শিরোনাম
◈ চীন নারী ফুটবল দল পাঠাতে চায় বাংলা‌দে‌শে, পুরুষ ক্রিকেট দল‌কে চী‌নে আমন্ত্রণ ◈ জাপা‌নি ক্লা‌বের কা‌ছে হে‌রে  এএফ‌সি চ্যাম্পিয়নস লিগ থেকে রোনাল‌দোর আল নাস‌রের বিদায় ◈ ছাত্রীদের সঙ্গে প্রতারণামূলক প্রেম ও ধর্ষণের অভিযোগে চীনা অধ্যাপক বরখাস্ত ◈ ভারতীয় যুদ্ধবিমান তাড়ানোর দাবি পাকিস্তানের, সামরিক সংঘাতের আশঙ্কা ◈ অনুমোদন ছাড়া হজ পালনে কড়া শাস্তি: সৌদিতে ২০ হাজার রিয়াল জরিমানা ও ১০ বছরের নিষেধাজ্ঞার ঘোষণা ◈ বিডিআর বিদ্রোহ নিয়ে তানিয়া আমিরের বক্তব্য বিভ্রান্তিকর ◈ শেহবাজ-জয়শঙ্করকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর ফোন, যে কথা হলো.. ◈ যুক্তরাষ্ট্র-ইউক্রেন খনিজ সংক্রান্ত চুক্তি সই: যৌথভাবে খনিজ ও জ্বালানি সম্পদ কাজে লাগাতে বিনিয়োগ তহবিল গঠন ◈ বাংলাদেশ-আলজেরিয়া কূটনৈতিক পাসপোর্টধারীদের জন্য ভিসা অব্যাহতি চুক্তি চূড়ান্ত পর্যায়ে ◈ বাংলাদেশ সব দেশের সার্বভৌমত্বকে সম্মান করে: প্রেস সচিব

প্রকাশিত : ১৭ ফেব্রুয়ারি, ২০২৫, ১২:৫৭ রাত
আপডেট : ১৮ এপ্রিল, ২০২৫, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দালালসহ কলকাতায় চার বাংলাদেশি গ্রেফতার

এক ভারতীয়  দালালসহ তিন বাংলাদেশিকে গ্রেফতার করে পশ্চিমবঙ্গের বসিরহাট আদালতে পাঠালো পুলিশ। স্বরূপনগরের বিথারী হাকিমপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত তরালী সীমান্তবর্তী এলাকা থেকে শনিবার রাতে স্বরূপনগর থানার পুলিশ এক দালালসহ এক বাংলাদেশি গ্রেফতার করে।

ধৃত ওই বাংলাদেশির নাম তাজিবুল সরদার। তার বাড়ি বাংলাদেশের সাতক্ষীরা এলাকায়। আর ধৃত ওই দালালের নাম সুমন মোল্লা, তার বাড়ি স্বরূপনগরের বালতি নিত্যানন্দ কাটি গ্রাম পঞ্চায়েতের আমুলিয়া এলাকায়। 

এর পাশাপাশি বসিরহাটের ঘোজাডাঙ্গা সীমান্তবর্তী এলাকা থেকে এক বাংলাদেশিকে আটক করে বসিরহাট থানার পুলিশের হাতে তুলে দেয় বিএসএফ।

সীমান্তবর্তী ঘোজাডাঙ্গা এলাকায় শনিবার রাতে ঘোরাঘুরি করছিল আয়নাল খাঁন নামে এক বাংলাদেশি। পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করে জানতে পারে তার বাড়ি বাংলাদেশের মুন্সিগঞ্জে । ওই বাংলাদেশিকে আটক করে বসিরহাট থানার পুলিশের হাতে তুলে দিলে পুলিশ তাকে গ্রেফতার করে রবিবার বসিরহাট মহকুমা আদালতে পাঠায়।

সেই সঙ্গে হাড়োয়ার গোপালপুর এলাকা থেকে সেলিনা খাতুন নামে এক বাংলাদেশি গ্রেফতার করে হাড়োয়া থানার পুলিশ ‌। ধৃত ওই বাংলাদেশির বাড়ি নরসিংদী এলাকায়। অবৈধভাবে বছর তিনেক আগে বাংলাদেশ থেকে ভারতে পেরিয়ে কলকাতার বিভিন্ন জায়গায় কাজকর্ম করতেন। হাড়োয়ার গোপালপুর এলাকায় তার এক আত্মীয়ের বাড়িতে অবস্থান করছিলেন তিনি। পুলিশ খবর পেয়ে তাকে গ্রেফতার করে রবিবার বসিরহাট আদালতে পাঠায়। উৎস: বাংলাট্রিবিউন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়