শিরোনাম
◈ মিরপুর ডিওএইচএস-এ ভরদুপুরে ডাকাতি, আসলে কী ঘটেছিলো? (ভিডিও) ◈ বেনাপোলে রেলপথে বানিজ্য ঘাটতি ২৯ হাজার মোট্রিক টন ◈ বিশ্বের সবচেয়ে বড় বাঁধে বাংলাদেশে কালো ছায়া! (ভিডিও) ◈ ইসকন রেস্তোরাঁয় ঢুকে মুরগির মাংস খেলেন যুবক, ভাইরাল ভিডিও ঘিরে তীব্র বিতর্ক ◈ চীনের 'লগইংক' নিয়ে শঙ্কায় যুক্তরাষ্ট্র, বাংলাদেশকেও সতর্ক করল ওয়াশিংটন (ভিডিও) ◈ ‘মাহসা আমিনি’ লেখা অস্ত্র দিয়ে ইরানের কত নারীকে হত্যা করেছে ইসরাইল? ◈ বিশ্বজুড়ে ভিসা সংকটে বাংলাদেশিরা: এক ডজন দেশ বন্ধ করেছে প্রবেশদ্বার, কূটনৈতিক প্রচেষ্টা ব্যর্থ ◈ যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক কমাতে সময় মাত্র ১০ দিন, আশাবাদী নন রপ্তানিকারকেরা ◈ শতভাগ অপুষ্ট, গাজার কত শতাংশ মানুষ ক্ষুধার্ত? ◈ আগেই শাপলা বাদ, অ‌নেক শর্ত পূরণ হয়‌নি, নির্বাচন কমিশনের নিবন্ধন পাবে এনসিপি?

প্রকাশিত : ১০ এপ্রিল, ২০২৫, ১২:২৮ দুপুর
আপডেট : ১৫ জুলাই, ২০২৫, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শুল্কযুদ্ধে যে কারণে পিছু হটলেন ট্রাম্প!

পাল্টা শুল্ক কার্যকর হওয়ার দিনেই বেশির ভাগ দেশের ক্ষেত্রে সিদ্ধান্তটি ৯০ দিনের জন্য স্থগিতের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই তিন মাস ১০ শতাংশ হারে শুল্ক দিতে হবে সেসব দেশকে। খবর বিবিসির। 

তবে, কানাডা, মেক্সিকো ও চীনকে এই তালিকার বাইরে রেখেছেন ট্রাম্প। বরং চীনের জন্য শুল্কহার ১০৪ থেকে বাড়িয়ে ১২৫ শতাংশ করেছেন তিনি। বুধবার হোয়াইট হাউজে সাংবাদিকদের ব্রিফ করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট।

এসময় ট্রাম্প বলেন, সব দেশের সঙ্গেই একটা ন্যায্য সমঝোতায় পৌঁছানো সম্ভব বলে মনে করেন তিনি।

গত ২ এপ্রিল ট্রাম্প ঘোষণা দেন  ৯ এপ্রিল থেকে অতিরিক্তি শুল্ক কার্যকর হবে। সর্বশেষ তিনি এই সিদ্ধান্ত থেকে সরে এলেন। শুল্ক নিয়ে টানাপোড়েন ও উদ্বেগের জেরে বিশ্বজুড়ে শেয়ার বাজারে অস্থিরতা দেখা গেছে গত কয়েকদিনে।

তবে ট্রাম্পের সিদ্ধান্ত স্থগিতের ঘোষণা আসার পর আবার চাঙাভাব দেখা যাচ্ছে পুঁজিবাজারগুলোতে। হোয়াইট হাউজের তরফে ধারণা দেওয়ার চেষ্টা করা হয়েছে, যেসব দেশ প্রতিশোধ নেওয়ার চেষ্টা করেনি তাদের পুরস্কৃত করা হচ্ছে।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, গত কয়েকদিন থেকে রিপাবলিকান ও ব্যবসায়ীরা ট্রাম্পকে এই শুল্কারোপ বন্ধের তাগিদ দিচ্ছিলেন। তারা আশঙ্কা করছিলেন, তুমুল বাণিজ্যযুদ্ধ, বৈশ্বিক বাজারের পতন, বিশ্বব্যাপী মন্দার আবির্ভাব। তবে এতকিছুর পরেও ট্রাম্প বলছিলেন, তিনি তার এই নীতি থেকে কখনোই সরে আসবেন না।

তবে গতকাল এই শুল্কারোপ কার্যকর হওয়ার দিনে এটি পরিষ্কার হয়ে উঠে যে রিপাবলিকান ও ব্যবসায়ীরা ট্রাম্পকে বোঝাতে সক্ষম হয়েছেন।

সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির বর্তমান বন্ড বাজার নিয়ে মার্কিন ট্রেজারি বিভাগের অভ্যন্তরে যে ক্রমবর্ধমান উদ্বেগ দেখা যায়- এই একমাত্র কারণেই ট্রাম্প শুল্কারোপের সিদ্ধান্ত থেকে সরে এসেছেন। মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট ট্রাম্পের কাছে এই উদ্বেগের কথা তুলে ধরেছেন বলে প্রতিবেদনে বলা হয়েছে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়