শিরোনাম
◈ টেমসসাইড কাউন্সিলে ইতিহাস গড়লেন শিবলী আলম, প্রথম বাংলাদেশি নারী মেয়র হিসেবে শপথ ◈ ইশরাককে শপথ না দিলে ঢাকা অচলের হুঁশিয়ারি, নাগরিক সেবা বন্ধের আল্টিমেটাম আন্দোলনকারীদের ◈ পাকিস্তানি গুপ্তচর সন্দেহে একের পর এক গ্রেফতার ভারতে ◈ একটা গুলি আমাগো জীবন তছনছ কইরা দিলো, জুলাই গণঅভ্যুত্থানে শহিদ আরমানের ছেলে-মেয়ের ঠাঁই হলো এতিমখানায় ◈ গাজায় মানবিক বিপর্যয়; সহজ সমীকরণে আমেরিকার অবস্থান কোথায়? ◈ আমি নিজেও সমালোচনার শিকার হয়েছি এটি করতে গিয়ে? কিন্তু আমার আর কোনও উপায় ছিলো না: ইশরাক ◈ ‌লিও‌নেল মে‌সি সর্বকালের সেরা ফুটবলার, তালিকায় সেরা দশে আছেন যারা ◈ তিনজনকে থানা থেকে ছাড়ানোর ঘটনায় হান্নান মাসউদকে কারণ দর্শানোর নোটিশ দিল এনসিপি ◈ চেন্নাইর বিরু‌দ্ধে জয় দি‌য়ে আই‌পিএল শেষ কর‌লো  রাজস্থান ◈ বাংলাদেশে মামলা, গ্রেপ্তার ও জামিন : এ কি আইনের শাসন?

প্রকাশিত : ২১ মে, ২০২৫, ১২:০৮ রাত
আপডেট : ২১ মে, ২০২৫, ১২:২৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য আলোচনা স্থগিত করল যুক্তরাজ্য

গাজায় সামরিক অভিযানের জেরে ইসরায়েলের সাথে বাণিজ্য আলোচনা স্থগিত করেছে যুক্তরাজ্য। এছাড়া দেশটির রাষ্ট্রদূতকে তলবও করেছে ব্রিটিশ সরকার।ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবদেন থেকে এই তথ্য জানা যায়।   

প্রতিবেদনে বলা হয়, দেশটির পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি হাউজ অফ কমন্সে জানিয়েছেন যে তারা ইসরায়েলের সাথে একটি নতুন মুক্ত বাণিজ্য চুক্তির আলোচনা স্থগিত করেছেন। তিনি বলেন, ‘আমরা ২০৩০ দ্বিপক্ষীয় সম্পর্ক রোডম্যাপের আওতায় সহযোগিতার বিষয়টি পর্যালোচনা করবো। নেতানিয়াহু সরকারের কর্মকাণ্ডই এ সিদ্ধান্তকে দরকারি করে তুলেছে।’

তিনি আরও জানান যেম ইসরায়েলের রাষ্ট্রদূতকে ফরেন অফিসে তলব করে জানানো হয়েছে যে গাজায় ত্রাণ দেয়ার ক্ষেত্রে ইসরায়েলের অবরোধ ‘অসমর্থনযোগ্য’।

তার মতে সেখানকার সংঘাত ‘অন্ধকারের একটি নতুন ধাপে’ প্রবেশ করেছে। তিনি বলেছেন, গতকাল ১০টিরও কম ত্রাণবাহী ট্রাককে গাজায় যেতে দেয়া হয়েছে যা অত্যন্ত ‘জঘন্য’।

ল্যামি বলেন, নেতানিয়াহুর সরকার ‘বিশ্বের চোখে ইসরায়েল রাষ্ট্রের ভাবমূর্তি নষ্ট করছে। আমাদের প্রচেষ্টা সত্ত্বেও ইসরায়েল সরকারের জঘন্য কাজ এবং কথাবার্তা অব্যাহত আছে। ’

ইসরায়েলের জনগণের উদ্দেশ্যে তিনি বলেন, ‘'গাজা যুদ্ধ আপনাদের সরকারের সঙ্গে আমাদের সম্পর্ক খারাপ করছে।’ তার মতে বেনিয়ামিন নেতানিয়াহুর সরকার যুক্তরাজ্যের এই সিদ্ধান্তকে প্রয়োজনীয় করে তুলেছে।''

তিনি বলেন ‘প্রধানমন্ত্রী নেতানিয়াহু অবরোধ এখনি শেষ করুন এবং সাহায্য যেতে দিন।’ 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়