শিরোনাম
◈ শ্রীলঙ্কার কা‌ছে আফগা‌নিস্তান হে‌রে যাওয়ায় সুপার ফো‌রে খেলার সু‌যোগ পে‌লো বাংলাদেশ ◈ বাংলাদেশি নাগরিকত্ব নিয়ে টিউলিপের মিথ্যাচার, নতুন সংকটে স্টারমার: ডেইলি এক্সপ্রেসের রিপোর্ট ◈ শুধু অতীতের নয়, বর্তমানের দুর্নীতি থামাতেও নজর দিতে হবে: বিদ্যুৎ উপদেষ্টা ◈ বাংলাদেশ ও চীন সহযোগিতামূলক অংশীদারিত্বকে এগিয়ে নিতে একসাথে এগিয়ে যাবে : প্রধান উপদেষ্টা  ◈ সাফ চ‌্যা‌ম্পিয়নশী‌পে নেপালকে ৪-০ গো‌লে হারা‌লো বাংলাদেশ ◈ শ্রীলঙ্কার প্রতি বাংলা‌দে‌শের সমর্থন, চোখ এড়ায়নি লঙ্কান ক্রিকেট বোর্ডের ◈ আফগানিস্তান-শ্রীলংকা ম্যাচের ফল যেমন হলে লাভ বাংলাদেশের ◈ নির্বাচনী দায়িত্বে অপরাধের সাজা বাড়ছে: অধ্যাদেশের খসড়া অনুমোদন ◈ দেওয়ানি ও ফৌজদারি আদালত সম্পূর্ণভাবে পৃথক করলো সরকার ◈ কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করার পক্ষে নয় বিএনপি : সিঙ্গাপুর থেকে দেশে ফিরে মির্জা ফখরুল

প্রকাশিত : ২৫ জুন, ২০২৫, ০২:০২ দুপুর
আপডেট : ১৪ সেপ্টেম্বর, ২০২৫, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জেফ বেজোসের বিয়ের আয়োজন: ৩ দিনে গালা, ২০০ বিলিয়নিয়ার অতিথি, ৫০০ মিলিয়ন ডলারের ইয়ট নিরাপদ দূরত্বে

ভেনিসের শান্ত দ্বীপ সান জিওভান্নি এভানজেলিস্তা যেন এক স্বর্গীয় স্থান। দ্বীপটির জনসংখ্যা মাত্র ১১ জন। অথচ শুক্রবার রাতে এখানে বসতে যাচ্ছে বিশ্বের সবচেয়ে ধনীদের বিলাসী ভোজসভা- জেফ বেজোসের বিবাহপূর্ব বা প্রি-ওয়েডিং গালা ডিনার। বর এবং কনে- জেফ বেজোস ও লরা সানচেজের সঙ্গে উপস্থিত থাকবেন কিম কার্দাশিয়ান ও ক্রিস জেনার, মিডিয়া মোগল ব্যারি ডিলার এবং তার ডিজাইনার স্ত্রী ডায়ান ভন ফারস্টেনবার্গ সহ মোট প্রায় ২০০ বিলিয়নিয়ার।

তারা আঙুরবাগানের মাঝে দীর্ঘ টেবিলে বসে খাবার উপভোগ করবেন। থাকবে রাষ্ট্রপ্রধান পর্যায়ের নিরাপত্তা। কনে হাজির হবেন হেলিকপ্টারে করে। তা নামবে তাদের মেগা-ইয়ট ‘করু’র সাপোর্ট জাহাজ ‘আবিওনা’র হেলিপ্যাডে। বিখ্যাত রোমান্টিক উপন্যাস ‘অ্যাক্রস দ্য রিভার অ্যান্ড ইনটু দ্য ট্রিস’ যে বাড়ি অবলম্বনে লেখা, সেই ‘ভিলা বাসলিনি’ নামের বাড়িটি শেষ মুহূর্তে বিয়ে আয়োজকদের বুক করা ছিল অত্যন্ত চমকপ্রদ ও গোপন পদক্ষেপ। তবে এই গ্ল্যামারাস বিয়েতে একাধিকবার পরিবর্তন এসেছে। বেজোস-ফান্ডেড ব্লু অরিজিন স্পেস ফ্লাইটে কনে সানচেজের অংশগ্রহণ সমালোচনার মুখে পড়ে।

তাকে ‘ফেমিনিস্ট অ্যাডভেঞ্চারার’ হিসেবে দেখানোর চেষ্টাকে মানুষ ‘ধনীদের বিলাসী প্রচারণা’ বলে কটাক্ষ করছে। ফলে ৫০ মিলিয়ন ডলারের বিয়েকে কমিয়ে ৫ মিলিয়নের বাজেট ‘পারিবারিক-ঘরোয়া’ করে তোলা হয়েছে। মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু হওয়ায় নিরাপত্তার কারণে অনেক পরিকল্পনা বাতিল। বেজোসের ৫০০ মিলিয়ন ডলারের ইয়ট করু মূল অনুষ্ঠানের বাইরে রাখা হয়েছে এবং নিরাপদ দূরত্বে ক্রোয়েশিয়ার উপকূলে নোঙর করা হয়েছে।

বিয়ের আয়োজক ল্যানজা অ্যান্ড বাউসিনার স্টাফদের অভ্যর্থনা দিতে থাকা এক ট্যুর গাইডের ক্লিপবোর্ডে ছিল অতিথিদের নাম, হোটেল ও ফ্লাইট নম্বর। সেই তালিকায় ফাঁস হয়ে যায় আসল তালিকা। অতিথিদের মধ্যে আছেন স্যামুয়েল হারোভিৎজ, শেফ সেড্রিক গ্রোলে এবং ভাস্কর এদুয়ার্দো ত্রেসলদি।

বিয়ে হবে শুক্রবার ভেনিসের সান জর্জিও ম্যাজিওরে দ্বীপে। সেখানে এক অসাধারণ ওপেন-এয়ার থিয়েটারে ১৫০০ অতিথির জায়গা রয়েছে। স্থাপনাটি বৃটিশ আর্কিটেক্ট নরম্যান ফস্টার-এর দপ্তর সম্প্রতি সংস্কার করেছে। কনের পোশাক হবে ডোলসে অ্যান্ড গাব্বানা এবং বর বেজোসের টাক্সেডোও একই ডিজাইনারদের।

অনুষ্ঠান হবে তিন দিনের। এর মধ্যে বৃহস্পতিবার হবে প্রি-ওয়েডিং গালা ডিনার (সান জিওভান্নি এভানজেলিস্তা দ্বীপে)। শুক্রবার হবে বিয়ে ও মূল অনুষ্ঠান (সান জর্জিও ম্যাজিওরে দ্বীপে) এবং শনিবার হবে গোপন পার্টি ও সমাপ্তি অনুষ্ঠান। 

আয়োজকদের এক সূত্র জানায়, ইরানে হামলা এবং নিরাপত্তা সতর্কতা বেড়ে যাওয়ায় অনেক পরিকল্পনা বাতিল হয়েছে। এমনকি ট্রাম্পকে আমন্ত্রণ জানানো হলেও তিনি হয়তো আর আসছেন না। তবে ইভানকা ও জ্যারেড কুশনার ইতিমধ্যে পৌঁছে গেছেন। বিয়েতে ফুলঝুরি, ক্লয়েস্টার ডিনার এবং সঙ্গীতানুষ্ঠানসহ নানা চমক থাকবে। তবে চেষ্টা করা হচ্ছে এটিকে যতটা সম্ভব ‘পারিবারিক’ রূপে দেখাতে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়