শিরোনাম
◈ এক ইলিশ বিক্রি হলো ১২,৪৮০ টাকায়! ◈ নতুন বন্দোবস্তে সবকিছু কি ওলটপালট হয়ে গেল? ◈ আগামীকাল শহীদ মিনারে ‘নতুন বাংলাদেশের ইশতেহার’ ঘোষণা ◈ ঢাকায় ছাত্রদল ও এনসিপির মহাসমাবেশ কাল: শাহবাগ ও শহীদ মিনারে পাল্টাপাল্টি জমায়েত, উত্তেজনা রাজনৈতিক অঙ্গনে ◈ গুলিস্তানে সুন্দরবন স্কয়ার মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ১১ ইউনিট ◈ যে কারণে নিজেদের সব কূটনীতিককে আরব আমিরাত ছাড়ার নির্দেশ দিয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ! ◈ তিন দি‌নের সফ‌রে ভারতে আস‌ছেন মে‌সি, খেল‌তে পা‌রেন কোহলি-ধোনির সঙ্গে ক্রিকেট ◈ এশিয়া কাপের ভবিষ্যৎ আবার অনিশ্চিত! পি‌সি‌বি‌কে ৩৭০ কো‌টি টাকার ভয় দেখা‌চ্ছে সম্প্রচারকারী সংস্থা ◈ বাই‌ডেন ও ট্রা‌ম্পের কথাবার্তায় ম‌নে হয় তারা ডিমেনশিয়া রো‌গে আক্রান্ত ◈ সব‌চে‌য়ে কম বয়‌সে পদক জি‌তে রেকর্ড গড়‌লেন চী‌নের সাঁতারু

প্রকাশিত : ২৭ মার্চ, ২০২৫, ১০:৫২ দুপুর
আপডেট : ০১ আগস্ট, ২০২৫, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চীনের হাইনানে প্রাদেশিক সরকারের উপদেষ্টা ছিলেন ড. ইউনূস

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বুধবার রাতে বলেন, ‘ড. ইউনূস হাইনান প্রাদেশিক সরকারের অ্যাডভাইজার ছিলেন। আমরা এটা জানিওনা। চায়নার প্রভেনশিয়াল গভর্নমেন্ট সিস্টেমে ওরা অনেক শক্তিশালী। এই গভর্নমেন্টের উনি অ্যাডভাইজার ছিলেন অনেক আগে।’

দক্ষিণ চীন সাগর তীরে অবস্থিত হাইনান প্রদেশের পর্যটন শহর বোয়াও-তে চলছে চার দিনব্যাপী দ্য বোয়াও ফোরাম ফর এশিয়া (বিএফএ) বার্ষিক সম্মেলন ২০২৫। সম্মেলনের তৃতীয় দিন বৃহস্পতিবার সকালে অংশ নিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহ্ম্মদ ইউনূস। নোবেলজয়ী এই অর্থনীতিবিদ বিশ্বজুড়ে সুপরিচিত হলেও চীনের হাইনান প্রদেশের মানুষের কাছে তিনি যেন আরো বেশি পরিচিত। কারণ দক্ষিণ চীন সাগর ঘেরা এই প্রদেশের প্রাদেশিক সরকারের উপদেষ্টা ছিলেন তিনি।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বুধবার রাতে বলেন, ‘ড. ইউনূস হাইনান প্রাদেশিক সরকারের অ্যাডভাইজার ছিলেন। আমরা এটা জানিওনা। চায়নার প্রভেনশিয়াল গভর্নমেন্ট সিস্টেমে ওরা অনেক শক্তিশালী। এই গভর্নমেন্টের উনি অ্যাডভাইজার ছিলেন অনেক আগে।’

প্রেস সচিব বলেন, ‘প্রফেসর ইউনূসকে (হাইনান প্রদেশে) সবাই চেনে। উনি এখানে শুধু আজকে আসছেন এমন না। উনার গ্রামীণ ব্যাংকের মডেল এখানে রেপ্লিকেটেড হয়েছে, উনার সোস্যাল বিজনেস এখানে রেপ্লিকেটেড হয়েছে। উনি যে বলেন, থ্রি জিরো ক্লাব, চায়নার অনেকগুলো ইউনিভার্সিটিতে এই থ্রি জিরো ক্লাব আছে। উনার থ্রি জিরোর উপরে লেখা বই ও ব্যাংকার টু দ্য পুওর- এটা চাইনিজ ভাষায় অনুদিত হয়েছে এবং এখানে প্রচুর বিক্রি হয়েছে। এই জায়গায় চাইনিজ লিডারদের কাছে তিনি খুবই পরিচিত মুখ। উনার যে পরিচিতি এটা অকল্পনীয়।’

