শিরোনাম
◈ পাকিস্তানকে নরক বলে বিতর্কের ঝড় তুললেন জাভেদ আখতার ◈ অভিনয়ের জন্য হয়রানি? নুসরাত ফারিয়ার গ্রেফতার নিয়ে প্রশ্ন ◈ দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভিসি-প্রোভিসি নিয়োগে সার্চ কমিটি ◈ ভারতের নিষেধাজ্ঞায়  প্রথম দিনেই রফতানি কমেছে ৬০ শতাংস ◈ আরব আমিরাতের বিরু‌দ্ধে আ‌রো এক‌টি ম্যাচ বাড়‌লো ◈ ১০ হাজারেরও বেশি হয়রানিমূলক রাজনৈতিক মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত ◈ আওয়ামী লীগের ডিএনএতেই গণতন্ত্র নেই: সালাহউদ্দিন আহমদ ◈ সর্বনিম্ন এডিপি বাস্তবায়নে রেকর্ড গড়ল ২০২৪-২৫ অর্থবছর ◈ এনবিআর কর্মকর্তা-কর্মচারীদের কলম বিরতি সাময়িক স্থগিত ◈ মেঘের গর্জনে মৃত্যুর ছায়া: দেড় মাসে ৪০ জনের মৃত্যু, এত বজ্রাঘাতের কারণ কী 

প্রকাশিত : ১৯ মে, ২০২৫, ০৫:৫০ বিকাল
আপডেট : ১৯ মে, ২০২৫, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জয়শঙ্করের ‘সতর্কবার্তা’ মন্তব্য ঘিরে বিতর্ক, রাহুল বললেন ‘এটা শুধু ভুল নয়, বড় অপরাধ’

অপারেশন সিঁদুরের কথা কেন পাকিস্তানকে জানানো হয়েছিল? এই প্রশ্নের উত্তরে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শংকরের ‘নীরবতা’কে হাতিয়ার করে ফের তোপ দাগলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। ভারতীয় সেনার অপারেশন সিঁদুরের কথা আগেই জানত পাকিস্তান! বিদেশমন্ত্রী এস জয়শংকরের একটি বক্তব্য নিয়ে দিন দুই ধরে জোর চর্চা চলছে সোশ্যাল মিডিয়ায়। সেই ভিডিও হাতিয়ার করেই প্রশ্ন তুলেছিলেন রাহুল। এক্স হ্যান্ডেলে জয়শংকরের একটি বক্তব্যের ক্লিপ পোস্ট করেন তিনি। তাতে বিদেশমন্ত্রীকে বলতে শোনা গেছে, ‘অপারেশনের শুরুতেই আমরা পাকিস্তানকে জানিয়েছিলাম, আমরা জঙ্গিদের উপর হামলা চালাব। সেনা বা সেনা পরিকাঠামোয় নয়। তাই আপনারা এসবের থেকে দূরে থাকুন। কিন্তু পাকিস্তান সেই সুপরামর্শ নেয়নি।’

রাহুলের বক্তব্য, যদি এভাবে সেনার অপারেশনের আগেই শত্রুদেশকে জানিয়ে দেওয়া হয়, তাহলে সেটা কোনো ভুল নয় বরং বড় অপরাধ।ভিডিওটি পুনরায় পোস্ট করে রাহুল বিদেশমন্ত্রীর কাছে জানতে চান -পাকিস্তান আগে থেকে জেনে যাওয়ার কারণে ভারত কতগুলো বিমান হারিয়েছে। তার মতে, সত্য জানার অধিকার রয়েছে দেশবাসীর। কংগ্রেসের সিনিয়র নেতা পবন খেরা এক সংবাদ সম্মেলনে রাহুল গান্ধীর অভিযোগের পুনরাবৃত্তি করেন এবং বিদেশমন্ত্রী ও  পাকিস্তানের ‘সম্পর্ক’ নিয়ে প্রশ্ন তোলেন, যার কারণে তিনি ‘আগেই’ তাদের অপারেশনের কথা জানিয়েছিলেন। খেরা বলেন, ‘এটা কূটনীতি নয়, এটা গুপ্তচরবৃত্তি। বিদেশমন্ত্রী যা বলেছেন তা সবাই শুনেছে। এখন বিষয়টা ধামাচাপা দেয়া হচ্ছে। এই তথ্য কি মাসুদ আজহার এবং হাফিজ সইদকে সন্ত্রাসী  ঘাঁটিগুলো থেকে বিমান হামলার আগে পালাতে সাহায্য করেছিল?  বিদেশমন্ত্রীর  বিবৃতি থেকে বোঝা যাচ্ছে যে, সন্ত্রাসীরা অবশ্যই তাদের ঘাঁটি থেকে পালিয়ে গেছে। প্রধানমন্ত্রী (নরেন্দ্র) মোদি এবং বিদেশমন্ত্রীকে অবশ্যই উত্তর দিতে হবে কেন এটি করা হয়েছিল।’

যদিও বিদেশমন্ত্রক জানিয়েছে যে, মন্ত্রী জয়শঙ্করের মন্তব্য ভুলভাবে উপস্থাপন করা হচ্ছে। বিদেশমন্ত্রী বলতে চেয়েছেন যে, আমরা শুরুতেই পাকিস্তানকে সতর্ক করেছিলাম, যা স্পষ্টতই অপারেশন সিঁদুর শুরু হওয়ার প্রাথমিক পর্যায়। বিষয়টিকে মিথ্যাভাবে উপস্থাপন করা হচ্ছে। 

রাহুল গান্ধীর মন্তব্যের জবাবে বিজেপি তার উপর পাল্টা আক্রমণ শুরু করেছে। দলের মুখপাত্র তুহিন সিনহা এনডিটিভিকে বলেন যে, রাহুল গান্ধী বারবার বিদেশ মন্ত্রীর মন্তব্যকে ভুলভাবে উপস্থাপন করছেন। তুহিন বলেন, ‘রাহুল গান্ধী কিছু শক্তির নির্দেশে কাজ করছেন বলে মনে হচ্ছে। কেন তিনি বিদেশমন্ত্রীর এমন এক সময়ে সমালোচনা করছেন যখন তিনি বিদেশে আছেন? কেন তিনি এমন এক সময়ে এটি করছেন যখন আমাদের কূটনৈতিক মিশনগুলো বিদেশের উদ্দেশে পরিচালিত হচ্ছে? এর পেছনে অন্য কারণ রয়েছে।’

বিজেপির মুখপাত্র শেহজাদ পুনাওয়ালা পাকিস্তানের জিও নিউজের একটি সংবাদ বুলেটিনের ভিডিও শেয়ার করে বলেছেন, ‘রাহুল গান্ধীর অদ্ভুত মিথ্যাচার পাকিস্তানি মিডিয়াতেও প্রকাশিত হচ্ছে। দুজনেই একই ভাষায় কথা বলে.. এটা কি নিছক কাকতালীয়?’ সূত্র : এনডিটিভি

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়