শিরোনাম
◈ আরব আমিরাতের বিমানে বোমা হামলা, নিহত ৪০ (ভিডিও) ◈ জাতীয় পার্টির বিভক্তি স্পষ্ট: জিএম কাদেরকে বাদ দিয়েই কাউন্সিলের ডাক ব্যারিস্টার আনিসুলের ◈ নির্বাচন বানচালের ষড়যন্ত্রে এখনো সক্রিয় হাসিনার অনেক পুলিশ-সচিব: জয়নুল আবদিন ফারুক (ভিডিও) ◈ মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী আটক ১,১৩৬ বাংলাদেশি সম্পর্কে পার্লামেন্টে দিলেন ভয়াবহ তথ্য ◈ সেন্ট মার্টিন দ্বীপ নিয়ে অন্তর্বর্তী সরকারের মহাপরিকল্পনা চূড়ান্তের পথে ◈ নওগাঁ সীমান্ত দিয়ে ১৮ বাংলাদেশিকে পুশইন ◈ যুক্তরাষ্ট্রে আজ শুরু হচ্ছে মুসলিম উম্মাহর তিন দিনব্যাপী মহাসম্মেলন ◈ ইংল‌্যা‌ন্ডে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার পাকিস্তা‌নের ক্রিকেটার, জামিন মিললেও চলছে তদন্ত  ◈ সাকিব‌কে নি‌য়ে ক্রিকেট বোর্ডকে নাটক বন্ধ করতে বললেন খা‌লেদ মাহমুদ সুজন ◈ ইসরায়েলি বাহিনীর গুলিতে নিহত প্যালেস্টাইনের ফুটবলার পেলে

প্রকাশিত : ০৮ আগস্ট, ২০২৫, ১২:৩৫ দুপুর
আপডেট : ০৮ আগস্ট, ২০২৫, ০৫:১৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইসরাইলি মন্ত্রিসভায় পুরো গাজা শহর দখলের পরিকল্পনা অনুমোদন 

সিএনএন: অ্যাক্সিওস ইসরাইলি প্রধানমন্ত্রীর কার্যালয়ের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, রাজনৈতিক-নিরাপত্তা মন্ত্রিসভা হামাসকে পরাজিত করার জন্য প্রধানমন্ত্রীর প্রস্তাব অনুমোদন করেছে।
 
ইসরাইলের নিরাপত্তা মন্ত্রিসভা। মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস প্রথম এ তথ্য সামনে এনেছে। তবে ইসরাইলি প্রধানমন্ত্রীর কার্যালয় এখনো এই পরিকল্পনাটি প্রকাশ্যে নিশ্চিত করেনি।

শুক্রবার (৮ আগস্ট) আল জাজিরা এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে।

অ্যাক্সিওস ইসরাইলি প্রধানমন্ত্রীর কার্যালয়ের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, ‘রাজনৈতিক-নিরাপত্তা মন্ত্রিসভা হামাসকে পরাজিত করার জন্য প্রধানমন্ত্রীর প্রস্তাব অনুমোদন করেছে। ইসরায়েলি সামরিক বাহিনী যুদ্ধক্ষেত্রের বাইরে বেসামরিক জনগণকে মানবিক সহায়তা প্রদানের পাশাপাশি গাজা শহর দখলের প্রস্তুতি নেবে।’

নাম প্রকাশে অনিচ্ছুক একজন জ্যেষ্ঠ ইসরাইলি কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে সংবাদমাধ্যটি আরো জানিয়েছে, আগামী ৭ অক্টোবরের মধ্যে গাজা শহর থেকে সব ফিলিস্তিনিকে কেন্দ্রীয় শিবির ও অন্যান্য এলাকায় সরিয়ে নেয়ার পরিকল্পনা রয়েছে। এরপর শহরে থাকা হামাস যোদ্ধাদের অবরুদ্ধ করে স্থল অভিযান চালানো হবে।

ওয়াশিংটন ডিসিতে আল জাজিরা জানায়, গাজা দখলের এই পদক্ষেপের ইঙ্গিত গত কয়েকদিন ধরেই মিলছিল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও নেতানিয়াহুর পরিকল্পনাকে কার্যত সবুজ সংকেত দিয়েছেন।

এর আগে, বৃহস্পতিবার মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেয়া এক টেলিভিশন সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেন, ইসরাইল ‘পুরো গাজার নিয়ন্ত্রণ নেবে’। তিনি আরো বলেন, ইসরাইল গাজা শাসন করতে চায় না এবং একটি অনির্দিষ্ট তৃতীয় পক্ষের কাছে তারা দায়িত্ব হস্তান্তর করবে।

গত সপ্তাহেই ইসরাইলি সংবাদমাধ্যমগুলো জানায়, গাজা দখলের পরিকল্পনা চূড়ান্ত হয়েছে এবং শিগগিরই নেতানিয়াহু তা ঘোষণা করবেন। এরপর সোমবার নেতানিয়াহুর কার্যালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তাকে উদ্ধৃত করে ইসরাইলি চ্যানেল-১২ এক প্রতিবেদনে জানায়, ‘গাজা দখলের সিদ্ধান্ত ইতোমধ্যে নেয়া হয়েছে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়