শিরোনাম
◈ এক ইলিশ বিক্রি হলো ১২,৪৮০ টাকায়! ◈ নতুন বন্দোবস্তে সবকিছু কি ওলটপালট হয়ে গেল? ◈ আগামীকাল শহীদ মিনারে ‘নতুন বাংলাদেশের ইশতেহার’ ঘোষণা ◈ ঢাকায় ছাত্রদল ও এনসিপির মহাসমাবেশ কাল: শাহবাগ ও শহীদ মিনারে পাল্টাপাল্টি জমায়েত, উত্তেজনা রাজনৈতিক অঙ্গনে ◈ গুলিস্তানে সুন্দরবন স্কয়ার মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ১১ ইউনিট ◈ যে কারণে নিজেদের সব কূটনীতিককে আরব আমিরাত ছাড়ার নির্দেশ দিয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ! ◈ তিন দি‌নের সফ‌রে ভারতে আস‌ছেন মে‌সি, খেল‌তে পা‌রেন কোহলি-ধোনির সঙ্গে ক্রিকেট ◈ এশিয়া কাপের ভবিষ্যৎ আবার অনিশ্চিত! পি‌সি‌বি‌কে ৩৭০ কো‌টি টাকার ভয় দেখা‌চ্ছে সম্প্রচারকারী সংস্থা ◈ বাই‌ডেন ও ট্রা‌ম্পের কথাবার্তায় ম‌নে হয় তারা ডিমেনশিয়া রো‌গে আক্রান্ত ◈ সব‌চে‌য়ে কম বয়‌সে পদক জি‌তে রেকর্ড গড়‌লেন চী‌নের সাঁতারু

প্রকাশিত : ১০ ফেব্রুয়ারি, ২০২৫, ০৩:২৯ দুপুর
আপডেট : ০৬ মে, ২০২৫, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলায় মেট্রোরেল স্টেশনের নাম নিয়ে ব্রিটিশ এমপির আপত্তি, ইলন মাস্কের 'সহমত'

লন্ডনের হোয়াইটচ্যাপেল মেট্রোরেল স্টেশনে ইংরেজির পাশাপাশি বাংলা ভাষায় সাইনবোর্ড লেখায় আপত্তি জানিয়েছেন এক ব্রিটিশ এমপি। তার আপত্তির ব্যাপারে সমর্থন জানিয়েছেন যুক্তরাষ্ট্রের টেক বিলিয়নিয়ার ইলন মাস্ক।

লন্ডনের গ্রেট ইয়ারমাউথের এমপি রুপার্ট লো তার এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে হোয়াইটচ্যাপেল স্টেশনে সাইনবোর্ডের ছবি পোস্ট করে লিখেছেন, 'এটা লন্ডন - এখানে স্টেশনের নাম ইংরেজিতে এবং কেবল ইংরেজিতে হওয়া উচিত।'

লোয়ের এই বক্তব্য নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন তার অনুসারীরা। কেউ কেউ তার মতের সমর্থন করেছেন, আবার কেউ কেউ দুই ভাষায় সাইনবোর্ড থাকার ব্যাপারে সমর্থনের কথা জানিয়েছেন।

এক্স-এর মালিক মাস্কও এই পোস্টটিতে মন্তব্য করেছেন। তিনি এমপি রুপার্ট লো-এর বক্তব্যে সমর্থন জানিয়ে লিখেছেন, 'ইয়েস'।

উল্লেখ্য, পূর্ব লন্ডনে বসবাসকারী বাংলাদেশি সম্প্রদায়ের অবদানের প্রতি শ্রদ্ধা জানাতে ২০২২ সালে হোয়াইটচ্যাপেল স্টেশনে বাংলা সাইনবোর্ড স্থাপন করা হয়। লন্ডনের এই এলাকাতেই সবচেয়ে বেশি বাংলাদেশি বসবাস করেন। উৎস: ডেইলিস্টার।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়