শিরোনাম
◈ মূল্যস্ফীতির লাগাম টানতে কড়াকড়ি, বিনিয়োগ বাড়াতে ভারসাম্যের খোঁজে বাংলাদেশ ব্যাংক ◈ গভীর সমুদ্রে মাছ আহরণের আহ্বান প্রধান উপদেষ্টার ◈ আ.লীগের নতুন পরিকল্পনা হাসিনাকে দেশে ফেরাতে, ঢাকায় প্রশিক্ষণ ◈ সাপুড়ের প্রাণ নেয়া সাপটিকে কাচা চিবিয়ে খেয়ে নিলো আরেক সাপুড়ে ◈ লুইস ‌দিয়াস লিভারপুল ছেড়ে দি‌লেন, চার বছরের চুক্তিতে ঢুক‌লেন বায়ার্নে মিউ‌নি‌খে ◈ রাষ্ট্র মেরামত ও সুশাসন প্রতিষ্ঠার সুযোগ কোনোভাবেই মিস করা যাবে না: আইন উপদেষ্টা  ◈ দুই ছাত্র উপদেষ্টার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে: নাহিদ ইসলাম (ভিডিও) ◈ ব্লগার অভিজিৎ রায় হত্যা: জামিন পেলেন সাজাপ্রাপ্ত আসামি ফারাবী ◈ প্রথম পর্বে ৬২ বিষয়ে ঐকমত্যে রাজনৈতিক দলগুলো, তালিকা প্রকাশ করলো কমিশন ◈ জামায়াত আমিরের হার্টে তিনটি ব্লক, বাইপাস সার্জারির সিদ্ধান্ত

প্রকাশিত : ০৬ এপ্রিল, ২০২৫, ০১:৫০ রাত
আপডেট : ০১ জুলাই, ২০২৫, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সৌদি আরবে ২ পাকিস্তানিসহ ২১ জন গ্রেপ্তার, নেপথ্যে যে কারণ

সৌদি আরবজুড়ে ১১ জন ইথিওপিয়ান, ৫ জন ইয়েমেনি ও ২ জন পাকিস্তানিসহ ২১ জনকে গ্রেপ্তার করেছেন দেশটির প্রশাসন। শনিবার (৫ এপ্রিল) মাদক চোরাচালানের অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে সৌদি প্রেস এজেন্সি। খবর আরব নিউজের।

দেশটির আসিরের আল-রাবোহ সেক্টরে ৫৪০ কেজি  ক্যাথিন ও ক্যাথিনোন সমৃদ্ধ মাদক কাত পাচারের সময় কয়েকজন চোরাকারবারীকে ধরে ফেলে বর্ডার গার্ড ল্যান্ডের টহল দল।

একই এলাকায় অন্য দুটি অভিযানে, ২৫ কেজি কাতসহ দুই ইথিওপিয়ান এবং ৬৬ কেজি কাত পাচারের জন্য তিন ইয়েমেনিকে গ্রেপ্তার করে কর্তৃপক্ষ।

জাজান অঞ্চলের আল-তাওয়াল সেক্টরে স্থল টহল দল ৫১.৪ কেজি গাঁজা সদৃশ মাদক হাশিশ পাচার ব্যর্থ করে দেয়। এ ছাড়া দেশটির মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রিয়াদে দুই পাকিস্তানিকে ১.৬ কেজি মেথামফেটামিনসহ (স্থানীয়ভাবে শাবু নামে পরিচিত) গ্রেপ্তার করেছে।

জেদ্দায় ৬ কেজি হাশিশসহ একজন ইথিওপিয়ান, দুই ইয়েমেনি এবং একজন ফিলিস্তিনি এবং এক সৌদি নাগরিককে ৩০ কেজি হাশিশসহ আসির অঞ্চলে গ্রেপ্তার করেছে সংশ্লিষ্ট অধিদপ্তর। অ্যামফিটামিন বিক্রির অভিযোগে জউফ অঞ্চলে আরেক নাগরিককে গ্রেপ্তারের তথ্যও পাওয়া গেছে।

এ ছাড়া জাজানের আল-দায়ের সেক্টরে, বর্ডার গার্ড টহল দল ১৪৪ কেজি কাত পাচারের জন্য আট ইথিওপিয়ানকে হেফাজতে নিয়েছে। তাদের প্রাথমিক আইনি প্রক্রিয়া সম্পন্ন করে জব্দকৃত সমস্ত জিনিস সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

জনসাধারণকে মক্কা, রিয়াদ এবং পূর্বাঞ্চলীয় প্রদেশে ৯১১ বা অন্যান্য অঞ্চলে ৯৯৯ নম্বরে কল করে মাদক চোরাচালান বা বিক্রির রিপোর্ট করার জন্য অনুরোধ করেছে দেশটির প্রশাসন। অনুবাদ: চ্যানেল২৪

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়