শিরোনাম
◈ রাজনীতির পালাবদলে বিপাকে তারকারা: গ্রেফতার, মামলায় জর্জরিত অর্ধশতাধিক শিল্পী ◈ নানা বৈষম্যে চাকরি ছাড়ছেন পেট্রোবাংলার কর্মকর্তারা! ◈ টিউলিপকে ফেরাতে প্রয়োজনে ইন্টারপোলের রেড নোটিশ জারি: দুদক চেয়ারম্যান ◈ সৌদি আরবে বাংলাদেশের শ্রমিকের মৃত্যুর পর বিস্ময়কর দাবি ◈ আওয়ামী লীগের 'কর্মকাণ্ড', ব্যাখ্যা নিয়ে বিভ্রান্তি ◈ দুদকের তলবে সাড়া দেননি টিউলিপ সিদ্দিক ◈ জুনে আসছে আইএমএফ-বিশ্বব্যাংকের ৩.৫ বিলিয়ন ডলার, বাজারভিত্তিক ডলার রেট চালুর ঘোষণা গভর্নরের ◈ ম‌হেদী মিরাজ আইসিসির এপ্রিল মাসের সেরা ক্রিকেটার ◈ এবার ব্যারিকেড ভেঙে শাহবাগের নিয়ন্ত্রণ নিলেন আন্দোলনরত নার্সিং শিক্ষার্থীরা (ভিডিও) ◈ বাণিজ্যযুদ্ধে ‘বিজয়ের আনন্দ’ চীনে: দ্য ইকোনমিস্টের প্রতিবেদন

প্রকাশিত : ১৪ মে, ২০২৫, ০১:৫৫ দুপুর
আপডেট : ১৪ মে, ২০২৫, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নির্বাচনী প্রচারণার সময় ফেসবুক লাইভে গুলিবর্ষণে নিহত মেয়র প্রার্থী (ভিডিও)

নির্বাচনী প্রচারণার সময় ফেসবুক লাইভে গুলিবর্ষণে নিহত হয়েছেন মেক্সিকোর ভেরাক্রুজ রাজ্যের মেয়র পদপ্রার্থী ইয়েসেনিয়া লারা গুতিয়েরেস। মর্মান্তিক এ ঘটনায় আরও তিনজন প্রাণ হারিয়েছেন এবং অন্তত তিনজন আহত হয়েছেন।

রবিবার রাতে ভেরাক্রুজের টেক্সিস্তেপেক শহরে অনুষ্ঠিত মিছিলটি উৎসবমুখর পরিবেশে শুরু হলেও কিছুক্ষণ পরই তা রূপ নেয় আতঙ্কে। সিএনএনের খবরে বলা হয়, গুতিয়েরেস সমর্থকদের সঙ্গে রাস্তায় হাঁটছিলেন এবং স্থানীয়দের শুভেচ্ছা জানাচ্ছিলেন। এ সময় ফেসবুক লাইভে সরাসরি সম্প্রচার চলাকালে ক্যামেরার বাইরে থেকে গুলির শব্দ শোনা যায়। ভিডিওতে প্রায় ২০টি গুলির শব্দ ধরা পড়ে। ঘটনার সেই ভিডিও এখনো গুতিয়েরেসের ফেসবুক পেজে দৃশ্যমান।

সোমবার সকালে এক সংবাদ সম্মেলনে মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লদিয়া শেইনবাউম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তবে তিনি বলেন, হামলার কারণ এখনো স্পষ্ট নয়।

ভেরাক্রুজের অ্যাটর্নি জেনারেল অফিসের তথ্য অনুযায়ী, নিহতদের মধ্যে ক্ষমতাসীন দল মোরেনার সদস্য গুতিয়েরেস ছাড়াও আরও তিনজন রয়েছেন। আহত হয়েছেন তিনজন। তদন্ত চলমান রয়েছে এবং দায়ীদের খুঁজে বের করে শাস্তির প্রতিশ্রুতি দিয়েছেন কর্মকর্তারা।

ভেরাক্রুজের গভর্নর রোসিও সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ লিখেছেন, ‘কোনো পদ বা দপ্তরের মূল্য একটি প্রাণের চেয়ে বেশি হতে পারে না। আমরা টেক্সিস্তেপেকে মোরেনা প্রার্থী ও তাঁর সমর্থকদের ওপর চালানো কাপুরুষোচিত হামলার দায়ীদের শনাক্ত করব।’

উল্লেখ্য, মেক্সিকোতে নির্বাচনী মৌসুমে রাজনৈতিক প্রার্থীদের ওপর সহিংসতা প্রায়শই ঘটে থাকে। মানবাধিকার সংগঠন ‘ডেটা সিভিকা’ জানিয়েছে, গত বছর দেশটিতে রাজনৈতিক সহিংসতার রেকর্ডসংখ্যক ৬৬১টি ঘটনা ঘটেছে, যার বেশির ভাগই স্থানীয় পর্যায়ের প্রার্থীদের বিরুদ্ধে।

২০২৪ সালের মে মাসেই গুয়েরেরো রাজ্যে এক নির্বাচনী সভায় মেয়র প্রার্থীকে গুলি করে হত্যা করা হয়। সে ঘটনাটিও ভিডিওতে ধরা পড়ে। এর কয়েকদিন পর মিচোয়াকান রাজ্যে এক মেয়র তাঁর দেহরক্ষীর সঙ্গে গুলিতে নিহত হন। গত বছরের অক্টোবরে গুয়েরেরোর রাজধানী চিলপানসিঙ্গোর মেয়র দায়িত্ব নেওয়ার এক সপ্তাহের মাথায় খুন হন।

সূত্র: সিএনএন

  • সর্বশেষ
  • জনপ্রিয়