শিরোনাম
◈ টাঙ্গাইলের মধুপুরে আনারসের বাম্পার ফলন, প্রতিদিন বিক্রি হচ্ছে ৩ কোটি টাকার আনারস ◈ ভুয়া জুলাই শহীদ শনাক্ত: অনুদান ভাগাভাগি নিয়ে দ্বন্দ্বে ফাঁস প্রতারণা ◈ লক্ষ্মীপুরে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়ে আত্মহত্যা প্রবাসীর স্ত্রী, ভবিষ্যৎ অনিশ্চিত ৮ বছরের মেয়ের ◈ দাউদকান্দিতে কুখ্যাত অপরাধী আল-মামুনকে কুপিয়ে হত্যা ◈ ক্ষমতায় গেলে শিশুশ্রম নিরসনে অগ্রাধিকার দেবে বিএনপি: মির্জা ফখরুল ◈ নারায়ণগঞ্জ থেকে চোরাই ট্রাক উদ্ধার: পার্বতীপুরে হাতেনাতে ধরা পড়ল চালক ও চোরচক্রের সদস্য ◈ কুড়িগ্রাম হাসপাতালে দায়িত্বরত চিকিৎসক অনুপস্থিত: ভাড়াটে ডিএমএফ-এর অবহেলায় রোগীর মৃত্যু ◈ ৩৫% মার্কিন শুল্কে ধসে পড়তে পারে রপ্তানি, ঘুষ বেড়েছে পাঁচগুণ, আক্রান্ত সুশাসন: মির্জা ফখরুল ◈ খাগড়াছড়িতে দুই গ্রুপের গোলাগুলি, নিহত ৪ ◈ বাংলায় কথা বললেই কি বাংলাদেশি হয়ে গেল, প্রশ্ন করলেন ত্রিপুরার সাবেক মুখ্যমন্ত্রী মানিক সরকার

প্রকাশিত : ২৪ জুলাই, ২০২৫, ০৮:৫৯ রাত
আপডেট : ২৬ জুলাই, ২০২৫, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুমিল্লায় তারেক রহমানকে নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ

সোহাইবুল ইসলাম সোহাগ, কুমিল্লা।। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ শীর্ষ নেতাদের বিরুদ্ধে কুরুচিপূর্ণ ও অশালীন বক্তব্য, অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে কুমিল্লায় বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বীর মুক্তিযোদ্ধা, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মনিরুল হক চৌধুরীর নেতৃত্বে বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টায়  জাঙ্গালিয়া বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে মিছিলটি কুমিল্লা নগরীর পূবালী চত্বরে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

বিক্ষোভ সমাবেশে বক্তব্য দিতে গিয়ে মনিরুল হক চৌধুরী বলেন, আমার প্রিয় নেতা তারেক রহমানসহ দলের সিনিয়র নেতাদের নিয়ে যারা কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছেন, আমরা আজ শুধু প্রতিবাদ জানাচ্ছি , আগামীতে এর কঠোর প্রতিরোধ গড়ে তুলবো। সমাবেশ শেষে তিনি  ঢাকায় ছাত্র-ছাত্রীদের মৃত্যুর ঘটনায় দোয়া ও মোনাজাত করেন।

স্লোগানে স্লোগানে মুখরিত কুমিল্লার রাজপথে বিএনপির হাজারো নেতাকর্মী তারেক রহমানের প্রতি একাত্মতা প্রকাশ করে বলেন, “ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না, আমরা রাজপথেই জবাব দেবো।

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা বিএনপির আহ্বায়ক এডভোকেট আখতার হোসাইনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব ভিপি আশিক রহমান মাহমুদ ওয়াসিম, বিএনপি নেতা সিদ্দিকুর রহমান, দুলাল চেয়ারম্যান, ইউসুফ আলী মির পিন্টু, সুমন চেয়ারম্যান, সাবেক কাউন্সিলর খলিলুর রহমান, সদর দক্ষিণ বিএনপির সদস্য সচিব ওমর ফারুক চৌধুরীসহ কুমিল্লা সদর দক্ষিণ, মহানগরের একাংশ ও লালমাই উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের সহস্রাধিক নেতাকর্মী।

  • সর্বশেষ
  • জনপ্রিয়