শিরোনাম
◈ বেতন বৈষম্য কমাতে নতুন মহার্ঘভাতা পরিকল্পনায় সরকার ◈ ঢাকা বিশ্ববিদ্যালয়: স্বাধীনতার পর ৭৬ খুন, বিচার হয়নি ◈ বাংলাদেশ-জাপান বৈঠকে আসছে তিস্তা-মাতারবাড়ি-বে অব বেঙ্গল ও চীনের ভূমিকা ◈ কিনতে এসে অভিনব কায়দায় দোকান থেকে ‘১০০ ভরি স্বর্ণ’ নিয়ে পালালেন ৫ নারী (ভিডিও) ◈ জবি শিক্ষার্থীরা দাবি আদায় না হওয়া পর্যন্ত কাকরাইল মোড় ছাড়বে না (ভিডিও) ◈ আমরা ১৯৭১ সালের যুদ্ধের প্রতিশোধ নিয়েছি: পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ◈ এরশাদের বউ বিদিশার গাড়ি রং সাইডে, ভিডিও ভাইরাল! ◈ উপদেষ্টা মাহফুজ আলমের মাথায় বোতল নিক্ষেপ করলেন যে ব্যক্তি (ভিডিও) ◈ উপদেষ্টা মাহফুজের সঙ্গে যা হয়েছে, এর জন্য আপনাদের প্রতি ধিক্কার : সারজিস আলম ◈ উপদেষ্টা মাহফুজকে শারীরিকভাবে লাঞ্ছিত করা কোনোভাবেই প্রত্যাশিত নয়: হাসনাত আবদুল্লাহ

প্রকাশিত : ০৮ মার্চ, ২০২৫, ১০:০৯ রাত
আপডেট : ০৮ এপ্রিল, ২০২৫, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরিদপুরে অবৈধ ইটভাটায় যৌথ অভিযানে ২ লাখ টাকা জরিমানা আদায়

সনত চক্র বর্ত্তী, ফরিদপুর: ফরিদপুরে অবৈধ ইটভাটায় অভিযানে ২ লাখ টাকা জরিমানা করেছে যৌথ বাহিনী।শনিবার(০৮ মার্চ) দুপুরে  জেলার কয়েকটি ইটভাটায় অবৈধভাবে মাটি উত্তোলনের মাধ্যমে ইট তৈরির অভিযোগের ভিত্তিতে সেনাবাহিনীর নেতৃত্বে এক যৌথ অভিযান পরিচালিত হয়। 

অভিযানে নির্বাহী  ম্যাজিস্ট্রেট, সেনাবাহিনী ও পুলিশ অংশগ্রহণ করে। অভিযানে অবৈধ ভাবে মাটি উত্তোলন এর দায়ে কে কে ইউ ব্রিকসের মালিক খলিফা কামাল উদ্দিনকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

স্থানীয় প্রশাসন ও গোয়েন্দা সংস্থার প্রতিবেদন অনুযায়ী, ফরিদপুরের বেশ কয়েকটি ইটভাটা বিধিবহির্ভূতভাবে নদী ও আশপাশের জমি থেকে মাটি উত্তোলন করছিল। এর ফলে পরিবেশের ভারসাম্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছিল এবং নদীভাঙনের ঝুঁকি তৈরি হচ্ছিল।

উল্লেখযোগ্যভাবে, অভিযুক্ত ইটভাটাগুলো সরকারি সুইচগেট  সংলগ্ন এলাকা থেকে মাটি সংগ্রহ করছিল, যা স্থাপনাটির স্থিতিশীলতা ও নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ। তদন্তে দেখা যায়, অভিযুক্ত ইটভাটা কর্তৃপক্ষের সেখান থেকে মাটি উত্তোলনের কোনো বৈধ অনুমোদন বা লাইসেন্স নেই।

পরিবেশ ও সরকারি স্থাপনার সুরক্ষায় সেনাবাহিনীর নেতৃত্বে নির্বাহী   ম্যাজিস্ট্রেট এবং পুলিশের সমন্বয়ে একটি যৌথ অভিযান পরিচালিত হয়। অভিযানের সময় অবৈধ মাটি উত্তোলনের সত্যতা পাওয়া গেলে মোবাইল কোর্ট বসিয়ে কেকে ইউ ব্রিকসের মালিক খলিফা কামাল উদ্দিনকে ২ লাখ টাকা জরিমানা করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়