শিরোনাম
◈ শ্রীলঙ্কার কা‌ছে আফগা‌নিস্তান হে‌রে যাওয়ায় সুপার ফো‌রে খেলার সু‌যোগ পে‌লো বাংলাদেশ ◈ বাংলাদেশি নাগরিকত্ব নিয়ে টিউলিপের মিথ্যাচার, নতুন সংকটে স্টারমার: ডেইলি এক্সপ্রেসের রিপোর্ট ◈ শুধু অতীতের নয়, বর্তমানের দুর্নীতি থামাতেও নজর দিতে হবে: বিদ্যুৎ উপদেষ্টা ◈ বাংলাদেশ ও চীন সহযোগিতামূলক অংশীদারিত্বকে এগিয়ে নিতে একসাথে এগিয়ে যাবে : প্রধান উপদেষ্টা  ◈ সাফ চ‌্যা‌ম্পিয়নশী‌পে নেপালকে ৪-০ গো‌লে হারা‌লো বাংলাদেশ ◈ শ্রীলঙ্কার প্রতি বাংলা‌দে‌শের সমর্থন, চোখ এড়ায়নি লঙ্কান ক্রিকেট বোর্ডের ◈ আফগানিস্তান-শ্রীলংকা ম্যাচের ফল যেমন হলে লাভ বাংলাদেশের ◈ নির্বাচনী দায়িত্বে অপরাধের সাজা বাড়ছে: অধ্যাদেশের খসড়া অনুমোদন ◈ দেওয়ানি ও ফৌজদারি আদালত সম্পূর্ণভাবে পৃথক করলো সরকার ◈ কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করার পক্ষে নয় বিএনপি : সিঙ্গাপুর থেকে দেশে ফিরে মির্জা ফখরুল

প্রকাশিত : ২০ জুন, ২০২৫, ১২:২২ দুপুর
আপডেট : ১৫ সেপ্টেম্বর, ২০২৫, ১২:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

ট্রাম্প যুদ্ধে নামলে কি পুতিন ইরানের পাশে? নেতানিয়াহুর ‘প্রতিজ্ঞা’ আর খামেনির বার্তায় উত্তপ্ত পশ্চিম এশিয়া

এল আর বাদল : ইসরায়েলের পাশে দাঁড়িয়ে আমেরিকা যুদ্ধে নামবে কি না, তা নিয়ে জল্পনা অব্যাহত। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই সেই জল্পনা জিইয়ে রেখেছেন। বলে রেখেছেন, তিনি নামতেও পারেন, আবার না-ও নামতে পারেন। কিন্তু তিনি কী করবেন, তা কেউ জানে না। এই পরিস্থিতিতে রাশিয়া পাল্টা হুঁশিয়ারি দিল আমেরিকাকে। স্পষ্ট জানিয়ে দিল, আমেরিকা যুদ্ধে যোগ দিলে তার পরিণাম ভয়ঙ্কর হবে! তাতে নতুন করে জল্পনা, ট্রাম্প মাঠে নামলে কি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও ইরানের পাশে দাঁড়াবেন?

সংবাদ সংস্থা এএফপি জানিয়েছে, বৃহস্পতিবার আমেরিকাকে সতর্ক করেছে রাশিয়া। সে দেশের বিদেশ মন্ত্রকের মুখপাত্র মারিয়া জাখারোভা জানান, আমেরিকা ইরানে হামলা চালালে তার পরিণাম ভয়ঙ্কর হবে। -- আনন্দবাজার 

ওয়াশিংটনকে সতর্ক করে তিনি বলেন, ‘‘ওই ধরনের পদক্ষেপ করলে পুরো পরিস্থিতিই ঘেঁটে যেতে পারে।’’ তাতে পরমাণু বিপর্যয় ঘটতে পারে বলেও উদ্বেগ প্রকাশ করেছে রাশিয়া।

প্রসঙ্গত, নাম প্রকাশে অনিচ্ছুক হোয়াইট হাউসের এক আধিকারিককে উদ্ধৃত করে মার্কিন সংবাদমাধ্যম ‘ব্লুমবার্গ নিউজ’ জানিয়েছে, চলতি সপ্তাহের শেষেই ইরানে হামলা চালানোর পরিকল্পনা করছে আমেরিকা! যদিও হোয়াইট হাউসের পক্ষ থেকে এই দাবির আনুষ্ঠানিক সমর্থন মেলেনি। আবার সংবাদমাধ্যম সিএনএন-এর প্রতিবেদন অনুযায়ী, ওয়াশিংটনের একটি অংশ চাইছেন, আমেরিকা এই যুদ্ধে নিজেদের জড়িয়ে ফেলুক। যুদ্ধে না জড়িয়েও কী ভাবে স্বার্থরক্ষা করা যায়, তা নিয়েও আলোচনা চলছে হোয়াইট হাউসে।