ড. ইউনূস হাইনান প্রদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বক্তব্য দিয়েছেন বলেও জানান প্রেস সচিব শফিকুল আলম।

আজ বোয়াও সম্মেলনে বক্তব্য দেবেন প্রধান উপদেষ্টা

চীনের স্থানীয় সময় বুধবার রাত পৌনে ১২ টার দিকে বোয়াও সম্মলেন কেন্দ্রের সামনে দাঁড়িয়ে প্রেস সচিব শফিকুল আলম জানান, প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বৃহস্পতিবার বোয়াও ফোরাম ফর এশিয়া বার্ষিক সম্মেলন ২০২৫ (বিএফএ)-এর উদ্বোধনী অধিবেশনে স্থানীয় সময় সকাল ১১টা ৩০ মিনিটে বক্তব্য দেবেন।

এছাড়াও লাওসের প্রধানমন্ত্রী সোনেক্সাই সিফানডোন, চীনের স্টেট কাউন্সিলের নির্বাহী উপ-প্রধানমন্ত্রী ডিং শুয়েশিয়াং, বোয়াও ফোরাম ফর এশিয়ার চেয়ারম্যান এবং জাতিসঙ্ঘের সাবেক মহাসচিব বান কি-মুন ও এর মহাসচিব ঝাং জুন হাইনানের বিএফএ আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে অনুষ্ঠেয় এই অধিবেশনে বক্তৃতা দিবেন।

খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) মহাপরিচালক কু দোংইউ বৃহস্পতিবার চীনের স্থানীয় সময় দুপুর ২টায় প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করবেন। অধ্যাপক ইউনূস ও জাতিসঙ্ঘের সাবেক মহাসচিব বান কি-মুন একটি দ্বিপাক্ষিক বৈঠক করবেন। এছাড়াও রাশিয়ার উপ-প্রধানমন্ত্রী বুধবার প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করবেন।

অধ্যাপক ইউনূস গতকাল বুধবার চার দিনের সরকারি সফরে চীনে পৌঁছেছেন। প্রধান উপদেষ্টাসহ তার সফরসঙ্গীদের বহনকারী সাউদার্ন এয়ারলাইন্সে একটি বিশেষ ফ্লাইট বাংলাদেশ সময় বিকেল ৪টা ১৫ মিনিটে হাইনানের কিয়োংহাই বোয়াও আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। এ সময় চীনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো: নাজমুল ইসলাম ও হাইনান প্রদেশের ভাইস গভর্নর বিমানবন্দরে প্রধান উপদেষ্টাকে অভ্যর্থনা জানান।

বোয়াও ফোরামের পাশাপাশি তিনি বিশ্বখ্যাত ও চীনের বড় বড় কোম্পানির প্রধান নির্বাহীদের (সিইও) সাথেও বৈঠক করবেন বলে আশা করা হচ্ছে। অধ্যাপক ইউনূস ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে প্রথম দ্বিপাক্ষিক বৈঠক শুক্রবার বেইজিংয়ে অনুষ্ঠিত হবে। বৈঠকে দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে আলোচনা হবে।

শনিবার অধ্যাপক ইউনূস পিকিং বিশ্ববিদ্যালয়ে (পিকেইউ) বক্তৃতা দেবেন এবং বিশ্ববিদ্যালয়টি বাংলাদেশের প্রধান উপদেষ্টাকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করবে।

তিনি চীনের হাসপাতাল চেইনগুলোর সাথেও আলোচনা করবেন, যাতে তারা যৌথ উদ্যোগের মাধ্যমে বাংলাদেশে ব্যবসার সম্ভাবনা অন্বেষণ ও হাসপাতাল স্থাপনের জন্য উৎসাহিত হয়।

প্রধান উপদেষ্টার আগামী শনিবার দেশে ফেরার কথা রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়