শিরোনাম
◈ আজ রা‌তে পাকিস্তান থে‌কে বিশেষ বিমানে দুবাইয়ে যাবেন ‌ক্রিকেটার নাহিদ, রিশাদ ও বাংলাদেশি দুই সাংবাদিক ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে সিরিজ জিতে দেশে ফিরলো বাংলা‌দে‌শের যুবারা ◈ উত্তরায় মহাসড়ক অবরোধ করে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি ছাত্র-জনতার, ঘণ্টাব্যাপী যানজট ◈ বিভাজন নয় ঐক্য, প্রতিশোধ নয় ভালোবাসা—গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান মির্জা ফখরুলের ◈ আইপিএল আয়োজনের প্রস্তাব ফিরিয়ে দিয়েছে আরব আমিরাত ◈ ভারত আসবে না বাংলাদেশ সফরে, হবে না এশিয়া কাপও ◈ এপ্রিলে  ১০১ কোটি ৩৮ লাখ টাকার চোরাচালান পণ্যসামগ্রী জব্দ করেছে বিজিবি ◈ ঐক্যবদ্ধ শাহবাগ বিএনপির অপেক্ষায়: সারজিস আলম ◈ জনআকাঙ্খা ও রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতে আওয়ামী লীগের বিষয়ে সুচিন্তিত পদক্ষেপ নেয়ার আহ্বান জনতা পার্টি বাংলাদেশের ◈ ভারত-পাকিস্তান তৃতীয় দিনের মতো সংঘর্ষে জড়ালো, যুদ্ধাবস্থা সীমান্তজুড়ে

প্রকাশিত : ২৬ মার্চ, ২০২৫, ১০:৪৯ রাত
আপডেট : ০৮ মে, ২০২৫, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চীনে বিএনপির স্বাধীনতা দিবস উদযাপিত

চীন প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বৃহত্তর চীন শাখার আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন করা হয়েছে। বুধবার (২৬ মার্চ) সন্ধ্যায় চীনের শেনজেন শহরের একটি হোটেলে আলোচনা সভার মাধ্যমে দিবসটি উদযাপিত হয়েছে।

সম্মিলিত কন্ঠে জাতীয় সঙ্গীত গেয়ে আলোচনা সভা শুরু হয়। সাবেক ছাত্রনেতা ও বৃহত্তর চীন বিএনপি নেতা আসিফ হক রুপু’র সঞ্চালনায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন চীন বিএনপি নেতা  সাখাওয়াত হোসেন কানন। আলোচনা সভায় বক্তব্য রাখেন বিএনপি নেতা শেখ মাহবুবুর রশীদ, ওয়ালী উল্লাহ্‌, হাসমত আলী মৃধা (জেমস), সাবেক ছাত্রনেতা ও সাংবাদিক এসএম আল-আমিন, বিএনপি নেতা সালাউদ্দিন রিক্তা, মনোয়ার বায়েজীদসহ আরো অনেক নেতৃবৃন্দ ও প্রবাসী বাংলাদেশী কমিউনিটির সদস্যরা।

এসময় বক্তারা বলেন, পৃথিবীর মানচিত্রে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের গৌরবজ্জল সূচনার দিন। ১৯৭১ সালের ২৬ মার্চ মেজর জিয়াউর রহমান যদি রাষ্ট্রদ্রোহিতার সুনশ্চিত ঝুঁকি মাথায় নিয়ে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা না করতেন, তবে হয়তো মহান মুক্তিযুদ্ধের সূচনা কিংবা স্বাধীনতার পথযাত্রা আরো বিলম্বিত হতো আরো অনেকটা সময়। স্বাধীনতার ঘোষক শহীদ জিয়াউর রহমানের আহবানে সকল শ্রেনী ও পেশার দেশপ্রেমিক মুক্তিযোদ্ধাদের সাহসী অংশগ্রহণ ও অসীম ত্যাগের কারণেই আমরা একটি স্বাধীন বাংলাদেশ পেয়েছি।

বক্তারা আরো বলেন, লাখো শহীদের আত্মত্যাগে ভাস্কর স্বাধীনতাকে অর্থবহ করতে হলে আমাদের নিশ্চিত করতে হবে সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার তথা জনগণের ভোটাধিকার এবং অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন। এছাড়াও জাতীয়তাবাদী সকল শক্তিকে ঐক্যবদ্ধভাবে দেশের উন্নয়নে কাজ করার অভিমত ব্যক্ত করেন।

চীনের বিভিন্ন শহরে বসবাসরত অর্ধশতাধিক বিএনপির নেতাকর্মী ও প্রবাসী স্বাধীনতা দিবসের এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে জিয়া পরিবারের সকলের জন্য দোয়া করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়