শিরোনাম
◈ শ্রীলঙ্কার কা‌ছে আফগা‌নিস্তান হে‌রে যাওয়ায় সুপার ফো‌রে খেলার সু‌যোগ পে‌লো বাংলাদেশ ◈ বাংলাদেশি নাগরিকত্ব নিয়ে টিউলিপের মিথ্যাচার, নতুন সংকটে স্টারমার: ডেইলি এক্সপ্রেসের রিপোর্ট ◈ শুধু অতীতের নয়, বর্তমানের দুর্নীতি থামাতেও নজর দিতে হবে: বিদ্যুৎ উপদেষ্টা ◈ বাংলাদেশ ও চীন সহযোগিতামূলক অংশীদারিত্বকে এগিয়ে নিতে একসাথে এগিয়ে যাবে : প্রধান উপদেষ্টা  ◈ সাফ চ‌্যা‌ম্পিয়নশী‌পে নেপালকে ৪-০ গো‌লে হারা‌লো বাংলাদেশ ◈ শ্রীলঙ্কার প্রতি বাংলা‌দে‌শের সমর্থন, চোখ এড়ায়নি লঙ্কান ক্রিকেট বোর্ডের ◈ আফগানিস্তান-শ্রীলংকা ম্যাচের ফল যেমন হলে লাভ বাংলাদেশের ◈ নির্বাচনী দায়িত্বে অপরাধের সাজা বাড়ছে: অধ্যাদেশের খসড়া অনুমোদন ◈ দেওয়ানি ও ফৌজদারি আদালত সম্পূর্ণভাবে পৃথক করলো সরকার ◈ কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করার পক্ষে নয় বিএনপি : সিঙ্গাপুর থেকে দেশে ফিরে মির্জা ফখরুল

প্রকাশিত : ১৭ জুলাই, ২০২৫, ১২:৫৭ দুপুর
আপডেট : ১৮ সেপ্টেম্বর, ২০২৫, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যুক্তরাষ্ট্রে ভ্রমণে গিয়ে চুরি করে ধরা খেলেন ভারতীয় নারী! (ভিডিও)

মার্কিন যুক্তরাষ্ট্রে বেড়াতে এসে চুরির অভিযোগে পুলিশের জেরার মুখে পড়েছেন এক ভারতীয় নারী। প্রায় ১.১ লক্ষ টাকার (১৩০০ ডলার) পণ্য চুরির চেষ্টার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। পুরো ঘটনাটির ভিডিও এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

সূত্র বলছে, ইলিনয় অঙ্গরাজ্যের একটি টার্গেট স্টোরে প্রায় সাত ঘণ্টা ঘোরাঘুরি করছিলেন ওই নারী। তার সন্দেহজনক আচরণ লক্ষ্য করে স্টোর কর্মীরা পুলিশে খবর দেন। পরে বডিক্যামেরা ফুটেজে ধরা পড়ে পুরো ঘটনাটি।

ভিডিওতে দেখা যায়, পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে ওই নারী জানান তিনি বিদেশি এবং এই দেশে স্থায়ীভাবে থাকেন না। তিনি বলেন, “আমি দুঃখিত যদি আপনাদের বিরক্ত করে থাকি। আমি এই দেশের মানুষ নই, এখানে থাকব না। আমি দাম পরিশোধ করতে চাই।”

জবাবে এক মার্কিন মহিলা পুলিশ অফিসার পাল্টা প্রশ্ন করেন, “ভারতে কি চুরি করা বৈধ?”—যা নিয়ে সামাজিক মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

পরে পুলিশের পক্ষ থেকে জানানো হয়, মহিলাকে হাতকড়া পরিয়ে থানায় নিয়ে যাওয়া হয়েছে এবং তার বিরুদ্ধে গুরুতর অপরাধের অভিযোগ আনার প্রস্তুতি চলছে। তবে তাকে এখনও আনুষ্ঠানিকভাবে গ্রেফতার করা হয়নি।

ঘটনার পরপরই ভিডিওটি ইউটিউব ও এক্স-এ (সাবেক টুইটার) ভাইরাল হয়ে যায়। ভিডিওর ক্যাপশনে লেখা হয়, “চলতি বছরের ১ মে এক মহিলা স্টোরে ঘণ্টার পর ঘণ্টা সময় কাটিয়ে হাজার ডলারের পণ্য চুরি করে বেরিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ ডাকা হয়। এরপর যা ঘটে, সেটিই এই ভিডিওতে রয়েছে।”

ভিডিও ভাইরাল হওয়ার পর ভারতীয় নেটিজেনদের মধ্যে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। কেউ এই ঘটনায় ভারতীয় নাগরিক হিসেবে বিব্রত বোধ করছেন, আবার কেউ মার্কিন পুলিশের মন্তব্যকে “উগ্র জাতীয়তাবাদী” হিসেবে সমালোচনা করছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়