শিরোনাম
◈ দুই মাসে পোশাক রপ্তানির আয় ৭১৩ কোটি ডলার ◈ নেপালে যাচ্ছে বাংলাদেশ, জাতীয় দল ঘোষণা,  নেই হামজা ◈ মুসলিম তরুণীকে আটক রেখে ধর্ষণ, ২০ দিন পর অভিযুক্ত জয়কুড়ি গ্রেপ্তার ◈ পল্টন মোড়ে গণঅধিকার পরিষদ নেতাকর্মীদের অবরোধ ◈ নির্বাচন বানচালের জন্য ভিপি নুরকে আহত করা হয়েছে: জয়নল আবেদিন ফারুক ◈ অবাধে ভারত থেকে ঢুকছে পানি: পাকিস্তানে বন্যায় নিহত ৪৩, পরিস্থিতি আরও অবনতির শঙ্কা ◈ ডিআরইউতে মব ও আওয়ামী লীগ আমলের আইন নিয়ে নতুন উদ্যোগে সম্পাদক পরিষদের উদ্বেগ ◈ সালথায় মাদক নিয়ে দ্বন্দ্বের জেরে যুবককে কুপিয়ে পায়ের পাঁচ আঙুল বিচ্ছিন্ন ◈ ইভ্যালির রাসেলকে ধরিয়ে দিতে নগদ পুরস্কারের ঘোষণা, রাজধানীজুড়ে পোস্টার ◈ শুধু গভীর সমুদ্রবন্দর নয়, আমাদের একটা ব্লু ইকোনমি গড়ে তোলার ভিশন নিয়ে কাজ করতে হবে: প্রধান উপদেষ্টা

প্রকাশিত : ১৫ জুলাই, ২০২৫, ০১:২২ রাত
আপডেট : ২৫ আগস্ট, ২০২৫, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইউক্রেন যুদ্ধ থামাতে পুতিনকে ট্রাম্পের আলটিমেটাম

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ৫০ দিনের মধ্যে ইউক্রেন যুদ্ধ থামানোর আলটিমেটাম দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি সোমবার রাশিয়াকে কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইউক্রেন যুদ্ধ ৫০ দিনের মধ্যে বন্ধ না হলে রাশিয়ার বাণিজ্য অংশীদারদের বিরুদ্ধেও ‘খুব কঠোর’ শুল্ক আরোপ করা হবে। 

হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, আমরা সেকেন্ডারি ট্যারিফ আরোপ করতে যাচ্ছি। যদি ৫০ দিনের মধ্যে কোনো চুক্তি না হয়, তাহলে ব্যাপারটা খুবই সোজা—শুল্ক হবে ১০০%। আর সেটাই বাস্তবতা।

এখন পর্যন্ত ট্রাম্প প্রশাসন বা হোয়াইট হাউস থেকে এ বিষয়ে বিস্তারিত কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি। তবে বিশ্লেষকরা মনে করছেন, ট্রাম্পের এ হুমকি রাশিয়ার ওপর চাপ তৈরিতে নতুন কৌশলের অংশ, বিশেষ করে তার বাণিজ্যিক অংশীদারদের মাধ্যমে।

ট্রাম্পের এ বক্তব্য এমন সময় এলো যখন ইউক্রেন যুদ্ধ তিন বছরেরও বেশি সময় পেরিয়ে গেছে এবং রাশিয়ার ওপর পশ্চিমা নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও দেশটি চীনের মতো মিত্রদের সঙ্গে বাণিজ্য অব্যাহত রেখেছে।

বিশ্লেষকদের মতে, ‘সেকেন্ডারি ট্যারিফ’ মূলত সেইসব দেশকে লক্ষ্য করে দেওয়া হয় যারা নিষেধাজ্ঞার মধ্যে থেকেও সংশ্লিষ্ট রাষ্ট্রের সঙ্গে বাণিজ্যিক লেনদেন চালিয়ে যায়।

এ বিষয়ে রাশিয়া বা চীনের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। সূত্র: এএফপি

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়