যুক্তরাষ্ট্রে বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছেন আমেরিকান এয়ারলাইন্সের একটি ফ্লাইটের ১৭৩ জন যাত্রী। মূলত উড্ডয়নের আগেই চাকা তথা ল্যান্ডিং গিয়ারে আগুন ধরে যায় এবং এরই জেরে রানওয়ে ধোঁয়ায় ভরে যায়।
পরে পাইলট উড্ডয়ন বাতিল করলে যাত্রীদের জরুরিভিত্তিতে বের করে আনা হয়। যুক্তরাষ্ট্রের ডেনভার বিমানবন্দরে এই ঘটনা ঘটে। এদিকে এই ঘটনার ভিডিও ফুটেজ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
রোববার (২৭ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
সংবাদমাধ্যমটি বলছে, যুক্তরাষ্ট্রের ডেনভার বিমানবন্দর থেকে মিয়ামি যাওয়ার কথা ছিল আমেরিকান এয়ারলাইন্সের ওই ফ্লাইটের। তবে উড়াল দেওয়ার আগেই রানওয়েতে চাকায় যান্ত্রিক ত্রুটি দেখা দিলে সেখানেই আগুন ধরে যায় এবং বিমানে ধোঁয়া ছড়িয়ে পড়ে। পরে দ্রুত ১৭৩ যাত্রীকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়। এতে একজন সামান্য আহত হন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
বোয়িং ৭৩৭ ম্যাক্স ৮ মডেলের ফ্লাইট এএ-৩০২৩-তে এই ঘটনা ঘটে। আমেরিকান এয়ারলাইন্স জানিয়েছে, বিমানের একটি চাকার ত্রুটির কারণেই এই সমস্যা দেখা দেয়।
ঘটনার পর সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, আতঙ্কিত যাত্রীরা দ্রুত প্লেন থেকে স্লাইড করে নামছেন এবং ল্যান্ডিং গিয়ার বা চাকায় আগুন জ্বলছে। এসময় ধোঁয়ায় ঢেকে যায় আশপাশের এলাকা।
স্থানীয় সময় শনিবার দুপুর ২টা ৪৫ মিনিটে ডেনভার বিমানবন্দর থেকে উড্ডয়নের সময় এই ঘটনা ঘটে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ)। সংস্থাটি আরও জানায়, যাত্রীদের রানওয়েতেই সরিয়ে নেওয়া হয় এবং বাসে করে টার্মিনালে পাঠানো হয়।
ঘটনার তদন্তে নেমেছে এফএএ। ডেনভার বিমানবন্দর আলাদা বিবৃতিতে জানায়, ফ্লাইটটি যখন রানওয়েতে ছিল তখনই আগুন লাগে। ফায়ার সার্ভিস ও অন্যান্য জরুরি সেবা দলকে দ্রুত ডেকে আনা হয় এবং যাত্রীদের উদ্ধার করা হয়। পাঁচজনকে ঘটনাস্থলেই পর্যবেক্ষণ করা হয়, কারও হাসপাতালে নেওয়ার প্রয়োজন হয়নি। একজনকে গেট থেকে হাসপাতালে পাঠানো হয়।
ডেনভার ফায়ার ডিপার্টমেন্ট জানায়, বিকেল ৫টা ১০ মিনিটে আগুন পুরোপুরি নিভিয়ে ফেলা হয়। আমেরিকান এয়ারলাইন্স জানিয়েছে, “বিমানের একটি চাকার সমস্যা হয়েছিল। সব যাত্রী ও ক্রু নিরাপদে বিমান থেকে নামতে পেরেছেন। বিমানের সার্ভিস বন্ধ রাখা হয়েছে এবং আমাদের রক্ষণাবেক্ষণ টিম তা পরীক্ষা করছে।”
এদিকে ঘটনাস্থলের ভিডিওতে দেখা যায়, এক যাত্রী শিশু সন্তানকে একটি হাতে ধরে ও অন্য হাতে লাগেজ নিয়ে বিমানের স্লাইড দিয়ে নামছেন। নামার সময় তিনি ভারসাম্য হারিয়ে সন্তানের ওপর পড়ে যান। এই ঘটনায় সামাজিক মাধ্যমে তার বিরুদ্ধে সমালোচনার ঝড় উঠেছে। অনেকেই এমন সংকটময় মুহূর্তে শিশুর চেয়ে লাগেজকে গুরুত্ব দেওয়ায় প্রশ্ন তুলেছেন।
প্রসঙ্গত, গত পাঁচ মাসে ডেনভার বিমানবন্দরে দ্বিতীয় বিমান অগ্নিকাণ্ডের ঘটনা এটি। এর আগে চলতি বছরের মার্চে ডালাসগামী একটি আমেরিকান এয়ারলাইন্স ফ্লাইটে আগুন লাগে। সেবারও ১৭২ যাত্রী ও ছয়জন ক্রুকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছিল।