২০৩৪ সালের ফিফা বিশ্বকাপ এবং ২০৩০ সালের এক্সপোর আগে দর্শনার্থী আকর্ষণের লক্ষ্যে, সৌদি আরব ২০২৬ সালের মধ্যে ৬০০টি পর্যটন স্থানে অ্যালকোহলের ওপর থাকা দীর্ঘদিনের নিষেধাজ্ঞা তুলে নেবে বলে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সান এবং তুরস্ক-ভিত্তিক সংবাদমাধ্যম তুর্কি টুডে শনিবার (২৪ মে) তাদের প্রতিবেদনে এ খবর জানায়।
যদিও স্থানীয় কর্তৃপক্ষ এ বিষয়ে কিছু জানিয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।
দ্য সান বলছে, ‘অতি-রক্ষণশীল’ দেশ হিসেবে পরিচিত সৌদি আরব পাঁচ তারকা হোটেল, বিলাসবহুল রিসোর্ট এবং প্রবাসী-বান্ধব কম্পাউন্ডসহ লাইসেন্সপ্রাপ্ত স্থানে ওয়াইন, বিয়ার এবং সাইডার বিক্রির অনুমতি দেবে।
তবে জনসাধারণ, বাড়ি, দোকান এবং ফ্যান জোনে মদ্যপান নিষিদ্ধ থাকবে — কঠোর নতুন নিয়ম অনুসারে মেনু থেকে স্পিরিট সম্পূর্ণরূপে বাদ দেয়া হবে বলে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে।
বলা হচ্ছে, দেশটির নীতিগত এই পরিবর্তন ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের ভিশন ২০৩০-এর অংশ, যার লক্ষ্য আন্তর্জাতিক পর্যটন বৃদ্ধি করা, বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করা এবং এর ‘টিটোটাল ভাবমূর্তি’ ঝেড়ে ফেলা।
দ্য সানের দাবি, স্থানীয় কর্মকর্তারা আশা করছেন যে নিওম, সিন্দালাহ দ্বীপ এবং লোহিত সাগর প্রকল্পের মতো জমকালো এলাকায় নিয়ন্ত্রিত অ্যালকোহল বিক্রি দেশটিকে সংযুক্ত আরব আমিরাত এবং বাহরাইনের মতো উপসাগরীয় প্রতিদ্বন্দ্বীদের সাথে প্রতিযোগিতা করতে সাহায্য করবে — যেখানে পর্যটন অঞ্চলে মদ্যপান ইতোমধ্যে বৈধ।
তবে লাইসেন্সপ্রাপ্ত স্থানগুলো কঠোরভাবে নিয়ন্ত্রিত ব্যবস্থার অধীনে পরিচালিত হবে, প্রশিক্ষিত কর্মী এবং অপব্যবহার রোধ এবং দেশের ইসলামী মূল্যবোধ সমুন্নত রাখার জন্য কঠোর নিয়ম থাকবে বলে জানা গেছে।