শিরোনাম
◈ শ্রীলঙ্কার কা‌ছে আফগা‌নিস্তান হে‌রে যাওয়ায় সুপার ফো‌রে খেলার সু‌যোগ পে‌লো বাংলাদেশ ◈ বাংলাদেশি নাগরিকত্ব নিয়ে টিউলিপের মিথ্যাচার, নতুন সংকটে স্টারমার: ডেইলি এক্সপ্রেসের রিপোর্ট ◈ শুধু অতীতের নয়, বর্তমানের দুর্নীতি থামাতেও নজর দিতে হবে: বিদ্যুৎ উপদেষ্টা ◈ বাংলাদেশ ও চীন সহযোগিতামূলক অংশীদারিত্বকে এগিয়ে নিতে একসাথে এগিয়ে যাবে : প্রধান উপদেষ্টা  ◈ সাফ চ‌্যা‌ম্পিয়নশী‌পে নেপালকে ৪-০ গো‌লে হারা‌লো বাংলাদেশ ◈ শ্রীলঙ্কার প্রতি বাংলা‌দে‌শের সমর্থন, চোখ এড়ায়নি লঙ্কান ক্রিকেট বোর্ডের ◈ আফগানিস্তান-শ্রীলংকা ম্যাচের ফল যেমন হলে লাভ বাংলাদেশের ◈ নির্বাচনী দায়িত্বে অপরাধের সাজা বাড়ছে: অধ্যাদেশের খসড়া অনুমোদন ◈ দেওয়ানি ও ফৌজদারি আদালত সম্পূর্ণভাবে পৃথক করলো সরকার ◈ কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করার পক্ষে নয় বিএনপি : সিঙ্গাপুর থেকে দেশে ফিরে মির্জা ফখরুল

প্রকাশিত : ২৫ জুন, ২০২৫, ০১:৪২ রাত
আপডেট : ০৩ সেপ্টেম্বর, ২০২৫, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ন্যাটো সম্মেলনের আগে ট্রাম্পকে মহাসচিব রুটের ‘অসাধারণ’ বার্তা ফাঁস, প্রশংসায় ভরপুর চ্যাট ঘিরে বিতর্ক

ন্যাটোর সম্মেলনে যোগ দিতে নেদারল্যান্ডসে যাওয়ার পথে একটি বার্তার স্ক্রিনশট পোস্ট করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বার্তাটি পাঠিয়েছেন ন্যাটো জোটের মহাসচিব মার্ক রুটে।

এদিকে ন্যাটো কর্তৃপক্ষও নিশ্চিত করেছে, ট্রাম্প যে বার্তা পোস্ট করেছেন, তা সত্যিকারেরই, তবে এটি জনসমক্ষে এভাবে দেখিয়ে ফেলা হবে—এমন ধারণা কিংবা ইচ্ছাও ছিল না ন্যাটোপ্রধানের।

এদিকে বিশ্লেষকেরা বলছেন, ট্রাম্পকে প্রভাবিত করতে ওই বার্তায় প্রশংসা বা তোষামোদের কোনো কমতি রাখেননি রুটে। বার্তায় বেশ করেই রুটের এই আচরণ প্রকাশ পেয়েছে। বলা যায়, এতটা খোলাখুলি প্রশংসা সচরাচর দেখা যায় না।

রুটে তাঁর বার্তায় ট্রাম্পকে সম্বোধন করে লিখেছেন, ‘প্রিয় ডোনাল্ড, ইরানে আপনার দৃঢ় পদক্ষেপ ছিল সত্যিই অসাধারণ—এমন কিছু, যা অন্য কেউ সাহস করেনি।’

তিনি আরও লিখেছেন, ‘আপনি দ্য হেগে আরেকটি বড় সফলতার পথে উড়াল দিচ্ছেন।’

এখানে তিনি ইঙ্গিত করছেন, ন্যাটোর সদস্যদেশগুলো হয়তো আগামী এক দশকের মধ্যেই তাদের জিডিপির ৫ শতাংশ প্রতিরক্ষা ও নিরাপত্তার পেছনে খরচের লক্ষ্যমাত্রায় পৌঁছাতে সম্মত হবে।

রুটে বার্তায় যোগ করেন, ‘আপনি এমন একটি সাফল্য অর্জন করতে যাচ্ছেন, যা কয়েক দশকে কোনো মার্কিন প্রেসিডেন্ট পারেননি।’

বার্তার কিছু অংশে ‘নো’ এবং ‘বিগ’ শব্দ দুটি তিনি বড় হাতের অক্ষরেও লিখেছেন। সবশেষে তিনি লিখেছেন, ‘ইউরোপ বড় আকারে খরচ করবে, যেমনটা তাদের করা উচিত।’

সব মিলিয়ে বলা যায়, অনুকরণ তো প্রশংসার শ্রেষ্ঠ রূপ। আর রুটে সেই রীতিই যেন অনুসরণ করেছেন। তবে বিষয়টি নিয়ে সরাসরি তাঁর কাছ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়