শিরোনাম
◈ ভারতীয় ক্রিকেট দলের বাংলাদেশ সফরে আপত্তি মোদি সরকারের! ◈ উনি ক্লাসে বাজে ঈঙ্গিতপূর্ণ কথা বলার পাশাপাশি বডি শেমিং করেন ◈ এবার নিউ ইয়র্ক মেয়রপ্রার্থী মামদানিকে গ্রেপ্তারের হুমকি ট্রাম্পের!, তীব্র প্রতিক্রিয়া ◈ বউ পেটানোয় শীর্ষে খুলনা ও বরিশালের মানুষ: বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (ভিডিও) ◈ ক‌ষ্টের জ‌য়ে ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনা‌লে রিয়াল মা‌দ্রিদ ◈ দুপু‌রে এ‌শিয়ান কাপ বাছাই‌য়ে স্বাগ‌তিক মিয়ানমা‌রের বিরু‌দ্ধে লড়‌বে বাংলাদেশ নারী দল ◈ প্রথম ওয়ান‌ডে ম‌্যা‌চে মুশফিক-রিয়াদের জায়গায় খেলবেন লিটন দাস ও মিরাজ ◈ জুলাই অভ্যুত্থানের সেই ঐক্য কোথায়? ◈ ব্রিটিশদের ‘নাকানিচুবানি’ দিতে ইরানের এক দশকের ‘ছায়া যুদ্ধ’: যেভাবে চলছে যুক্তরাজ্যের ভেতরে গোপন তৎপরতা ◈ চট্টগ্রাম কাস্টমস কমিশনার জাকির হোসেন বরখাস্ত, আরও কর্মকর্তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

প্রকাশিত : ০১ জুলাই, ২০২৫, ১১:২৪ রাত
আপডেট : ০২ জুলাই, ২০২৫, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

১৬ বছর বয়সী ছাত্রের সঙ্গে শিক্ষিকার যৌন সম্পর্ক, এরপর যা ঘটল

প্রসিকিউটরদের ভাষ্যমতে, সানরোমান নিজেই এক সহকর্মী শিক্ষককে তার ছাত্রের সঙ্গে শারীরিক সম্পর্কের কথা জানান। ওই শিক্ষক বিষয়টি গোপন না রেখে পুলিশের সঙ্গে যোগাযোগ করেন। ওকল্যান্ড কাউন্টির প্রসিকিউটর কারেন ম্যাকডোনাল বলেন, অভিযুক্ত শিক্ষিকা তার ক্ষমতার অপব্যবহার করে একজন অপ্রাপ্তবয়স্ক শিক্ষার্থীর সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করেছেন। এটা অত্যন্ত গুরুতর বিশ্বাসভঙ্গ। একজন সাবেক শিক্ষিকা হিসেবে আমি এই সাহসী সহকর্মীকে ধন্যবাদ জানাই। তিনি সময়মতো পুলিশকে বিষয়টি জানিয়ে অন্য শিক্ষার্থীদের রক্ষা করেছেন।

যুক্তরাষ্ট্রের মিশিগানের একটি মর্যাদাপূর্ণ চার্টার স্কুলের এক শিক্ষিকা তার ১৬ বছর বয়সী ছাত্রের সঙ্গে যৌন সম্পর্কে জড়িয়েছেন। এ অভিযোগে অভিযুক্ত হয়েছেন তিনি। ওই শিক্ষিকা এক সহকর্মীকে ছাত্রের সঙ্গে তার সম্পর্কের কথা জানান। এরপরই ঘটনা প্রকাশ পায়। ফলে পুলিশকে জানানো হয় বিষয়টি। এ খবর দিয়ে অনলাইন নিউ ইয়র্ক পোস্ট বলছে, অভিযুক্ত শিক্ষিকার নাম জোসেলিন সানরোমান । তার বয়স ২৬ বছর। তিনি পন্টিয়াক শহরের বাসিন্দা।

তিনি থার্ড-ডিগ্রি ক্রিমিনাল ‘সেক্সুয়াল কন্ডাক্ট’-এর অভিযোগে অভিযুক্ত হয়েছেন। এ অপরাধের সর্বোচ্চ সাজা ১৫ বছর কারাদণ্ড। খবরে বলা হয়, ঘটনাটি ঘটেছে ২০২৩ সালে। ওই সময় সানরোমান ওয়াটারফোর্ড টাউনশিপের ওকসাইড প্রিপারেটরি একাডেমি নামের একটি চার্টার স্কুলে শিক্ষকতা করছিলেন। স্কুলটি ডেট্রয়েট শহরের কেন্দ্র থেকে প্রায় ৩০ মাইল দূরে অবস্থিত এবং ‘নৈতিক মূল্যবোধের ওপর জোর’ দেয়ার জন্য পরিচিত।

সোমবার সকাল পর্যন্ত সানরোমানকে আদালতে হাজির করা হয়নি। তবে ওকল্যান্ড কাউন্টির ডেপুটিরা তার মাগশট (গ্রেপ্তারের ছবি) প্রকাশ করেছে। এই অভিযোগ প্রমাণিত হলে সানরোমানের ১৫ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। ওকসাইড প্রিপারেটরি একাডেমি, ন্যাশনাল হেরিটেজ একাডেমিজের অংশ।

তারা ‘মোরাল ফোকাস’ প্রোগ্রামের জন্য পরিচিত। স্কুলের ওয়েবসাইট অনুসারে, এই প্রোগ্রামের লক্ষ্য হলো ছাত্রছাত্রীদের সঠিক ও ভুলের পার্থক্য বোঝাতে সহায়তা করা। এই প্রতিষ্ঠানের একজন শিক্ষকের বিরুদ্ধে এমন ভয়াবহ অভিযোগ তাদের ‘নৈতিক শিক্ষাদান’ নীতিকে গভীর প্রশ্নের মুখে ফেলে দিয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়