নন-বাসমতী চাল রপ্তানির ক্ষেত্রে ভারতের বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে কৃষিপণ্য ও প্রক্রিয়াজাত খাদ্যপণ্য রপ্তানি উন্নয়ন কর্তৃপক্ষের (এপিডা) কাছে নিবন্ধন করার বাধ্যবাধকতা আরোপ করেছে।
বুধবার (২৪ সেপ্টেম্বর) ভারতের বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন বৈদেশিক বাণিজ্য মহাপরিদপ্তর (ডিজিএফটি) এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘নন-বাসমতী চালের রপ্তানি নীতিতে অতিরিক্ত শর্ত যুক্ত করা হয়েছে। এখন থেকে নন-বাসমতী চাল কেবল এপিডায় নিবন্ধনের পরই রপ্তানি করা যাবে।’
ভারত বিশ্বের অন্যতম শীর্ষ চাল রপ্তানিকারক দেশ। চলতি অর্থবছরের এপ্রিল-অগাস্ট সময়ে দেশটির নন-বাসমতী চাল রপ্তানি থেকে আয় ৬ দশমিক ৪ শতাংশ বেড়ে ৪ দশমিক ৭ বিলিয়ন ডলার হয়েছে বলে তথ্য দিয়েছে সিএনবিসি টিভি এইট্টিন।
কিন্তু অতিবৃষ্টি ও বন্যায় পাঞ্জাব, হরিয়ানা, পশ্চিমবঙ্গসহ কয়েকটি রাজ্যে ফসলের ক্ষতির খবরের মধ্যে নতুন শর্ত আরোপ করল ভারত সরকার।
হিলি স্থলবন্দরের ব্যবসায়ীরা জানান, যেসব চাল আমদানির ঋণপত্রের বিপরীতে ইতিমধ্যে টেন্ডার হয়েছে, সেগুলো এ নির্দেশনার বাইরে থাকবে। তবে নতুন করে খোলা ঋণপত্রের ক্ষেত্রে এই নিয়ম কার্যকর হবে।
হিলি স্থলবন্দরের আমদানিকারক দীনেশ পোদ্দার বলেন, ‘চাল রপ্তানির ক্ষেত্রে ভারত সরকারের নতুন নীতিমালা গ্রহণের ফলে দেশে চাল আমদানির গতি কিছুটা বাধাগ্রস্ত হবে। পাশাপাশি খরচও কিছুটা বাড়বে।’ সূত্র: ইত্তেফাক