শিরোনাম
◈ দশম গ্রেডে প্রধান শিক্ষকদের বেতন কার্যকরে প্রস্তুত সরকার, সহকারী শিক্ষকরা চায় ১১তম গ্রেড ◈ বাংলাদেশের ধর্মীয় স্বাধীনতা নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগ ◈ কী ঘটেছিল? কেন নিষেধাজ্ঞায় পড়তেই হলো লিওনেল মেসি ও জর্দি আলবাকে? ◈ ঢাকার আকাশে সামরিক বিমান, শহরে ঘাঁটি ও বিমানবন্দর থাকার ঝুঁকি কী? ◈ বিমানবন্দর থেকে ১২৩ বাংলাদেশিসহ ১৯৮ বিদেশিকে ফেরত পাঠাল মালয়েশিয়া (ভিডিও) ◈ যে কারণে ইসরায়েলি গোয়েন্দাদের জন্য বাধ্যতামূলক করা হচ্ছে ইসলাম শিক্ষা ◈ সামাজিক মাধ্যমে ভিডিও ভাইরাল বেপরোয়া সেই অটোরিকশার চালক মুচলেকা দিয়ে ছাড়া পেয়েছেন ◈ কুড়িগ্রামে নৌকা বানিয়ে ঝোলানোর দায়ে, আওয়ামী লীগ কর্মী গ্রেফতার ◈ মহানবী (সা.)-এর যে ৯টি অভ্যাস সুস্থ জীবন যাপনে অত্যন্ত উপকারী ছিল ◈ চট্টগ্রামে তিনটি আইকনিক ভবন করবে এনবিআর

প্রকাশিত : ২৩ এপ্রিল, ২০২৫, ০৯:৪৭ সকাল
আপডেট : ১১ জুলাই, ২০২৫, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিয়ে করলে বা বাচ্চা হলেই মিলবে টাকা, অঢেল সুযোগ! জন্মহার বৃদ্ধি করতে পরিকল্পনা ট্রাম্প প্রশাসনের

২০০৭ সাল থেকেই জন্মহার হ্রাস পাচ্ছে আমেরিকায়। তা নিয়ে যথেষ্ট চিন্তায় মার্কিন প্রশাসন। এই পরিস্থিতিতে সন্তান নেওয়ার ক্ষেত্রে উৎসাহ দিতে একাধিক পরিকল্পনা করছে ট্রাম্প প্রশাসন।

বিয়ে করলে বা সন্তান হলেই টাকা বা অতিরিক্ত কোনও সুযোগসুবিধা মিলতে পারে আমেরিকায়! যুক্তরাষ্ট্রে জন্মহার বৃদ্ধি করতে এমনই পরিকল্পনা ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের। মার্কিন সংবাদপত্র ‘নিউ ইয়র্ক টাইমস’-এর প্রতিবেদন অনুসারে, বেশ কয়েকটি প্রস্তাব নিয়ে ইতিমধ্যেই আলোচনা হয়েছে।

একটি প্রস্তাব হল আমেরিকার উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলিতে ‘ফুলব্রাইট স্কলারশিপ’ পাওয়ার ক্ষেত্রে বিবাহিত বা সন্তান আছে, এমন ব্যক্তিদের জন্য ৩০ শতাংশ আসন সংরক্ষণ করা। বাচ্চার জন্ম দেওয়ার পর মায়েদের পাঁচ হাজার ডলার (ভারতীয় মুদ্রায় ৪ লক্ষ টাকারও বেশি) অর্থসাহায্য দেওয়ার কথাও ভাবা হচ্ছে। আরও একটি পরিকল্পনার কথাও হোয়াইট হাউসের একটি সূত্র মারফত জানা গিয়েছে। তা হল মেয়েদের ঋতুচক্র নিয়ে আরও বেশি সচেতন করে তোলা, যাতে কখন তাঁরা সন্তানসম্ভবা হতে পারেন, তা নিয়ে তাঁদের স্পষ্ট ধারণা থাকে।

শেষমেশ কোন পরিকল্পনাটি সবুজ সঙ্কেত পাবে, তা এখনও স্পষ্ট নয়। তবে ২০০৭ সাল থেকেই জন্মহার হ্রাস পাচ্ছে আমেরিকায়। তা নিয়ে যথেষ্ট চিন্তায় মার্কিন প্রশাসন। হোয়াইট হাউস সূত্রে খবর, নাগরিকদের সন্তানের জন্ম দেওয়ার ক্ষেত্রে উৎসাহ বৃদ্ধি করতে ইতিমধ্যেই প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকদের সন্তানদের নিয়ে সরকারি অনুষ্ঠানে যোগ দিতে বলা হয়েছে। প্রসঙ্গত, এর আগে জন্মহার বৃদ্ধি করতে একাধিক পদক্ষেপ করার পথে হেঁটেছে চিন-সহ বহু দেশ। জল্পনা, এ বার একই পথে হাঁটতে চলেছে ট্রাম্পের আমেরিকাও।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়