শিরোনাম
◈ আইএমএফ-বাংলাদেশ ব্যাংকের বৈঠক: বিনিময় হার নিয়ে কোনো সমঝোতা ছাড়াই শেষ ◈ গ্যাসসংকট: কমছে শিল্প উৎপাদন, প্রভাব পড়ছে সামগ্রিক অর্থনীতিতে ◈ পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তৌহিদ হোসেনের ফোনালাপ, কী কথা হলো? ◈ ইউরোপীয় ইউনিয়নে অর্থের বিনিময়ে নাগরিকত্বের সুযোগ শেষ ◈ দেশের পথে খালেদা জিয়া ◈ টানা দুই দফা কমার পর আবারও বাড়লো স্বর্ণের দাম, ভরি কত? ◈ আদানি পাওয়ারের কাছে বাংলাদেশের বকেয়া প্রায় ৯০ কোটি ডলার! ◈ তথ্য-উপাত্ত সঠিক না থাকায় ফ্যাসাদ তৈরি হচ্ছে : বাণিজ্য উপদেষ্টা ◈ চিকিৎসা ব্যবস্থার বিকেন্দ্রীকরণ ছাড়া সমস্যা নিরসন হবে না: প্রধান উপদেষ্টা ◈ বাতাসের মান যাচাইয়ে রাজধানীর ২৫ যায়গায় বসবে আধুনিক যন্ত্র: ডিএনসিসি  

প্রকাশিত : ০৯ এপ্রিল, ২০২৫, ০৫:৪৬ বিকাল
আপডেট : ০৪ মে, ২০২৫, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দুই হাজার কোটির নীল হীরার প্রদর্শনী

ডেস্ক রিপোর্ট : বিশ্বের সবচেয়ে দুর্লভ হীরার প্রদর্শনী হচ্ছে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে। ঝলমলে হীরার প্রদর্শনী দেখতে ভিড় জমিয়েছেন বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষ। সোথেবিসের আয়োজনে ৮টি হীরা প্রদর্শিত হচ্ছে, যার মূল্য ১২ হাজার কোটি টাকার বেশি। সবচেয়ে আলোচিত মেডিটেরেনিয়ান ব্লু নামের একটি ১০ দশমিক ৩ ক্যারেটের নীল হীরা, যার মূল্য দুই হাজার কোটি টাকার বেশি।

আরজাজিরার প্রতিবেদন অনুযায়ী, স্থানীয় সময় মঙ্গলবার (৮ এপ্রিল) আবুধাবির বাসাম ফ্রেইহা আর্ট ফাউন্ডেশনে সোথেবিসের উদ্যোগে দুই দিনব্যাপী এই আয়োজন করা হয়েছে। এতে ১২ হাজার কোটি টাকার বেশি মূল্যের ৮টি হীরার সংগ্রহের প্রদর্শনী করা হয়। সবচেয়ে আলোচিত 'মেডিটেরেনিয়ান ব্লু' নামের একটি ১০ দশমিক ৩ ক্যারেটের নীল হীরা, যার দামই দুই হাজার কোটি টাকার বেশি। এই হীরাটিকে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নীল হীরা বলে অভিহিত করেছে সোথেবিস। হীরাটি কাটিংও করা হয়েছে সুদক্ষভাবে। প্রদর্শনীতে থাকা মোট ৮টি হীরার সম্মিলিত ওজন ৭শ ক্যারেটের বেশি।
 
সোথেবিসের উত্তর আমেরিকা, ইউরোপ ও মধ্যপ্রাচ্য অঞ্চলের প্রধান কুইগ ব্রুনিং জানান, ‘এই হীরাগুলো সাধারণ নয়, প্রতিটিই এককথায় অনন্য। আবুধাবিতে এমন অনেক সংগ্রাহক আছেন যারা এই মানের এবং এই রকম দুর্লভ হীরা কিনতে প্রস্তুত আছেন। তাই হীরার সংগ্রাহক ও ব্যবসায়ীদের আগ্রহ বিবেচনায় এখানে আয়োজনটি করা হয়েছে।’
 
প্রদর্শনীটি চলবে ৯ এপ্রিল পর্যন্ত। এরপর ১৩ মে সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিত হবে মেডিটেরেনিয়ান ব্লু র নিলাম। পৃথিবীতে বিরল এই রত্নগুলো শুধু মূল্যবানই নয় ইতিহাসেরও অংশ। যার নিলামে শুধু টাকা নয় পাওয়া যাবে এর কদরও।

সুত্র : ইত্তেফাক

  • সর্বশেষ
  • জনপ্রিয়