শিরোনাম
◈ হাদির পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে সর্বোত্তম চিকিৎসার নিশ্চয়তা দিলেন  প্রধান উপদেষ্টা ◈ ওসমান হাদি সংকটাপন্ন, বাবার জন্য অবুঝ শিশুর আকুতি জাতীয় নিরাপত্তা প্রশ্নে নতুন আলোচনার জন্ম দিল ◈ তফসিল ঘোষণার পর বিএন‌পি ও জামায়াতসহ রাজনৈতিক দলগুলো কী অবস্থায় আছে?  ◈ নভেম্বর মাসে বিএনপি নেতার ওপর হামলার বিচার হলে হয়তো এ ঘটনা ঘটতো না: সালাউদ্দিন  ◈ আইসিইউতে হাদি, অপরদিকে নলছিটিতে তার বাড়িতে চুরি, তদন্তে পুলিশ ◈ প্রধান উপদেষ্টার সাথে বিএনপির ২ প্রতিনিধির  বৈঠক চলছে  ◈ বাংলাদেশি নাবিকসহ তেলবাহী জাহাজ আটক করল ইরান ◈ ইউএনওকে গ্রেপ্তারের হুমকি দিয়ে বিপাকে পড়ে ক্ষমা চাইলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা (ভিডিও) ◈ চিকুনগুনিয়ার প্রাদুর্ভাব: বাংলাদেশসহ চার দেশে লেভেল–২ ভ্রমণ সতর্কতা জারি সিডিসির ◈ টেকনাফ সীমান্তে মিয়ানমারের মর্টারশেল–গুলিতে কেঁপে উঠল বসতঘর, আতঙ্কে সীমান্তবাসী

প্রকাশিত : ২৬ মার্চ, ২০২৫, ১০:৪৯ রাত
আপডেট : ১৪ অক্টোবর, ২০২৫, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চীনে বিএনপির স্বাধীনতা দিবস উদযাপিত

চীন প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বৃহত্তর চীন শাখার আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন করা হয়েছে। বুধবার (২৬ মার্চ) সন্ধ্যায় চীনের শেনজেন শহরের একটি হোটেলে আলোচনা সভার মাধ্যমে দিবসটি উদযাপিত হয়েছে।

সম্মিলিত কন্ঠে জাতীয় সঙ্গীত গেয়ে আলোচনা সভা শুরু হয়। সাবেক ছাত্রনেতা ও বৃহত্তর চীন বিএনপি নেতা আসিফ হক রুপু’র সঞ্চালনায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন চীন বিএনপি নেতা  সাখাওয়াত হোসেন কানন। আলোচনা সভায় বক্তব্য রাখেন বিএনপি নেতা শেখ মাহবুবুর রশীদ, ওয়ালী উল্লাহ্‌, হাসমত আলী মৃধা (জেমস), সাবেক ছাত্রনেতা ও সাংবাদিক এসএম আল-আমিন, বিএনপি নেতা সালাউদ্দিন রিক্তা, মনোয়ার বায়েজীদসহ আরো অনেক নেতৃবৃন্দ ও প্রবাসী বাংলাদেশী কমিউনিটির সদস্যরা।

এসময় বক্তারা বলেন, পৃথিবীর মানচিত্রে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের গৌরবজ্জল সূচনার দিন। ১৯৭১ সালের ২৬ মার্চ মেজর জিয়াউর রহমান যদি রাষ্ট্রদ্রোহিতার সুনশ্চিত ঝুঁকি মাথায় নিয়ে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা না করতেন, তবে হয়তো মহান মুক্তিযুদ্ধের সূচনা কিংবা স্বাধীনতার পথযাত্রা আরো বিলম্বিত হতো আরো অনেকটা সময়। স্বাধীনতার ঘোষক শহীদ জিয়াউর রহমানের আহবানে সকল শ্রেনী ও পেশার দেশপ্রেমিক মুক্তিযোদ্ধাদের সাহসী অংশগ্রহণ ও অসীম ত্যাগের কারণেই আমরা একটি স্বাধীন বাংলাদেশ পেয়েছি।

বক্তারা আরো বলেন, লাখো শহীদের আত্মত্যাগে ভাস্কর স্বাধীনতাকে অর্থবহ করতে হলে আমাদের নিশ্চিত করতে হবে সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার তথা জনগণের ভোটাধিকার এবং অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন। এছাড়াও জাতীয়তাবাদী সকল শক্তিকে ঐক্যবদ্ধভাবে দেশের উন্নয়নে কাজ করার অভিমত ব্যক্ত করেন।

চীনের বিভিন্ন শহরে বসবাসরত অর্ধশতাধিক বিএনপির নেতাকর্মী ও প্রবাসী স্বাধীনতা দিবসের এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে জিয়া পরিবারের সকলের জন্য দোয়া করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়