শিরোনাম
◈ চীন নারী ফুটবল দল পাঠাতে চায় বাংলা‌দে‌শে, পুরুষ ক্রিকেট দল‌কে চী‌নে আমন্ত্রণ ◈ জাপা‌নি ক্লা‌বের কা‌ছে হে‌রে  এএফ‌সি চ্যাম্পিয়নস লিগ থেকে রোনাল‌দোর আল নাস‌রের বিদায় ◈ ছাত্রীদের সঙ্গে প্রতারণামূলক প্রেম ও ধর্ষণের অভিযোগে চীনা অধ্যাপক বরখাস্ত ◈ ভারতীয় যুদ্ধবিমান তাড়ানোর দাবি পাকিস্তানের, সামরিক সংঘাতের আশঙ্কা ◈ অনুমোদন ছাড়া হজ পালনে কড়া শাস্তি: সৌদিতে ২০ হাজার রিয়াল জরিমানা ও ১০ বছরের নিষেধাজ্ঞার ঘোষণা ◈ বিডিআর বিদ্রোহ নিয়ে তানিয়া আমিরের বক্তব্য বিভ্রান্তিকর ◈ শেহবাজ-জয়শঙ্করকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর ফোন, যে কথা হলো.. ◈ যুক্তরাষ্ট্র-ইউক্রেন খনিজ সংক্রান্ত চুক্তি সই: যৌথভাবে খনিজ ও জ্বালানি সম্পদ কাজে লাগাতে বিনিয়োগ তহবিল গঠন ◈ বাংলাদেশ-আলজেরিয়া কূটনৈতিক পাসপোর্টধারীদের জন্য ভিসা অব্যাহতি চুক্তি চূড়ান্ত পর্যায়ে ◈ বাংলাদেশ সব দেশের সার্বভৌমত্বকে সম্মান করে: প্রেস সচিব

প্রকাশিত : ১৭ ফেব্রুয়ারি, ২০২৫, ০৭:১৩ বিকাল
আপডেট : ২৭ এপ্রিল, ২০২৫, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিএসএফের ওপর নারীদের হামলা

আন্তর্জাতিক ডেস্ক : নারীদের হামলা শিকার হয়েছেন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের সদস্যরা। পশ্চিমবঙ্গে নদিয়ার কৃষ্ণগঞ্জে ফেনসিডিল উদ্ধার অভিযানে গিয়ে হামলার মুখে পড়েন তারা।ভারতীয় সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিনের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, গোপন সূত্রে খবর পেয়ে কৃষ্ণগঞ্জের মথুরাপুরের রিভার পাম্পে নিষিদ্ধ ওষুধ মজুত উদ্দার অভিযানে যায় বিএসএফ। কিন্তু সেখানে ড়েলেই নারীরা তাদের ওপর ঝাঁপিয়ে পড়েন। ভাঙচুর করা হয় তাঁদের গাড়িও। 

পরে মোট ১০ জনের নামে কৃষ্ণগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছে বিএসএফ। তদন্তে নেমেছে পুলিশও। তবে হামলার ঘটনায় এখনও কেউ গ্রেপ্তার হয়নি।

কয়েকদিন আগেই কৃষ্ণগঞ্জের মাজদিয়া এলাকা থেকে বাঙ্কারের খোঁজ পেয়েছিল বিএসএফ। সেখান থেকে প্রচুর পরিমাণে ফেনসিডিল উদ্ধার হয়। বাঙ্কারে থরে থরে সাজানো ছিল নিষিদ্ধ ওষুধ। বাংলাদেশে পাচারের জন্য তা মজুত করা হচ্ছিল বলে বিএসএফ জানতে পারে।  

এরপর গত শনিবার বিএসএফ খবর পায়, মথুরাপুর এলাকায় রিভার পাম্পের ভিতরে প্রচুর ফেনসিডিল মজুত রয়েছে পাচারের জন্য। আজ সোমবার পরিকল্পনা করে সেখানে অভিযান চালায় বিএসএফ জওয়ানরা। কিন্তু তাঁদের দেখেই ঝাঁপিয়ে পড়েন এলাকার নারীরা। 

ঘটনার খবর পেয়ে সীমান্তরক্ষী বাহিনীর বড় একটি দল সেখানে পৌঁছায়। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। 

সুত্র  : দৈনিক আমাদের সময়

  • সর্বশেষ
  • জনপ্রিয়