শিরোনাম
◈ মানবিক করিডর আসলে কী, বিশ্বের কোথায় কতটা কার্যকর? ◈ ভারত-পাকিস্তান যুদ্ধ কি আসন্ন, হুঙ্কার-পাল্টা হুঙ্কার ◈ ব্রাজিলের কোচ হওয়ার স্বপ্ন সফল হ‌লো না আনচেলত্তির, রিয়াল মা‌দ্রিদেই থাক‌তে হ‌চ্ছে ◈ বাংলাদেশে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে আগ্রহী চীন ◈ উপদেষ্টা আসিফের পদত্যাগ দাবিতে বিক্ষোভ, ব্যানার কেড়ে নেয়ায় ওসির গায়ে হাত তুলতে তেড়ে আসেন বিক্ষোভকারীরা (ভিডিও) ◈ আজ মহান মে দিবস ◈  নতুন আইন হচ্ছে  র‍্যাবকে ব্যক্তিস্বার্থে ব্যবহার ঠেকাতে ◈ চলতি মাসে ২৯ দিনে রেমিট্যান্স এলো ২৬০ কোটি ৭৬ লাখ ডলার ◈ মন্ত্রিপরিষদকে নির্বাচন কমিশনের ১২ প্রস্তাব ◈ বগুড়ায় সারজিসের উপস্থিতিতে এনসিপি-বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দফায় দফায় সংঘর্ষ

প্রকাশিত : ০২ এপ্রিল, ২০২৫, ০৭:৪৫ বিকাল
আপডেট : ২৮ এপ্রিল, ২০২৫, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কিশোর ছাত্রকে যৌ.ন নিপীড়নের অভিযোগে যুক্তরাষ্ট্রে শিক্ষিকা গ্রেপ্তার

যুক্তরাষ্ট্রের ইলিনয় অঙ্গরাজ্যে কিশোর ছাত্রকে যৌন নিপীড়নের অভিযোগে একজন নারী শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। ওই শিক্ষকের নাম ক্রিস্টিনা ফরমেলা।  রাজ্যের ডাউনার্স গ্রোভ সাউথ হাইস্কুলের বিশেষ শিক্ষার (স্পেশাল এডুকেশন) শিক্ষক ছিলেন ফরমেলা। খবর নিউইয়র্ক পোস্টের

গত ১৬ মার্চ ক্রিস্টিনা ফরমেলাকে গ্রেপ্তার করা হয়। তবে সম্প্রতি ইউটিউবে তাকে গ্রেপ্তারের সময়ের একটি ভিডিও প্রকাশের পর ঘটনাটি জানাজানি হয়। 

ওই ভিডিওতে দেখা যায়, চলন্ত একটি গাড়ি থামিয়ে ফরমেলাকে গ্রেপ্তার করছে পুলিশ। সেই সময় ওই গাড়িতে ফরমেলার স্বামীও বসে ছিলেন। গ্রেপ্তারের সময় ফরমেলাকে পুলিশ জানায়, তার বিরুদ্ধে তদন্ত চলছে এবং তাকে হাতকড়া পরিয়ে পুলিশ স্টেশনে নেওয়া হবে।

ফরমেলার বিরুদ্ধে অভিযোগ, দুই বছর আগে ১৫ বছরের কিশোর এক ছাত্রকে যৌন নিপীড়ন করেছেন তিনি। ফরমেলা ও ওই কিশোর পরস্পরের মধ্যে আদান–প্রদান করা বার্তায় যৌনতা নিয়েও নানা কথা বলেছেন। 

পুলিশ জানায়, কিছুদিন আগে ওই কিশোরের মা ছেলের মোবাইলে মেসেজগুলো খুঁজে পান। এরপর তিনি ছেলের কাছে ঘটনা জানতে চাইলে ওই শিক্ষকের সঙ্গে তার সম্পর্কের কথা খুলে বলে এবং জানায়,  পরে সে ওই সম্পর্কের ইতি টেনেছে। এরপর মায়ের পরামর্শে ছেলেটি পুলিশের কাছে এ বিষয়ে অভিযোগ করে। 

এদিকে গ্রেপ্তারের পর ফরমেলা পুলিশের কাছে দাবি করেছেন, ওই শিক্ষার্থী তাকে ‘ব্ল্যাকমেল’ করছেন। তিনি দেখতে সুন্দর বলেই তাকে লক্ষ্যবস্তু করা হয়েছে।

গ্রেপ্তারের পর পুলিশ ফরমেলাকে আদালতে হাজির করেছে। আদালতকে তিনি জানিয়েছেন, ‘একদিন ওই কিশোর তার ফোন হাতে পেয়ে যায়, পাসকোড দিয়ে সেটি খুলে ফেলে এবং তার ফোন থেকে নিজের ফোনে একটি বার্তা পাঠায়। এরপর তার ফোন থেকে ওই বার্তা মুছে দেয়। কিন্তু তাকে ব্ল্যাকমেল করার জন্য নিজের ফোনে ওই বার্তা রেখে দেয় ছাত্রটি।

এ ঘটনায় ওই ফরমেলার বিরুদ্ধে অপরাধমূলক যৌন নির্যাতনের ২টি অভিযোগ আনা হয়েছে। তবে তাকে শর্তসাপেক্ষে মুক্তি দিয়ে আদালত নির্দেশ দিয়েছেন, তিনি আর স্কুল প্রাঙ্গণে যেতে পারবেন না এবং ১৮ বছরের কম বয়সী কারও সঙ্গে কোনো ধরনের যোগাযোগ রাখতে পারবেন না। গ্রেপ্তারের পর ফরমেলাকে চাকরি থেকে সবেতনে ছুটি দিয়েছে স্কুল কতৃপক্ষ ।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়