শিরোনাম
◈ মবের তাণ্ডব, ডাইনী সন্দেহে একই পরিবারের পাঁচজনকে পু.ড়িয়ে হত্যা ◈ মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশি নিহত, আহত দুই ◈ এক ইলিশ বিক্রি হলো ১২,৪৮০ টাকায়! ◈ নতুন বন্দোবস্তে সবকিছু কি ওলটপালট হয়ে গেল? ◈ আগামীকাল শহীদ মিনারে ‘নতুন বাংলাদেশের ইশতেহার’ ঘোষণা ◈ ঢাকায় ছাত্রদল ও এনসিপির মহাসমাবেশ কাল: শাহবাগ ও শহীদ মিনারে পাল্টাপাল্টি জমায়েত, উত্তেজনা রাজনৈতিক অঙ্গনে ◈ গুলিস্তানে সুন্দরবন স্কয়ার মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ১১ ইউনিট ◈ যে কারণে নিজেদের সব কূটনীতিককে আরব আমিরাত ছাড়ার নির্দেশ দিয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ! ◈ তিন দি‌নের সফ‌রে ভারতে আস‌ছেন মে‌সি, খেল‌তে পা‌রেন কোহলি-ধোনির সঙ্গে ক্রিকেট ◈ এশিয়া কাপের ভবিষ্যৎ আবার অনিশ্চিত! পি‌সি‌বি‌কে ৩৭০ কো‌টি টাকার ভয় দেখা‌চ্ছে সম্প্রচারকারী সংস্থা

প্রকাশিত : ২৬ জুলাই, ২০২৫, ০৩:০০ দুপুর
আপডেট : ০১ আগস্ট, ২০২৫, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলায় কথা বললেই কি বাংলাদেশি হয়ে গেল, প্রশ্ন করলেন ত্রিপুরার সাবেক মুখ্যমন্ত্রী মানিক সরকার

বাঙালি নিগ্রহ ইস্যুতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যকে সমর্থন করলেন সিপিএম পলিটব্যুরোর সাবেক সদস্য তথা ত্রিপুরার সাবেক মুখ্যমন্ত্রী মানিক সরকার। মমতার সুরে সুর মিলিয়ে মানিক সরকার বলেছেন, মুসলিমদের একটা বড় অংশের ভাষা বাংলা।

তারা বাংলায় কথা বললেই কি বাংলাদেশি হয়ে গেল? তার আরও প্রশ্ন, ‘এটা কে স্থির করে দিল? আসলে এটা বিজেপি-আরএসএসের মুসলিম দলিত ও নারী বিদ্বেষী দৃষ্টিভঙ্গির প্রতিফলন।’ যেভাবে মমতা এই ইস্যুতে পথে নেমেছেন- বড় সমাবেশ করে সেই মঞ্চ থেকে বাঙালিদের পাশে দাঁড়ানোর বার্তা দিয়েছেন, সেটারও প্রশংসা করছেন মানিক।

পশ্চিমবঙ্গের সিপিএম নেতৃত্ব ভিনরাজ্যে বাঙালি হেনস্তার সেই অভিযোগকে আংশিকভাবে মান্যতা দিলেও সরাসরি মমতার পাশে দাঁড়াননি। বরং তার বিরোধিতাই করেছেন। অভিযোগ করেছেন, মুখ্যমন্ত্রী এই ইস্যু উত্থাপন করছেন রাজনীতির স্বার্থে। 

কিন্তু ত্রিপুরার বিদগ্ধ বাম নেতা মানিক সরকার এই ইস্যুতে মমতার পাশে দাঁড়ালেন।ভিনরাজ্যে বাঙালিদের আক্রান্ত হওয়া নিয়ে ধর্মতলায় একুশে জুলাইয়ের মঞ্চ থেকে সরব হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শহীদ সমাবেশের মঞ্চ থেকে কেন্দ্রের জারি করা ‘বাঙালি বিরোধী’ সার্কুলার তুলে ধরে মমতা দাবি করেন, ঘুরপথে কেন্দ্র এনআরসি করার চেষ্টা করছে। বাঙালিদের বাংলাদেশে পাঠিয়ে দেয়া হচ্ছে। মমতার অভিযোগ, বাংলা ভাষার বিরুদ্ধে সন্ত্রাস চলছে। তিনি বলেন, ‘এক হাজারের উপর মানুষকে মধ্যপ্রদেশ, কাউকে ওড়িশা তো কাউকে রাজস্থানের জেলে ভরা হয়েছে।’

সূত্র : ইন্ডিয়ান এক্সপ্রেস

  • সর্বশেষ
  • জনপ্রিয়