শিরোনাম
◈ ট্রাম্পের শুল্কে ভারতীয় রপ্তানির বড় ধাক্কা, সুযোগে বাংলাদেশ-পাকিস্তান ◈ যেসব দেশে নাগরিকত্ব মিলবে বিয়ে করলেই ◈ ‘ভিক্ষুকের’ বাসায় পুলিশের অভিযান, মিলল ৪ ভরি স্বর্ণ ও সাড়ে ৪ লাখ টাকা ◈ আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি কত? ◈ সংবিধান পরিবর্তন মানবে না বিএনপি: মির্জা ফখরুল ◈ বাংলাদেশ মালয়েশিয়ার শ্রমবাজারে শীর্ষে, আছে ৮ লাখেরও বেশি কর্মী ◈ ট্রাম্পের শুল্কে বন্ধ ভারতের কারখানা, রপ্তানি হুমকিতে ◈ দাবি না মানলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি প্রকৌশল শিক্ষার্থীদের: আল্টিমেটাম রাত ৮টা পর্যন্ত ◈ সব আসামি গ্রেপ্তার না হলে খাবার মুখে নেব না: ‘মব’ করে পিটুনিতে নিহত মাহিনের মা ◈ ডাকসুর ভিপি-জিএস পদে কার ব্যালট নম্বর কত

প্রকাশিত : ২৬ আগস্ট, ২০২৫, ০৭:০১ বিকাল
আপডেট : ২৬ আগস্ট, ২০২৫, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চট্টগ্রামে নির্মাণাধীন সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে দুই শ্রমিকের মৃত্যু

এম.ইউছুপ রেজা, চট্টগ্রাম : চট্টগ্রামের পটিয়ায় নির্মাণাধীন সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে তাদের লাশ উদ্ধার করেন।
 
মঙ্গলবার (২৬ আগস্ট) সকালে ইউনিয়নের দক্ষিণ আশিয়া ৩নং ওয়ার্ডের আলী আহমেদের বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
মৃত্যু হওয়া দুই শ্রমিক হলেন, একই এলাকার সোলাইমানের ছেলে মো. নাজিম (২৭) এবং আব্দুল আলিমের ছেলে মো. তারেক (১৯)।
 
জানা গেছে, ট্যাংকের ভেতরে কাজ করার সময় বিষাক্ত গ্যাসের কারণে তারা অজ্ঞান হয়ে পড়েন। পরে তাদের সাড়া না পাওয়ায় ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে।
পটিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রাজেশ বড়ুয়া জানান, সেপটিক ট্যাংকের ভিতর থেকে অচেতন অবস্থায় দুই শ্রমিককে উদ্ধার করা হয়েছে। পরে তাদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।  
তিনি জানান, দীর্ঘদিন আবদ্ধ অবস্থায় থাকায় সেপটিক ট্যাংকটিতে বিষাক্ত গ্যাস তৈরি হতে পারে। যখন তারা কাজ করতে নামেন তখন অক্সিজেনের অভাবে জ্ঞান হারিয়ে ফেলে। ট্যাংকের ভিতর দীর্ঘক্ষণ থাকায় তাদের মৃত্যু হতে পারে।  

  • সর্বশেষ
  • জনপ্রিয়