শিরোনাম
◈ তারেক রহমান-বাবরের খালাসের বিরুদ্ধে আপিল শুনানি বুধবার ◈ ফ্লাইটে কারিগরি ত্রুটির বিষয়ে যা জানালো বিমান ◈ ইইউ’র ৪ মিলিয়ন ইউরো সহায়তা: লক্ষ্য সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন ◈ ফেব্রুয়ারিতেই নির্বাচন, এরপর আমরা বিদায় নেব : আসিফ নজরুল ◈ দলীয় প্রতীক থাকছে না স্থানীয় সরকার নির্বাচনে, অধ্যাদেশ জারি ◈ ‘বুড়া অস্ত্র দিয়া আমার মানসম্মান শেষ করলি’- কারাবন্দী যুবদল নেতার স্ট্যাটাস ◈ ব্যাংকের বাইরে নগদ অর্থ বাড়ছে: আমানত প্রবৃদ্ধি আট শতাংশের নিচে, আস্থাহীনতায় ঋণ প্রবৃদ্ধিও কমছে ◈ এবার সৌদি আরব কৃত্রিম বৃষ্টি নামিয়ে শুষ্ক মরুভূমিকে সবুজ বানাবে! ◈ হামলার প্রতিবাদে বরিশালে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি ◈ ‘এক তালাক, দুই তালাক, তিন তালাক’ বলে প্রকাশ্যে স্ত্রী মারধর করলেন স্বামীকে, ভিডিও ভাইরাল

প্রকাশিত : ১৯ আগস্ট, ২০২৫, ১১:১৮ দুপুর
আপডেট : ১৯ আগস্ট, ২০২৫, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

১১ বছর বয়সী ছাত্রের সঙ্গে শিক্ষিকার যৌন সম্পর্ক, অতঃপর...

ইলিনয়ে এক বদলি শিক্ষিকা অ্যালি বার্ডফিল্ড (৩৪) অপ্রাপ্তবয়স্ক এক শিক্ষার্থীর সঙ্গে যৌন সম্পর্ক গড়ে তুলেছিলেন। অভিযোগে বলা হয়েছে, ‘প্লে ডেট’-এর নাম করে ১১ বছর বয়সী ছাত্র তার বাসায় যেতো। সেখানে ওই ছাত্রের সঙ্গে তিনি শারীরিক সম্পর্ক গড়ে তোলেন।

যুক্তরাষ্ট্রের বিভিন্ন মিডিয়াকে উদ্ধৃত করে এ খবর দিয়েছে অনলাইন ফক্স নিউজ। এতে বলা হয়, অ্যালি বার্ডফিল্ড হলেন ডেকাটার পাবলিক স্কুলস-এর সাবেক একজন বদলি শিক্ষিকা। তিনি দোষ স্বীকার করেছেন। অপরাধমূলক যৌন আক্রমণের অভিযোগে সেপ্টেম্বরে তার সাজা ঘোষণার কথা রয়েছে।

মামলার নথি অনুযায়ী, ২০২৩ এবং ২০২৪ সালে ছাত্রটি একাধিকবার মাউন্ট জায়নে বার্ডফিল্ডের বাসায় গিয়েছিল ‘প্লে ডেটের’ নামে। মাউন্ট জায়ন পুলিশ গত বছর এক বিবৃতিতে জানায়, ওই শিক্ষার্থীর মা লক্ষ্য করেন, তার ছেলে বার্ডফিল্ডের বাড়ি থেকে ফেরার পর থেকে অস্বাভাবিক আচরণ করছে। পরে তিনি ছেলের ফোন ও সামাজিক যোগাযোগমাধ্যম পরীক্ষা করেন।

পরবর্তী আলোচনায় ছেলে স্বীকার করে যে, ২০২৪ সালের ২৯ মার্চ মাউন্ট জায়নে বার্ডফিল্ডের বাসায় অবস্থানকালে তাদের মধ্যে যৌন সম্পর্ক হয়েছিল। বিবৃতিতে আরও বলা হয়, এই অভিযোগগুলো অত্যন্ত ভয়াবহ। বিশেষ করে যখন অভিযুক্ত ব্যক্তি একজন বিশ্বাসযোগ্য অবস্থানে থাকা মানুষ। মাউন্ট জায়ন পুলিশ বিভাগ ভুক্তভোগী ও তাদের পরিবারের পাশে আছে এবং এমন ঘটনার কারণে সৃষ্ট ট্রমা মোকাবিলায় সহায়ক থাকবে।

স্থানীয় গণমাধ্যম জানায়, শিশুটির মা তার ফোনে বার্ডফিল্ড ও তার ছেলের মধ্যে বার্তা এবং ‘ক্যাশ অ্যাপের’ মাধ্যমে পাঠানো ৭০০ ডলারের সন্ধান খুঁজে পান। ছেলেটি ডেকাটারের হোপ একাডেমি-তে বার্ডফিল্ডের ছাত্র ছিল। পুলিশ জানায়, ভুক্তভোগী ডিপিএস ডিস্ট্রিক্ট ৬১-এর ষষ্ঠ শ্রেণির ছাত্র।

অ্যালি বার্ডফিল্ডকে দীর্ঘমেয়াদি বিকল্প শিক্ষক হিসেবে ওই শ্রেণিতে নিয়োগ দেয়া হয়েছিল। বার্ডফিল্ডকে গ্রেপ্তারের পর স্কুল কর্তৃপক্ষ তাকে চাকরি থেকে অব্যাহতি দিয়েছে। তিনি পুলিশের জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন যে, ওই ছাত্রের সঙ্গে যৌন সম্পর্কে জড়িয়েছিলেন। তাকে ক্যাশ অ্যাপে অর্থ দিয়েছিলেন এবং স্ন্যাপচ্যাটে নিজের  নগ্ন ছবি পাঠিয়েছিলেন। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়