শিরোনাম
◈ শ্রীলঙ্কার কা‌ছে আফগা‌নিস্তান হে‌রে যাওয়ায় সুপার ফো‌রে খেলার সু‌যোগ পে‌লো বাংলাদেশ ◈ বাংলাদেশি নাগরিকত্ব নিয়ে টিউলিপের মিথ্যাচার, নতুন সংকটে স্টারমার: ডেইলি এক্সপ্রেসের রিপোর্ট ◈ শুধু অতীতের নয়, বর্তমানের দুর্নীতি থামাতেও নজর দিতে হবে: বিদ্যুৎ উপদেষ্টা ◈ বাংলাদেশ ও চীন সহযোগিতামূলক অংশীদারিত্বকে এগিয়ে নিতে একসাথে এগিয়ে যাবে : প্রধান উপদেষ্টা  ◈ সাফ চ‌্যা‌ম্পিয়নশী‌পে নেপালকে ৪-০ গো‌লে হারা‌লো বাংলাদেশ ◈ শ্রীলঙ্কার প্রতি বাংলা‌দে‌শের সমর্থন, চোখ এড়ায়নি লঙ্কান ক্রিকেট বোর্ডের ◈ আফগানিস্তান-শ্রীলংকা ম্যাচের ফল যেমন হলে লাভ বাংলাদেশের ◈ নির্বাচনী দায়িত্বে অপরাধের সাজা বাড়ছে: অধ্যাদেশের খসড়া অনুমোদন ◈ দেওয়ানি ও ফৌজদারি আদালত সম্পূর্ণভাবে পৃথক করলো সরকার ◈ কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করার পক্ষে নয় বিএনপি : সিঙ্গাপুর থেকে দেশে ফিরে মির্জা ফখরুল

প্রকাশিত : ২১ জুন, ২০২৫, ০১:২২ দুপুর
আপডেট : ০২ সেপ্টেম্বর, ২০২৫, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আবারও নোবেল পুরস্কার না পাওয়ায় অভিমান ট্রাম্পের, কঙ্গো-রুয়ান্ডা শান্তি চুক্তির কৃতিত্ব দাবি

বিভিন্ন কাজের কৃতিত্ব দাবি করার ক্ষেত্রে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পুরোনো প্রবণতা আছে। সর্বশেষ, বিভিন্ন সংকট নিরসনের কৃতিত্ব দাবি করে তাঁর নোবেল শান্তি পুরস্কার পাওয়ার আকাঙ্ক্ষা যেন চাগিয়ে উঠেছে। সাম্প্রতিক সময়ে একাধিকবার তিনি তাঁর নোবেল শান্তি পুরস্কার না পাওয়ার বিষয়টি নিয়ে আক্ষেপ প্রকাশ করেছেন।

সর্বশেষ, স্থানীয় সময় আজ শনিবার ডোনাল্ড ট্রাম্প আফ্রিকার দেশ রুয়ান্ডা ও প্রতিবেশী ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর (ডিআরসি) মধ্যে হতে যাওয়া শান্তি চুক্তির কৃতিত্ব দাবি করেছেন। নিজ মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি বলেছেন, ‘আমি অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে মিলে আমি একটি অসাধারণ চুক্তির ব্যবস্থা করেছি, যা গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র ও রুয়ান্ডা প্রজাতন্ত্রের মধ্যে দীর্ঘদিনের যুদ্ধের অবসান ঘটাবে।’

ট্রাম্প বলেন, ‘এই যুদ্ধটি ছিল চরম রক্তক্ষয়ী ও প্রাণঘাতী—বেশির ভাগ যুদ্ধের চেয়েও ভয়াবহ—এবং এটি বহু দশক ধরে চলছিল। কঙ্গো ও রুয়ান্ডার প্রতিনিধিরা আগামী সোমবার ওয়াশিংটনে আসছেন এই চুক্তিপত্রে সই করার জন্য। এটা আফ্রিকার জন্য এক মহান দিন—আর খোলাখুলি বললে, সারা বিশ্বের জন্যই এক অসাধারণ দিন!’

এ সময় তিনি তাঁর নোবেল পুরস্কার না পাওয়া নিয়ে আক্ষেপ প্রকাশ করে বলেন, ‘আমি এই চুক্তির জন্য নোবেল শান্তি পুরস্কার পাব না, আমি ভারত ও পাকিস্তানের মধ্যকার যুদ্ধ থামানোর জন্যও নোবেল পাব না, সার্বিয়া ও কসোভোর যুদ্ধ থামানোর জন্যও না, এমনকি মিসর ও ইথিওপিয়ার মধ্যে শান্তি বজায় রাখার জন্যও না। যেখানে (নীল নদের ওপর) ইথিওপিয়া একটি বিশাল বাঁধ নির্মাণ করেছে, যা যুক্তরাষ্ট্রের অর্থায়নে হয়েছে অত্যন্ত নির্বুদ্ধিতার সঙ্গে এবং যা নীল নদে প্রবাহিত পানির পরিমাণ অনেক কমিয়ে দিচ্ছে।’

মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, ‘আমি মধ্যপ্রাচ্যে করা আব্রাহাম চুক্তির (আব্রাহাম অ্যাকর্ড) জন্যও নোবেল শান্তি পুরস্কার পাব না। যদি সব ঠিকঠাক চলে এটি আরও অনেক দেশকে এতে সম্পৃক্ত করবে এবং মধ্যপ্রাচ্যকে প্রথমবারের মতো একীভূত করবে হাজার বছর পর।’

তিনি বলেন, ‘না, আমি নোবেল শান্তি পুরস্কার কিছুতেই পাব না, এমনকি রাশিয়া-ইউক্রেন কিংবা ইসরায়েল-ইরানের মতো সংকটগুলোর সমাধান হলেও না। কিন্তু জনগণ জানে—আর সেটাই আমার কাছে আসল ব্যাপার!’ সূত্র: আজকের পত্রিকা

  • সর্বশেষ
  • জনপ্রিয়