শিরোনাম
◈ মূল্যস্ফীতির লাগাম টানতে কড়াকড়ি, বিনিয়োগ বাড়াতে ভারসাম্যের খোঁজে বাংলাদেশ ব্যাংক ◈ গভীর সমুদ্রে মাছ আহরণের আহ্বান প্রধান উপদেষ্টার ◈ আ.লীগের নতুন পরিকল্পনা হাসিনাকে দেশে ফেরাতে, ঢাকায় প্রশিক্ষণ ◈ সাপুড়ের প্রাণ নেয়া সাপটিকে কাচা চিবিয়ে খেয়ে নিলো আরেক সাপুড়ে ◈ লুইস ‌দিয়াস লিভারপুল ছেড়ে দি‌লেন, চার বছরের চুক্তিতে ঢুক‌লেন বায়ার্নে মিউ‌নি‌খে ◈ রাষ্ট্র মেরামত ও সুশাসন প্রতিষ্ঠার সুযোগ কোনোভাবেই মিস করা যাবে না: আইন উপদেষ্টা  ◈ দুই ছাত্র উপদেষ্টার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে: নাহিদ ইসলাম (ভিডিও) ◈ ব্লগার অভিজিৎ রায় হত্যা: জামিন পেলেন সাজাপ্রাপ্ত আসামি ফারাবী ◈ প্রথম পর্বে ৬২ বিষয়ে ঐকমত্যে রাজনৈতিক দলগুলো, তালিকা প্রকাশ করলো কমিশন ◈ জামায়াত আমিরের হার্টে তিনটি ব্লক, বাইপাস সার্জারির সিদ্ধান্ত

প্রকাশিত : ০৬ এপ্রিল, ২০২৫, ০৮:৩৪ সকাল
আপডেট : ৩১ জুলাই, ২০২৫, ০২:০০ রাত

প্রতিবেদক : আর রিয়াজ

যুক্তরাষ্ট্রে ট্রাম্পবিরোধী বিক্ষোভ করবে ৫ লক্ষাধিক মার্কিনী

‘হ্যান্ডস অফ’ কর্মসূচি আয়োজনের অন্যতম সংগঠন ইনডিভিজিবলের সহ-প্রতিষ্ঠাতা এজরা লেভিন জানান, যুক্তরাষ্ট্রজুড়ে অন্তত এক হাজার ২০০ বিক্ষোভের পরিকল্পনা করা হয়েছে। এতে অংশগ্রহণের জন্য এরই মধ্যে চার লক্ষাধিক মানুষ নিবন্ধন করেছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘কর্তৃত্ববাদী আগ্রাসন এবং কোটিপতি-সমর্থিত এজেন্ডার’ বিরুদ্ধে ওয়াশিংটন ডিসি, ফ্লোরিডাসহ যুক্তরাষ্ট্রজুড়ে ‘হ্যান্ডস অফ’ বিক্ষোভের আয়োজন করেছে বামপন্থী সংগঠনগুলো। এতে পাঁচ লক্ষাধিক মার্কিন নাগরিক রাস্তায় নেমে প্রতিবাদ করবে বলে আশা করছে আয়োজকরা।

শনিবার (৫ এপ্রিল) সংবাদ সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, এই ‘হ্যান্ডস অফ’ কর্মসূচির বিক্ষোভ ৫০টি অঙ্গরাজ্যের এক হাজারেরও বেশি শহরে অনুষ্ঠিত হবে।

‘হ্যান্ডস অফ’ কর্মসূচি আয়োজনের অন্যতম সংগঠন ইনডিভিজিবলের সহ-প্রতিষ্ঠাতা এজরা লেভিন জানান, যুক্তরাষ্ট্রজুড়ে অন্তত এক হাজার ২০০ বিক্ষোভের পরিকল্পনা করা হয়েছে। এতে অংশগ্রহণের জন্য এরই মধ্যে চার লক্ষাধিক মানুষ নিবন্ধন করেছে।

কর্মসূচির ওয়েবসাইটে দেয়া তথ্য মতে, ‘ডোনাল্ড ট্রাম্প এবং ইলন মাস্ক মনে করেন এই দেশ তাদের ব্যক্তিগত সম্পত্তি। তারা যা কিছু পেতে পারে তা দখল করছে এবং বিশ্বকে তাদের থামাতে চ্যালেঞ্জ করছে। শনিবার আমরা দেশব্যাপী রাস্তায় নামব এবং পরিষ্কার বার্তা দেব।’

বিক্ষোভকারীদের প্রধান তিনটি দাবি: ট্রাম্প প্রশাসনের ‘বিলিয়নিয়ার দখলদারিত্ব এবং ব্যাপক দুর্নীতি’ বন্ধ করা; সামাজিক নিরাপত্তা, মেডিকেয়ার এবং অন্যান্য শ্রমজীবী মানুষের ওপর নির্ভরশীল কর্মসূচিগুলোর জন্য ফেডারেল তহবিলের কাটছাঁট বন্ধ করা। পাশাপাশি অভিবাসী, ট্রান্স মানুষ এবং অন্যান্য সম্প্রদায়ের ওপর হামলা বন্ধ করা।

এজরা লেভিন বলেন, ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে সরকার গঠনের পর এটি একটি বৃহত্তর আন্দোলন বা বিক্ষোভ। এর মাধ্যমে মাস্ক, ট্রাম্প এবং রিপাবলিকানদের সমস্ত উৎসাহী মিত্রদের কাছে একটি স্পষ্ট বার্তা পাঠাচ্ছে যে আমরা আমাদের গণতন্ত্র, সম্প্রদায়, স্কুল, বন্ধু-বান্ধব এবং প্রতিবেশীদের উপর তাদের কর্তৃত্ব চাই না।

এই কর্মসূচির বিষয়ে হোয়াইট হাউসে ট্রাম্প এবং মাস্কের কাছ থেকে মন্তব্যের জন্য অনুরোধ জানালেও তাৎক্ষণিক কোনো সাড়া পাওয়া যায়নি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়