শিরোনাম
◈ ডিসেম্বরে জাতীয় নির্বাচন? সেনাপ্রধানের বার্তা ও রাজনৈতিক দলগুলোর চাপ বাড়ছে ◈ নতুন যুগে সাইবার আইন: বিতর্কিত ৯ ধারা বাদ দিয়ে ‘সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৫’ জারি ◈ স্বপ্ন দেখে স্বপ্নভঙ্গের কষ্টই হয়তো এ দেশের ভাগ্য: আসিফ মাহমুদ ◈ বিদ্যুৎ বিল বকেয়া: বাংলাদেশকে চাপ দিচ্ছে আদানি পাওয়ার ◈ জাতীয় ঐক্য রক্ষা নিয়ে মিজানুর রহমান আজহারির পোস্ট ◈ ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন, লাশ নিয়ে পালাতে গিয়ে স্ত্রীসহ আটক (ভিডিও) ◈ অধ্যাপক ইউনূস ‘পদত্যাগের বিষয়ে ভাবছেন’: নাহিদ ইসলাম ◈ মুজিবের ছবি ছাড়াই নতুন নোট ছাড়ছে বাংলাদেশ ব্যাংক  ◈ বাংলাদেশের দুটি 'চিকেন নেক' কেটে দেব: আসাম রাজ্যের মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি ◈ হাজার হাজার ‘বাংলাদেশিকে’ ফেরত পাঠাতে চায় ভারত

প্রকাশিত : ২৩ মে, ২০২৫, ১২:২৯ রাত
আপডেট : ২৩ মে, ২০২৫, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশের দুটি 'চিকেন নেক' কেটে দেব: আসাম রাজ্যের মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি

ভারত ও বাংলাদেশের মধ্যকার কূটনৈতিক টানাপোড়েনের মধ্যেই আসাম রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার এক বিস্ফোরক মন্তব্যে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “আমাদের একটি চিকেন নেক আছে। কিন্তু বাংলাদেশের দুইটা আছে। যদি বাংলাদেশ আমাদের চিকেন নেক আক্রমণ করে, তাহলে আমরা বাংলাদেশের দুইটা কেটে দেব। মেঘালয় সীমান্তের কাছে যেটা আছে, সেটা তো আরও চিকন।” খবর: ডিএনইন্ডিয়ার

হিমন্তর এই মন্তব্য সরাসরি বাংলাদেশের অস্থায়ী সরকারপ্রধান মুহাম্মদ ইউনূসকে লক্ষ্য করে দেওয়া হয়েছে বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন। তিনি বলেন, বাংলাদেশের চট্টগ্রাম বন্দর ও মূল ভূখণ্ডের মধ্যে সংযোগকারী করিডোর এবং রংপুর বিভাগের দক্ষিণে, মেঘালয়ের সীমান্তবর্তী অংশে অবস্থিত করিডোরটি “চিকেন নেক” হিসেবে ভারতের কাছে অতি গুরুত্বপূর্ণ।

বিতর্কের সূচনা
সম্প্রতি চীনে সফরকালে মুহাম্মদ ইউনূস বলেন, “ভারতের সাতটি উত্তর-পূর্ব রাজ্য সমুদ্র থেকে বিচ্ছিন্ন। এটা চীনা অর্থনীতির জন্য বড় সুযোগ।” এই বক্তব্য ভারতের পক্ষ থেকে কূটনৈতিকভাবে ভালোভাবে নেওয়া হয়নি।

এই মন্তব্যের পর আরও বিতর্ক ছড়ায় যখন বাংলাদেশের সাবেক মেজর জেনারেল এ.এল.এম ফজলুর রহমান সামাজিক মাধ্যমে লেখেন, “যদি ভারত পাকিস্তানে হামলা করে, তাহলে বাংলাদেশ উত্তর-পূর্ব ভারতের সাতটি রাজ্য দখল করতে পারে। এই বিষয়ে চীনের সঙ্গে যৌথ সামরিক চুক্তির আলোচনা শুরু করা উচিত।”

‘চিকেন নেক’ কী?
ভারতের ‘চিকেন নেক’ বা সিলিগুড়ি করিডোর হল একটি মাত্র ২০ কিমি চওড়া অংশ, যা ভারতের মূল ভূখণ্ডকে উত্তর-পূর্ব রাজ্যগুলোর সঙ্গে সংযুক্ত করে। এই অঞ্চল কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনুরূপভাবে, বাংলাদেশের চট্টগ্রামের সঙ্গে সংযুক্ত একটি সংকীর্ণ করিডোর এবং রংপুরের দক্ষিণে আরেকটি করিডোর—এই দুটি অঞ্চলকেও ‘চিকেন নেক’ হিসেবে উল্লেখ করছেন হিমন্ত।


এই বক্তব্য ভারত-বাংলাদেশ সম্পর্কের ভেতরে একটা নতুন উত্তেজনা তৈরি করেছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এমন মন্তব্য দুই দেশের সম্পর্ককে আরও অবনতির দিকে ঠেলে দিতে পারে।

 

 

 

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়