শিরোনাম
◈ নতুন বন্দোবস্তে সবকিছু কি ওলটপালট হয়ে গেল? ◈ আগামীকাল শহীদ মিনারে ‘নতুন বাংলাদেশের ইশতেহার’ ঘোষণা ◈ ঢাকায় ছাত্রদল ও এনসিপির মহাসমাবেশ কাল: শাহবাগ ও শহীদ মিনারে পাল্টাপাল্টি জমায়েত, উত্তেজনা রাজনৈতিক অঙ্গনে ◈ গুলিস্তানে সুন্দরবন স্কয়ার মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ১১ ইউনিট ◈ যে কারণে নিজেদের সব কূটনীতিককে আরব আমিরাত ছাড়ার নির্দেশ দিয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ! ◈ তিন দি‌নের সফ‌রে ভারতে আস‌ছেন মে‌সি, খেল‌তে পা‌রেন কোহলি-ধোনির সঙ্গে ক্রিকেট ◈ এশিয়া কাপের ভবিষ্যৎ আবার অনিশ্চিত! পি‌সি‌বি‌কে ৩৭০ কো‌টি টাকার ভয় দেখা‌চ্ছে সম্প্রচারকারী সংস্থা ◈ বাই‌ডেন ও ট্রা‌ম্পের কথাবার্তায় ম‌নে হয় তারা ডিমেনশিয়া রো‌গে আক্রান্ত ◈ সব‌চে‌য়ে কম বয়‌সে পদক জি‌তে রেকর্ড গড়‌লেন চী‌নের সাঁতারু ◈ অ্যাথলেটিক্স বিশ্ব চ্যাম্পিয়নশিপে মে‌য়ে‌দের ইভেন্টের জন্য জিন পরীক্ষা বাধ্যতামূলক

প্রকাশিত : ২৪ মার্চ, ২০২৫, ০৯:০০ রাত
আপডেট : ২৮ জুলাই, ২০২৫, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হাজিদের জন্য নতুন বাধ্যবাধকতা সৌদির

২০২৫ সালের সকল হজযাত্রীদের বাধ্যতামূলক ম্যানিনজাইটিসের টিকা নিতে হবে। এমন নির্দেশনা জারি করেছে সৌদি সরকার। রোববার (২৪ মার্চ) দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের বরাতে এ তথ্য জানিয়েছে জিও নিউজ। 

মন্ত্রণালয়ের মতে, আগত লক্ষ লক্ষ মানুষের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সৌদি নাগরিকদের জন্যও এই নির্দেশনা প্রযোজ্য হবে বলেও জানানো হয়েছে নির্দেশনায়।

দেশটির সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেছেন, হজের সময় সংক্রামক রোগের বিস্তার রোধ করা এখন সময়ের প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে। টিকা ছাড়া হজের অনুমতি দেয়া হবে না।

নির্দেশনা অনুযায়ী, টিকা সনদ প্রদর্শন করে হজ প্যাকেজের নিবন্ধন করতে হবে। সদন ছাড়া দেশটিতে কোনোভাবেই প্রবেশ করা যাবে না। বিমানবন্দরে সনদ দেখাতে না পারলে তাকে নিজ দেশে ফেরত পাঠানো হবে।

প্রসঙ্গত, ম্যানিনজাইটিস হলো মস্তিষ্কের ঝিল্লি এবং ঘাড় ও মেরুদণ্ডের টিস্যুর প্রদাহজনিত একটি সংক্রামক রোগ। ব্যাকটেরিয়া, ভাইরাস বা ছত্রাক জাতীয় পরজীবী জীবাণুর আক্রমণে এই রোগ হয়। হজের সময় একই জায়গায় মানুষের বিচরণ বেড়ে যাওয়ায় রোগটি বিস্তারের ঝুঁকি রয়েছে। তাই লক্ষ লক্ষ মানুষের স্বাস্থ্যের কথা চিন্তা করে সংক্রামক রোগটির বিস্তার রোধে এই পদক্ষেপ নিয়েছে সৌদি সরকার।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়