপিড-ড্রাই) প্রযুক্তি।

সৌদি আরবের জাতীয় পতাকাবাহী বিমান সংস্থাটি হজ ও ওমরাহ পালনকারীদের জন্য ‘দ্য কুলেস্ট ইহরাম’ নামে এই বৈপ্লবিক প্রযুক্তিনির্ভর পোশাক উন্মোচন করেছে। ব্র্যান্ডিং প্রতিষ্ঠান ‘ল্যান্ডর’ (Landor) এবং কুলিং ফেব্রিক বিশেষজ্ঞ প্রতিষ্ঠান ‘বিআরআর’-এর যৌথ উদ্যোগে তৈরি এই উদ্ভাবনী পোশাকটি ইসলামি তীর্থযাত্রার পোশাকে প্রথম বড় কোনো প্রযুক্তিগত অগ্রগতি হিসেবে বিবেচিত হচ্ছে।
 
প্রযুক্তি ও কার্যকারিতা বিশেষজ্ঞরা জানান, এই ইহরামে প্যাটেন্ট করা বিশেষ কুলিং মিনারেল, অ্যাক্টিভ উইকিং এবং দ্রুত শুকানোর প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। এটি এমন একটি ব্যক্তিগত শীতল অনুভূতি তৈরি করে, যা পরিবেশভেদে ব্যবহারকারীর ত্বকের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমিয়ে আনতে পারে।
  
নারী ও পুরুষ, উভয় হজযাত্রীর জন্য ইহরামের শরিয়াহসম্মত সকল নিয়ম মেনেই এটি তৈরি করা হয়েছে। পাশাপাশি এতে রয়েছে ইউপিএফ ৫০+ সূর্যরশ্মি সুরক্ষা ব্যবস্থা, যা তীব্র রোদ থেকে হাজিদের ত্বককে রক্ষা করবে।
 
কর্তৃপক্ষের বক্তব্য সৌদি এয়ারলাইন্সের ভিপি (মার্কেটিং) এসাম আখোনবে বলেন, 
 
হজযাত্রীদের অভিজ্ঞতা উন্নত করার প্রতি আমাদের যে প্রতিশ্রুতি, এই উদ্ভাবন তারই প্রতিফলন। প্রধান হজ ও ওমরাহ পরিবহনকারী সংস্থা হিসেবে আমাদের লক্ষ্য হলো যাত্রীদের আরাম নিশ্চিত করা, যাতে তারা তাদের সফরের মূল ইবাদতে পূর্ণ মনোযোগ দিতে পারেন।

দুবাইয়ে অনুষ্ঠিত ‘অ্যারাবিয়ান ট্রাভেল মার্কেট ২০২৫’-এ এই কুলিং ইহরাম প্রথমবারের মতো প্রদর্শিত হয়। এর মাধ্যমে ধর্মীয় পর্যটন খাতে প্রযুক্তির উদ্ভাবনে নিজেদের শীর্ষস্থানে নিয়ে গেছে সৌদি আরবের এই বিমান সংস্থাটি।
 
বিআরআর এর সিইও মেরি-ক্যাথরিন কোলব এই প্রকল্পটিকে একটি যুগান্তকারী সুযোগ হিসেবে উল্লেখ করে বলেন, মানুষের জীবন পরিবর্তনকারী এই পবিত্র সফরের সময় কাপড়ের কার্যকারিতা প্রদর্শনের এটি একটি অনন্য মাধ্যম।
 
আগামী বছরের জুন মাসে সৌদি এয়ারলাইন্সের যাত্রীদের জন্য এই ইহরাম সহজলভ্য হবে। এর বিতরণ সংক্রান্ত বিস্তারিত পরিকল্পনা শীঘ্রই ঘোষণা করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়