শিরোনাম
◈ বাংলাদেশ থেকে ১ লাখ কর্মী নেবে জাপান ◈ ইশরাকের মেয়র পদ-শপথের বিষয়ে সাংবিধানিকভাবে সিদ্ধান্ত ইসির ◈ হা‌রের পর লিটন দাসের প্রতি‌ক্রিয়া, আমাদের কামব্যাক করতে হবে ◈ ভারতে শেখ হাসিনার সঙ্গে আ. লীগ নেতাদের বৈঠক, যা জানা গেল ◈ দুই তারকার জোড়া গোলে ইন্টার মায়া‌মি জয়ে ফিরলো ◈ লঘুচাপের প্রভাবে কুয়াকাটায় টানা বৃষ্টি, পর্যটকশূন্য উপকূল – ৩ নম্বর সতর্ক সংকেত জারি ◈ ফিলিস্তিন-২ ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরাইলে ইয়েমেনি হামলা; উড়িয়ে দেওয়া হলো ইসরাইলি সামরিক আস্তানা ◈ ভিউকে কাজে লাগিয়ে চটকদার কথা বলে ফেসবুক-ইউটিউব থেকে ডলারও কামিয়েছো: নুর ◈ জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার মহা কাপুরুষ: ভেনেজুয়েলা প্রেসিডেন্ট  ◈ প্রিমিয়ার লিগ চ‌্যা‌ম্পিয়ন হওয়ায় মোহামেডানকে অভিনন্দন জানিয়ে ফিফা সভাপতির চিঠি

প্রকাশিত : ২৬ মে, ২০২৫, ০৯:২৮ সকাল
আপডেট : ২৮ মে, ২০২৫, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আমেরিকাকে উ. কোরিয়ার হুঁশিয়ারি: নিজের নিরাপত্তা চাইলে অন্যকে হুমকি দেওয়া বন্ধ করো

পার্সটুডে- উত্তর কোরিয়া মার্কিন যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দিয়ে বলেছে, আমেরিকা যদি নিজের ভূখণ্ডে নিরাপত্তা নিশ্চিত করতে চায়, তাহলে তাদেরকে অবশ্যই অন্যান্য দেশকে সামরিক হুমকি দেওয়া বন্ধ করতে হবে।

বার্তা সংস্থা ইরনার বরাত দিয়ে পার্সটুডে জানাচ্ছে- উত্তর কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের রাজনৈতিক ব্যুরোর প্রধান দেশটির কেন্দ্রীয় সংবাদ সংস্থা কেসিএনএ-তে প্রকাশিত এক বিবৃতিতে বলেছেন, মার্কিন মূল ভূখণ্ডের নিরাপত্তা নিশ্চিত থাকবে কিনা তা অন্যান্য দেশের জন্য আমেরিকা হুমকি সৃষ্টি করছে কিনা তার ওপর নির্ভর করছে। 

তিনি সামরিক হুমকি এবং আক্রমণাত্মক প্রচেষ্টা পরিত্যাগ করার পরামর্শ দিয়েছেন।

বিবৃতিতে আরও বলা হয়েছে উত্তর কোরিয়ার (অস্ত্র ও সামরিক) হুমকির কথা বলে বেড়াচ্ছে আমেরিকা, কিন্তু তারাই বৃহত্তর পরিসরে এই ধরনের অস্ত্র ক্রমেই বাড়াচ্ছে।

সামরিক অস্ত্রের বিষয়ে ওয়াশিংটনের দ্বৈত নীতির কথা উল্লেখ করে ঐ বিবৃতিতে বলা হয়েছে, সম্প্রতি আমেরিকা একটি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে এবং তারা এই পরীক্ষাকে প্রতিরক্ষামূলক পদক্ষেপ হিসেবে দাবি করেছে। অন্যদিকে উত্তর কোরিয়ার এ ধরণের পদক্ষেপকে তারা নিজের জন্য হুমকি হিসেবে বিবেচনা করে থাকে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, উত্তর কোরিয়া যুদ্ধ ঠেকাতে এবং মার্কিন পারমাণবিক অস্ত্র তৈরির ফলে সৃষ্ট অনিরাপত্তা মোকাবেলায় টেকসই ও কার্যকরী পদক্ষেপ গ্রহণ করছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়