শিরোনাম
◈ জামিন স্থগিত সাবেক ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসের ◈ চট্টগ্রা‌মে মিরাজ তাণ্ডব, জিম্বাবু‌য়ের বিরু‌দ্ধে দ্বিতীয় টে‌স্টে ইনিংস ব্যবধানে জিতলো বাংলাদেশ ◈ উত্তরায় চাঞ্চল্যকর অপহরণের ঘটনায় প্রাইভেট কারসহ দুই অপহরণকারী গ্রেফতার ◈ সম্ভাব্য তারিখ জানা গেল ঈদুল আজহার ◈ নির্বাচনী কোন ধরনের ঐক্য বা জোটে আগ্রহী নয় এনসিপি: নাহিদ ইসলাম (ভিডিও) ◈ টুঙ্গিপাড়াসহ বিভিন্ন জায়গায় থাকা শেখ পরিবারের জমি জব্দের আদেশ ◈ পুলিশের ঊর্ধ্বতন ১৪ কর্মকর্তাকে বদলি ◈ বিদ্যুৎ আমদানিতে আদানির ৪০ কোটি ডলারের ‘শুল্ক ফাঁকির’ অনুসন্ধানে দুদক ◈ হাইকোর্টে চিন্ময় দাসের জামিন ◈ আবারও ভারত-পাকিস্তান সীমান্তে গোলাগুলি

প্রকাশিত : ১৮ এপ্রিল, ২০২৫, ০৭:২৫ বিকাল
আপডেট : ৩০ এপ্রিল, ২০২৫, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কাশ্মীর নিয়ে কোনো ছাড় নয়, ১৩ লাখ ভারতীয় সেনাদের ভয় পায় না পাকিস্তান: জেনারেল আসিম মুনির

বিশ্বের কোনো শক্তি কাশ্মীর থেকে পাকিস্তানকে বিচ্ছিন্ন করতে পারবে না বলে মন্তব্য করেছেন পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনির। তিনি আরও বলেন, ১৩ লাখ ভারতীয় সেনাদের পাকিস্তান ভয় পায় না। 

গত বুধবার প্রবাসী পাকিস্তানিদের আলোচনা সভায় ভাষণে এ দাবি করেন তিনি। এ সময় কায়েদে আজম মোহাম্মদ আলি জিন্নাহর দ্বিজাতি তত্ত্বের প্রশংসা করেন আসিম মুনির।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস ও দ্যা প্রিন্ট বলছে, আলোচনা সভায় ভাষণে বিভিন্ন ইস্যু নিয়ে কথা বলেন পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির। এ সময় তিনি পাকিস্তানের ইতিহাস সবাইকে মনে করিয়ে দেন। প্রজন্ম থেকে প্রজন্মে সেই ইতিহাস ছড়িয়ে দিতে বলেন। এমনকি ভারত ও পাকিস্তান যে আলাদা এবং স্বতন্ত্র–সে বিষয়টি মনে করিয়ে দেন আসিম।

পাকিস্তানের সেনাপ্রধান বলেন, আমাদের দেশের রাষ্ট্রদূতদের ভুলে যাওয়া উচিত নয়–তারা একটি দারুণ ঐতিহ্য ও সংস্কৃতির ধারক। আপনাদের অবশ্যই সন্তানদের কাছে পাকিস্তানের গল্প বলা উচিত। আমাদের পূর্বপুরুষরা ভাবতেন যে, জীবনের প্রতিটি ক্ষেত্রে আমরা হিন্দুদের থেকে আলাদা। আমাদের ধর্ম, আমাদের রীতিনীতি, ঐতিহ্য, চিন্তাভাবনা ও উচ্চাকাঙ্ক্ষা পৃথক। এটিই ছিল দ্বিজাতি তত্ত্বের ভিত্তি।’

ভারতীয় ও পাকিস্তানিরা দুটি পৃথক জাতি বলেও মন্তব্য করেন তিনি। ওই সম্মেলনে কাশ্মীর ও বেলুচিস্তান প্রসঙ্গও এসেছে জেনারেল মুনির বক্তৃতায়। এসেছে পাকিস্তানের বিদ্রোহী তেহরিক-ই-তালিবান (টিটিপি) এবং বেলুচিস্তান লিবারেশন আর্মির সাম্প্রতিক হামলার প্রসঙ্গ।

তিনি বলেন, কাশ্মীর হলো ইসলামবাদের গলার শিরা। তাই পাকিস্তানিরা কখনো তাকে ভুলতে পারবে না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়