শিরোনাম
◈ প্রথমবারের মতো মিস ইউনিভার্স প্রতিযোগিতায় ‘মিস ফিলিস্তিন’ নাদিন আইয়ুব ◈ ৪১ হাজার শিক্ষক নিয়োগের সুপারিশের ফল প্রকাশ, জানা যাবে যেভাবে ◈ ভারতের ১৫ জ‌নের এ‌শিয়া কা‌পের দল ঘোষণা, সহ-অধিনায়ক শুভমন গিল,  সূর্যই থাক‌ছেন অ‌ধিনায়ক ◈ আগামী বছর জুলাই‌য়ে রোনালদো ও জর্জিনার বি‌য়ে, অনুষ্ঠান পর্তুগা‌লে ◈ জুলাই শহীদ পরিবার ও আহতরা ‘আল্টিমেটাম’ দিয়ে সচিবালয়ের সামনের সড়ক ছাড়লেন ◈ ভারত হাসিনা-আ.লীগ ছাড়া বাংলাদেশকে বন্ধু মনে করে না: দুদু ◈ উপ‌জেলা পর্যা‌য়ে স্টেডিয়াম নির্মাণ প্রকল্প ব্যয় বেড়ে ১৪ কোটি টাকা হ‌য়ে‌ছে: ক্রীড়া স‌চিব ◈ ডাকসু নির্বাচনে ছাত্রদল মনোনয়ন জমা দিতে না পারে তাই মব সৃষ্টি করে বাধা দেওয়া হয়েছে : রিজভী ◈ তারেক রহমান-বাবরের খালাসের বিরুদ্ধে আপিল শুনানি বুধবার ◈ ফ্লাইটে কারিগরি ত্রুটির বিষয়ে যা জানালো বিমান

প্রকাশিত : ১৯ আগস্ট, ২০২৫, ০৩:১১ দুপুর
আপডেট : ১৯ আগস্ট, ২০২৫, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তারেক রহমান-বাবরের খালাসের বিরুদ্ধে আপিল শুনানি বুধবার

একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত তারেক রহমান ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ সব আসামির খালাসের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের দায়ের করা আপিলের শুনানি বুধবার (২০ আগস্ট) অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (১৯ আগস্ট) প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে ৬ বিচারপতির আপিল বেঞ্চ পরবর্তী শুনানির জন্য এদিন ধার্য করেন।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আবদুল্লাহ আল মাহমুদ মাসুদ।

তারেক রহমান ও বাবরের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট এস এম শাহজাহান, অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির।

গত ১ ডিসেম্বর হাইকোর্ট এ মামলার সব আসামিকে খালাস দেয়। রাষ্ট্রপক্ষ ওই রায়ের বিরুদ্ধে ‘লিভ টু আপিল’ করে আপিল বিভাগে যায়। এরপর থেকেই আপিলের শুনানি শুরু হয়। ২০১৮ সালে বিচারিক আদালত এ মামলার রায় দেন।

উল্লেখ্য, আদালতের রায়ে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ও সাবেক শিক্ষা উপমন্ত্রী আবদুস সালাম পিন্টুসহ ১৯ জনকে মৃত্যুদণ্ড এবং তারেক রহমানসহ ১৯ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। গত ৫ আগস্ট হাইকোর্ট বেঞ্চ পুনর্গঠনের পর ১ ডিসেম্বর সব আসামিকে খালাস দেওয়া হয়।

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়