শিরোনাম
◈ জরুরি নির্দেশনা সরকারি চাকরিজীবীদের বাসা বরাদ্দ নিয়ে ◈ গোপন বৈঠকে সরকার উৎখাতের ছক নিষিদ্ধ ছাত্রলীগ-আ.লীগ নেতা-কর্মীদের, গ্রেপ্তার ২২, সেনা হেফাজতে মেজর ◈ ত্রিদেশীয় সিরিজে এবার হে‌রেই গে‌লো বাংলাদেশ ◈ নারী এশিয়ান কাপ অনূর্ধ্ব ২০ বাছাইয়ের জন্য বাংলা‌দেশ দল ঘোষণা ◈ আয়-ব্যয়ের হিসাব জমা দিয়েছে বিএনপি জামায়াতসহ ২৯ রাজনৈতিক দল, ১১ দল অনুপস্থিত ◈ ডেঙ্গুর ভয়াবহতা বাড়ছে: জুলাইয়ে মৃত্যু ৪১ জন, আক্রান্ত ছাড়াল ১০ হাজার ◈ ১০০ আসনের উচ্চকক্ষে পিআর পদ্ধতিতে নির্বাচনের সিদ্ধান্ত কমিশনের ◈ নাহিদের ফেসবুক পোস্টের প্রতিক্রিয়ায় যে চ্যালেঞ্জ দিলেন সাদিক কায়েম ◈ আইএসপি লাইসেন্স বাতিল, যে তিন কোম্পানির ইন্টারনেট ব্যবহার করলে মিলবে শাস্তি! ◈ নোয়াখালীতে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, আটক ৪

প্রকাশিত : ২৫ এপ্রিল, ২০২৫, ০২:৩৯ দুপুর
আপডেট : ২৮ জুলাই, ২০২৫, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পাল্টাপাল্টি পদক্ষেপে ভারত-পাকিস্তান উত্তেজনা, যা বলল যুক্তরাষ্ট্র

ভারত-শাসিত জম্মু ও কাশ্মীরের পেহেলগামে সাম্প্রতিক বন্দুক হামলার নিন্দা পুনর্ব্যক্ত করেছে যুক্তরাষ্ট্র। তবে এ ঘটনাকে কেন্দ্র করে ভারত ও পাকিস্তানের মধ্যে নতুন করে সৃষ্ট উত্তেজনা প্রশমনের জন্য মধ্যস্থতাকারী হিসেবে কোনো ভূমিকা পালন করছে কি না তা সম্পর্কে কোনো মন্তব্য করেনি মার্কিন পররাষ্ট্র দফতর। 

চলতি সপ্তাহে কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর বন্দুকধারীর হামলায় ২৬ জন নিহতের ঘটনার পর পারমাণবিক শক্তিধর দক্ষিণ এশীয় প্রতিবেশী ভারত ও পাকিস্তানের মধ্যে একটি নতুন সংকটের সৃষ্টি হয়েছে।  নয়াদিল্লি এই হত্যাকাণ্ডের জন্য ইসলামাবাদকে দায়ী করেছে। অন্যদিকে, পাকিস্তান সরকার এই অভিযোগগুলোকে দৃঢ়ভাবে অস্বীকার করেছে।  

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের এক সংবাদ সম্মেলনে মুখপাত্র ট্যামি ব্রুস বলেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্র ভারতের পাশে দাঁড়িয়েছে এবং সকল সন্ত্রাসী কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানায়। ’

ট্যামি ব্রুস বলেন, ‘যারা প্রাণ হারিয়েছেন, তাদের জন্য সমবেদনা জানায়। যারা আহত হয়েছেন, তাদের আরোগ্যের জন্য  প্রার্থনা করি এবং এই জঘন্য কাজের অপরাধীদের বিচারের আওতায় আনার আহ্বান জানাই। ’

এ সময় প্রেসিডেন্ট ট্রাম্পের প্রথম মেয়াদে পাকিস্তান ও ভারতের মধ্যে শান্তি স্থাপনের প্রস্তাব সম্পর্কে এক প্রশ্নের উত্তরে ব্রুস বলেন, ‘আমি এ বিষয়ে মন্তব্য করতে চাচ্ছি না। আমি এই পরিস্থিতি সম্পর্কে আর কিছু বলব না। ’

তিনি আরও বলেন, ‘প্রেসিডেন্ট ও সচিব কিছু কথা বলেছেন।  তারা তাদের অবস্থান স্পষ্ট করেছেন। আমি এই ধরণের কোনো বিষয়ে কথা বলব না। ’

ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা প্রশমনে ভূমিকা পালনের বিষয়ে আরেকটি প্রশ্নের জবাবে ব্রুস বলেন, ‘এটি দ্রুত পরিবর্তনশীল পরিস্থিতি এবং আমরা এটি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। অবশ্যই, আমরা এখন কাশ্মীরের অবস্থা নিয়ে কোনো অবস্থান নিচ্ছি না। ’

মঙ্গলবার (২২ এপ্রিল) ভারত-শাসিত কাশ্মীরের একটি পর্যটন কেন্দ্র পেহেলগামে সশস্ত্র গোষ্ঠীর হামলায় এক নেপালি নাগরিকসহ ২৬ জন নিহত হন। ভারত সরকার এই হামলার জন্য পাকিস্তানকে দায়ী করেছে, যদিও ইসলামাবাদ এই দাবি তীব্রভাবে অস্বীকার করে এবং ‘ফলস ফ্ল্যাগ অপারেশন’ হিসেবেও অভিহিত করেছে।

হামলার পরদিন বুধবার প্রতিবেশী দেশটির নাগরিকদের ভিসা বাতিল ও সিন্ধু পানি চুক্তি স্থগিতসহ বেশ কিছু পদক্ষেপ নেয় ভারত।

ভারতের পদক্ষেপের জবাবে পাকিস্তানও কিছু কঠোর পদক্ষেপ নিয়েছে।  ভারতীয়দের ভিসা বাতিল, দেশটির সঙ্গে বাণিজ্য স্থগিত, ভারতের বিমানের জন্য আকাশসীমা বন্ধসহ বুধবার বেশ কয়েকটি পালটা পদক্ষেপের ঘোষণা দিয়েছে ইসলামাবাদ। পালটাপালটি এসব পদক্ষেপে দেশ দুটির মধ্যে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে যা হয়তো সামরিক সংঘাতে গড়াতে পারে বলে শঙ্কা করা হচ্ছে।

তথ্যসূত্র: দ্য নিউজ ইন্টারন্যাশনাল

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়