শিরোনাম
◈ এশিয়া কাপসহ বড় আস‌রে পা‌কিস্তা‌নের বিরু‌দ্ধে খেল‌বে ভারত, ত‌বে দ্বিপাক্ষীক‌ ক্রিকেট নয়  ◈ এমপিওভুক্ত বেসরকারি শিক্ষক-কর্মচারীদের জন্য বড় সুখবর! ◈ আমার স্ত্রীকে ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা ধর্ষণ করেছিলেন: ভারতের অবসরপ্রাপ্ত কর্নেল অমিত কুমার ◈ এবার বিমানের চাকা চুরি করে অন্য এয়ারলাইনসে বিক্রি! ◈ সাত কলেজ নিয়ে গঠিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা শুরু ◈ কোরআন ছুঁয়ে শপথ, ইসলাম কী বলে? ◈ যে মন্তব্যের কারণে ট্রাম্প প্রশাসনের চাপের মুখে বরখাস্ত মার্কিন মুখপাত্র শাহেদ গোরেশি ◈ নির্বাচনি জোট গঠনের চেষ্টায় জামায়াত: অধিকাংশ ইসলামি দলের না ◈ ইসরা‌য়েল‌কে আন্তর্জাতিক ফুটবলে নিষিদ্ধের দাবি এআইএসির ◈ বিকা‌লে সাফ ফুটব‌লে শ‌ক্তিশালী ভারতের মুখোমুখি  বাংলাদেশ নারী দল

প্রকাশিত : ২২ আগস্ট, ২০২৫, ১১:১২ দুপুর
আপডেট : ২২ আগস্ট, ২০২৫, ০১:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

সুড়ঙ্গ থেকে বেরোতেই পর পর হামলা! গাজায় হামাসের ডেরায় অভিযানের ভিডিও ফুটেজ প্রকাশ কর‌লো ইসরায়েল

এল আর বাদল : সুড়ঙ্গ থেকে এক এক করে বেরিয়ে আসছে হামাসের সদস্যরা। তাঁদের লক্ষ্য করে ভূমি এবং আকাশ থেকে একের পর এক হামলা। বুধবার দক্ষিণ গাজায় হামাসের উপর হামলার এমনই কয়েকটি ভিডিও ফুটেজ প্রকাশ্যে আনল ইসরায়েলি সেনা (আইডিএফ)।

আইডিএফ সূত্রে খবর, খান ইউনিসে হামাসের ডেরায় হামলা চালানো হয়েছে। টাইমস অফ ইসরায়েল-এর প্রতিবেদন অনুযায়ী, স্থানীয় সময় সকাল ৯টায় সুড়ঙ্গ থেকে বেরিয়ে আসেন হামাসের ১৮ সদস্য।  --- আনন্দবাজার

ইসরায়েলি বাহিনী ওই সুড়ঙ্গের দিকে এগোতেই অতর্কিতে হামলা চালান তাঁরা। মেশিন গান, আরপিজি নিয়ে ইসরায়েলি বাহিনীকে লক্ষ্য করে গুলি চালাতে থাকেন হামাসের সদস্যরা। আইডিএফের দাবি, অতর্কিত হামলার মুখে পড়েও পাল্টা জবাব দিয়েছে সেনা। সাঁজোয়া গাড়ি নিয়ে হামলার পাশাপাশি, আকাশপথেও হামলা চালানো হয়েছে।

কীভাবে হামাসবাহিনী সুড়ঙ্গ থেকে বেরিয়ে ইজ়রায়েলি সেনার উপর হামলা চালাচ্ছে, পাল্টা ইসরায়েলি সেনা কী ভাবে হামাস সদস্যদের নিশানা বানিয়েছে, তার বেশ কয়েকটি ভিডিও প্রকাশ করেছে আইডিএফ। যদিও সেই সব ভিডিওর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। তবে হামলার মুখে পড়ে বেশ কিছু হামাস সদস্য আবার সুড়ঙ্গে আশ্রয় নেন। হামাসের ১০ সদস্যকে খতম করা হয়েছে বলে দাবি আইডিএফের।

এক বিবৃতি জারি করে আইডিএফ দাবি করেছে, বুধবারে খান ইউনিসে হামাসের সঙ্গে একেবারে সামনাসামনি লড়াই হয়েছে। ইসরায়েলি সেনা দশ জঙ্গিকে খতম করেছে। অন্য দিকে, আরও একটি ঘটনায় ইসরায়েলি সেনার ডেরায় ঢুকে পড়েছিল হামাসের বেশ কয়েক জন সদস্য। হামলা চালানোর আগেই তাঁদের সকলকে গুলি করে মারা হয়েছে বলে দাবি আইডিএফের।

  • সর্বশেষ
  • জনপ্রিয়