শিরোনাম
◈ শ্রীলঙ্কার জয়ে বাংলাদেশের শেষ চারে জায়গা পাকা ◈ বাংলাদেশি নাগরিকত্ব নিয়ে টিউলিপের মিথ্যাচার, নতুন সংকটে স্টারমার: ডেইলি এক্সপ্রেসের রিপোর্ট ◈ শুধু অতীতের নয়, বর্তমানের দুর্নীতি থামাতেও নজর দিতে হবে: বিদ্যুৎ উপদেষ্টা ◈ বাংলাদেশ ও চীন সহযোগিতামূলক অংশীদারিত্বকে এগিয়ে নিতে একসাথে এগিয়ে যাবে : প্রধান উপদেষ্টা  ◈ সাফ চ‌্যা‌ম্পিয়নশী‌পে নেপালকে ৪-০ গো‌লে হারা‌লো বাংলাদেশ ◈ শ্রীলঙ্কার প্রতি বাংলা‌দে‌শের সমর্থন, চোখ এড়ায়নি লঙ্কান ক্রিকেট বোর্ডের ◈ আফগানিস্তান-শ্রীলংকা ম্যাচের ফল যেমন হলে লাভ বাংলাদেশের ◈ নির্বাচনী দায়িত্বে অপরাধের সাজা বাড়ছে: অধ্যাদেশের খসড়া অনুমোদন ◈ দেওয়ানি ও ফৌজদারি আদালত সম্পূর্ণভাবে পৃথক করলো সরকার ◈ কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করার পক্ষে নয় বিএনপি : সিঙ্গাপুর থেকে দেশে ফিরে মির্জা ফখরুল

প্রকাশিত : ০৯ সেপ্টেম্বর, ২০২৫, ০৭:০২ বিকাল
আপডেট : ১৮ সেপ্টেম্বর, ২০২৫, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হেলিকপ্টারে করে পালিয়েছেন নেপালের প্রধানমন্ত্রী (ভিডিও)

নেপালে বিক্ষোভের মুখে সরকারি বাসভবন থেকে হেলিকপ্টারের মাধ্যমে মন্ত্রীদের সরিয়ে নিচ্ছে দেশটির সেনাবাহিনী। মন্ত্রী ও শীর্ষ কর্মকর্তাদের বাড়িঘরে ধারাবাহিক অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনার পর এ পদক্ষেপ নেওয়া হয়। সংবাদমাধ্যম দ্য কাঠমান্ডু পোস্ট এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

এর আগে, বিক্ষোভকারীরা কাঠমান্ডুর ভৈসেপাটিতেই এক মন্ত্রীর বাসভবনে আগুন ধরিয়ে দেয়।

এক জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন, সংসদ ভবন রক্ষায় সেনা মোতায়েন করা হয়েছে। উচ্চপদস্থ কর্মকর্তাদের সামরিক ব্যারাকে নিরাপত্তা দেওয়া হচ্ছে।

এদিকে, জেন-জিদের বিক্ষোভের মুখে পদত্যাগ করতে বাধ্য হয়েছেন নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা অলি। এই আন্দোলনের অন্যতম দাবি ছিল ওলির পদত্যাগ। বিক্ষোভকারীরা নেপালের পার্লামেন্ট ভবনে আগুন লাগিয়ে দেওয়ার কয়েক ঘণ্টা পর ওলি পদত্যাগ করেন।

এর আগে এই বিক্ষোভে ১৯ জনের নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

মঙ্গলবার ভোর থেকে কাঠমান্ডুসহ নেপালজুড়ে জেন-জিদের বিক্ষোভ অব্যাহত ছিল। এ সময় উত্তেজিত জনতা একাধিক প্রভাবশালী নেতার বাসভবনে হামলা ও ভাঙচুর চালায়। আক্রমণ করা হয় ওলি ও সাবেক প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবার বাসভবনেও।

  • সর্বশেষ
  • জনপ্রিয়