সংযুক্ত আরব আমিরাতের ফেডারেল অথরিটি ফর আইডেন্টিটি, সিটিজেনশিপ, কাস্টমস অ্যান্ড পোর্টস সিকিউরিটি (আইসিপি) মঙ্গলবার (৮ জুলাই) একটি বিবৃতিতে জানিয়েছে, “কিছু স্থানীয় ও আন্তর্জাতিক গণমাধ্যম এবং অনলাইন প্ল্যাটফর্মে যেসব খবর ছড়ানো হচ্ছে—যাতে বলা হয়েছে, আমিরাত কিছু নির্দিষ্ট দেশের নাগরিকদের জন্য আজীবন গোল্ডেন ভিসা দিচ্ছে—সেগুলো সম্পূর্ণ মিথ্যা।”
আইসিপি স্পষ্ট করে জানিয়েছে, সব ধরনের গোল্ডেন ভিসার আবেদন শুধুমাত্র সংযুক্ত আরব আমিরাতের সরকারিভাবে অনুমোদিত চ্যানেলের মাধ্যমেই সম্পন্ন হয়। এর বাইরে কোনো দেশি বা বিদেশি পরামর্শক প্রতিষ্ঠান এই প্রক্রিয়ায় যুক্ত নয় বা অনুমোদিত নয়।
বিবৃতিতে আরও বলা হয়েছে, “গোল্ডেন রেসিডেন্সের ক্যাটাগরি, শর্ত ও নিয়মাবলি সংযুক্ত আরব আমিরাতের প্রচলিত আইন, বিধিমালা ও মন্ত্রীপর্যায়ের সিদ্ধান্ত অনুসারে নির্ধারিত হয়।”
আইসিপি জানিয়েছে, যারা গোল্ডেন ভিসা সংক্রান্ত সঠিক তথ্য জানতে চান, তারা আইসিপির অফিসিয়াল ওয়েবসাইট বা স্মার্ট অ্যাপ ব্যবহার করে তথ্য সংগ্রহ করতে পারবেন।
আইসিপি জানিয়েছে, সম্প্রতি তারা দেখেছে, একটি বিদেশি পরামর্শক প্রতিষ্ঠান প্রেস বিজ্ঞপ্তি জারি করে দাবি করেছে, সংযুক্ত আরব আমিরাতের ‘আজীবন গোল্ডেন ভিসা’র জন্য আবেদন করা সম্ভব।
এই প্রেস বিজ্ঞপ্তিটি সোমবার (৭ জুলাই) প্রকাশিত হয়, যা ভারতের কিছু গণমাধ্যম এবং আমিরাতের কয়েকটি প্রতিষ্ঠান প্রচার করে। তবে আইসিপি বলেছে, “এই খবরের কোনো আইনি ভিত্তি নেই এবং আমিরাতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদনও নেই।”
দুবাইভিত্তিক সংবাদমাধ্যম খালিজ টাইমস এই সংবাদ প্রকাশ করেনি। বরং তারা সোমবারই আইসিপির কাছে আনুষ্ঠানিক বক্তব্য জানতে চায়।
আইসিপি বলেছে, তারা “গ্রাহকদের জন্য নিরাপদ ও পরিষ্কার পরিবেশ নিশ্চিত করতে বদ্ধপরিকর” এবং শুধু অফিসিয়াল ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমেই সেবা আপডেট করা হয়।
আইসিপির আইনি পদক্ষেপের ঘোষণা
আইসিপি বলেছে, তারা সংশ্লিষ্ট গুজব ছড়ানোর উৎসের নাম প্রকাশ করেনি, তবে এই গুজব ছড়ানোর জন্য দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। আইসিপি জানায়, “এই গুজবের মাধ্যমে সংযুক্ত আরব আমিরাতে বসবাস ও স্থায়ী হওয়ার স্বপ্ন দেখে যারা প্রতারিত হতে পারেন, তাদের কাছ থেকে অর্থ আদায়ের অপচেষ্টা চালানো হয়েছে।”
আইসিপি নাগরিকদের সতর্ক করে বলেছে, “সংযুক্ত আরব আমিরাতে আসা, বসবাস, বিনিয়োগ কিংবা রেসিডেন্সির জন্য কেউ যেন ভুয়া খবর বা গুজবে কান না দেন, যারা দ্রুত লাভের আশায় এসব গুজব ছড়ায় তাদের ফাঁদে পা না দেন।”
সংস্থাটি সবাইকে সরকারি সোর্স থেকে যাচাই করে সঠিক তথ্য নেওয়ার আহ্বান জানিয়েছে। এ জন্য অফিসিয়াল ওয়েবসাইট বা কল সেন্টারে (৬০০৫২২২২২) যোগাযোগ করতে বলা হয়েছে।