নেতা আয়াতোল্লা আলি খামেনেইকেও হুমকি দিয়ে চলেছে আমেরিকা এবং ইজ়রায়েল। সে দেশের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর দাবি, খামেনেইকে হত্যা করলেই যুদ্ধের অবসান হবে। ট্রাম্পও দাবি করেছেন, তিনি ইরানের ধর্মীয় নেতার গতিবিধি সম্পর্কে ওয়াকিবহাল। চাইলেই তাঁকে হত্যা করতে পারে আমেরিকা। কিন্তু ওয়াশিংটন এখনই তা করবে না। এই বিষয়টি নিয়ে বৃহস্পতিবার পুতিনের বক্তব্য জানতে চেয়েছিলেন বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিনিধিরা।

জবাবে রুশ প্রেসিডেন্ট জানান, তিনি কোনও সম্ভাবনা নিয়ে আলোচনা করতে চান না। উত্তরের জন্য জোরাজুরি করা হলে খানিক অনিচ্ছা নিয়েই পুতিন জানান, তিনিও শুনেছেন যে, খামেনেইকে হত্যার চেষ্টা হচ্ছে। কিন্তু তিনি বিষয়টি নিয়ে আলোচনা করতে চান না। রুশ প্রেসিডেন্ট বলেন, ইরানের রাজনৈতিক প্রক্রিয়ায় সব জটিলতা সত্ত্বেও সে দেশের রাজনৈতিক নেতৃত্বের পক্ষেই গোটা সমাজ ঐক্যবদ্ধ রয়েছে।

ইরান-ইসরায়েল সংঘর্ষ নিয়ে ইতিমধ্যেই ট্রাম্প এবং পুতিনের মধ্যে ঘণ্টাখানেকের দীর্ঘ ফোনালাপ হয়েছে। সূত্রের দাবি, পুতিন ইরানের উপর ইসরায়েলি হামলা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন ট্রাম্পের কাছে। ইরান রাশিয়ার বন্ধু দেশ বলেই পরিচিত। রাশিয়া-ইউক্রেন যুদ্ধে ক্রেমলিনের মিত্র হয়েই থেকেছে তেহরান। যুদ্ধ শুরু হওয়া ইস্তক রাশিয়াকে ড্রোন, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও অন্যান্য সহযোগিতা দিয়ে গিয়েছে তারা। অনেকের মত, এ বার বন্ধুর জন্য রাশিয়া মাঠে নামলে তাতে আশ্চর্য হওয়ার কিছু নেই!

বৃহস্পতিবার সপ্তম দিনেও ইরান-ইসরায়েলের মধ্যে কোনও সংযম লক্ষ করা গেল না। বরং, ইরানের ছো়ড়া মিসাইলে ইজ়রায়েলের দক্ষিণ প্রান্তে বেরশেবা শহরের একটি হাসপাতাল ক্ষতিগ্রস্ত হওয়ার পর পরিস্থিতি আরও তেতে উঠেছে। হাসপাতালের উপর হামলায় অন্তত ৬৫ জন জখম হয়েছেন বলে দাবি।

হামলা চলেছে ইজ়রায়েলি সেনার কমান্ড অ্যান্ড ইন্টেলিজেন্স (আইডিএফ সি৪আই) সদর দফতরেও। তেল আভিভেও ইরানের একাধিক ক্ষেপণাস্ত্র উড়ে এসে পড়েছে। এর পরেই ইরানকে ফের হুমকি দিয়েছেন নেতানিয়াহু। বলেছেন, তেহরানকে এর মূল্য চোকাতেই হবে! তাঁর কথায়, সকালে ইরানের সন্ত্রাসবাদী স্বৈরাচারীরা বেরশেবার সোরোকা হাসপাতালে ক্ষেপণাস্ত্র ছুড়েছে। হামলা হয়েছে লোকালয়েও। ওদের থেকে পাই-পয়সার হিসাব বুঝে নেব।

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎ‌জ়ও একই সুরে বলেছেন, ইরানকে এর পরিণাম ভুগতে হবে। ইরানের বিরুদ্ধে আক্রমণ জোরালো করারও বার্তা দিয়েছেন তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়