শিরোনাম
◈ জামায়াত আমিরের হার্টে তিনটি ব্লক, বাইপাস সার্জারির সিদ্ধান্ত ◈ ছোট-খাটো বিষয়গুলো নিয়ে রাজনৈতিক দলগুৃলোকে বিভেদ সৃষ্টি না করার’ আহ্বান ◈ পূর্বে ছিলো ৫টি সংসদীয় আসন: গাজীপুরের প্রস্তাবিত ৬টি সংসদীয় আসনের এলাকা ◈ কুমিল্লা শিক্ষা বোর্ডে ভর্তিচ্ছু শিক্ষার্থীর সংকট, এবার ৪৬৮ কলেজে খালি থাকবে দেড় লক্ষাধিক আসন ◈ চার খাতের সক্ষমতা বাড়াতে আন্তঃমন্ত্রণালয় কমিটি গঠন ◈ ‎লালমনিরহাটে হঠাৎ বন্যা, কমতে শুরু করেছে তিস্তার পানি ◈ ভারতের ওপরে ২৫ শতাংশ শুল্ক আরোপ ট্রাম্পের, দিলেন হুমকিও ◈ সাইবার হামলার ঝুঁকিতে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান, জরুরি সতর্কতা বাংলাদেশ ব্যাংকের ◈ বিএনপি অফিসের ভাড়া চাওয়ায় দোকান মালিককে পিটিয়ে হত্যার অভিযোগ ◈ সরকারের যে কোনো ভুল সিদ্ধান্তে মাথাচাড়া দিতে পারে ফ্যাসিস্ট: তারেক রহমান

প্রকাশিত : ১৫ জুন, ২০২৫, ০১:৩৮ রাত
আপডেট : ২৩ জুলাই, ২০২৫, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মাত্র ১ ঘণ্টায় ইসরায়েলের ১০ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি ইরানের

মাত্র এক ঘণ্টায় ইসরায়েলের ১০টি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে ইরান। দেশটির প্রতিরক্ষা কর্মকর্তারা জানিয়েছেন, ইসরায়েলি যুদ্ধবিমানগুলো ইরানের আকাশসীমায় প্রবেশের চেষ্টা করছিল, এমন সময় তাদের প্রতিরক্ষা ব্যবস্থা এসব বিমান ভূপাতিত করে।

এ তথ্য নিশ্চিত করেছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা। সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়, খাতাম আল-আম্বিয়া বিমান প্রতিরক্ষা ঘাঁটির এক শীর্ষ কমান্ডার জানিয়েছেন, গত এক ঘণ্টায় ইরানের বিভিন্ন এলাকায় ১০টি ইসরায়েলি সামরিক বিমান গুলি করে ভূপাতিত করা হয়েছে।

তিনি আরও বলেন, “ইসরায়েলের বিমান হামলার জবাবে আমাদের প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হয় এবং নির্ভুলভাবে লক্ষ্যবস্তু শনাক্ত করে বিমানগুলো ধ্বংস করে দেয়।”

তবে এই দাবির বিষয়ে ইসরায়েলের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। আন্তর্জাতিক বিভিন্ন সংস্থাও ইরানের এই দাবি যাচাই করে দেখতে কাজ করছে।

বিশ্লেষকরা মনে করছেন, যদি ইরানের এই দাবি সত্য প্রমাণিত হয়, তবে তা মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনাকে আরও কয়েক ধাপ এগিয়ে নেবে এবং ইসরায়েল-ইরান দ্বন্দ্ব নতুন মোড় নিতে পারে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়