শিরোনাম
◈ পিআর পদ্ধতি কোনোভাবেই মেনে নেব না: দেশে ফিরে মির্জা ফখরুল ◈ ৩ কার্গো এলএনজি আসবে যুক্তরাজ্য থেকে, ব্যয় কত? ◈ ফরিদপুরে আড়িয়াল খাঁ ও পদ্মায় পানি বৃদ্ধি, বন্যা-নদী ভাঙন আতঙ্কে মানুষ ◈ ছাত্রলীগের হামলায় মানসিক ভারসাম্য হারানো ছাত্রদল নেতার চিকিৎসার দায়িত্ব নিলেন তারেক রহমান ◈ এনবিআরের ১৭ কর্মকর্তার সম্পদের হিসাব চাইলো দুদক ◈ ‘গণঅভ্যুত্থানের পর অর্থনৈতিক পুনরুদ্ধারে দৃষ্টান্ত তৈরি করেছে বাংলাদেশ’ ◈ এনসিপি থেকে বহিষ্কারের পর মাহিনের বিস্ফোরক মন্তব্য ◈ ঢাকা চাঁদার বাজার কারওয়ান বাজার, প্রতিদিন কয়েক লাখ টাকা যাচ্ছে রাজনৈতিক নেতাদের পকেটে! ◈ জুলাই সনদ সংবিধানের ওপরে প্রাধান্য পেলে খারাপ নজির তৈরি হবে: সালাহউদ্দিন আহমেদ ◈ মোবাইল থেকেই যেভাবে করবেন টাইফয়েড টিকার রেজিস্ট্রেশন

প্রকাশিত : ১৯ আগস্ট, ২০২৫, ০৩:১৪ দুপুর
আপডেট : ১৯ আগস্ট, ২০২৫, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ব্যাপক শক্তি নিয়ে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় এরিন 

শক্তিশালী ঝড় এরিন মোকাবিলায় প্রস্তুতি নিয়েছে বাহামাস, তুর্কস ও কাইকোস দ্বীপপুঞ্জের বাসিন্দারা। আটলান্টিক মৌসুমের প্রথম হারিকেন এরিন শক্তির দিক দিয়ে ক্যাটাগরি-৪ এ অবস্থান করছে। সপ্তাহান্তে এটি ক্যারীবিয় দ্বীপ অতিক্রম করার মধ্য দিয়ে আরও শক্তি সঞ্চায় করেছে। খবর রয়টার্স 

এখন পর্যন্ত হারিকেন এরিন সরাসরি উপকূলে আঘাত হানবে কিনা তা নিশ্চিত হওয়া যায়নি এবং এটি বড় ধরনের কোনো ক্ষতিও করেনি। তবে সমুদ্র ব্যাপক পরিমাণ উত্তাল রয়েছে। ফলে যুক্তরাষ্ট্র পূর্বাঞ্চলীয় উপকূলের নর্থ ক্যারোলিনা থেকে বাসিন্দাদের সরিয়ে নেয়া হয়েছে। 

অ্যাকিউওয়েদারের জ্যেষ্ঠ আবহাওয়াবিদ অ্যালেক্স সোসনোস্কি বলেন, সমুদ্রে বিশাল আকার ধারণ করেছে হারিকেন আইরিন। এটি দ্রুত শক্তিতে পরিণত হওয়া ঝড়গুলোর একটি। কারণ এটি মাত্র ২৭ ঘণ্টার ব্যবধানে শক্তির দিক দিয়ে ক্যাটাগরি-৫ এ রুপ নিয়েছে। 

তবে মার্কিন ন্যাশনাল হারিকেন সেন্টার জানিয়েছে, বর্তমানে ক্যাটাগরি–৪ পর্যায়ে থাকা এরিন সপ্তাহের মাঝামাঝি পর্যন্ত একটি বিপজ্জনক শক্তিশালী হারিকেন হিসেবেই থাকবে এবং এটি বারমুডা বা যুক্তরাষ্ট্রের উপকূলে আঘাত নাও হানতে পারে। 

এদিকে ব্রিটেনের নিয়ন্ত্রাধীন তুর্কস ও কাইকাস কর্তৃপক্ষ ওই দীপের সঙ্গে জন যোগাযোগ বিচ্ছিন্ন করেছে এবং ঝুঁকিপূর্ণ এলাকায় বসবারত বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে যেতে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে। 

বাহামাস আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দ্বীপপুঞ্জের দক্ষিণ-পূর্বাঞ্চল এবং তুর্কস ও কাইকোস ইতোমধ্যে ক্রান্তীয় ঝড়ের প্রভাব অনুভব করছে এবং নৌযানগুলোকে সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়