শিরোনাম
◈ তারেক রহমানের জন্য বাসভবন, অফিস প্রস্তুত ◈ লাগেজ না খুলেই বিস্ফোরক শনাক্ত: বিমানবন্দরে বসছে ইটিডি মেশিন ◈ নির্বাচন পর্যবেক্ষণে মিশন মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে ইউরোপীয় ইউনিয়ন ◈ হাদিকে গুলি, তদন্তে উঠে এলো আঁতকে ওঠার মতো তথ্য  ◈ মুসলিমদের ভোটাধিকার বঞ্চিত করতে ভারতে ভোটার তালিকা সংশোধন  ◈ হাদিকে হত্যাচেষ্টা: শ্যুটার ফয়সালের মা-বাবা গ্রেপ্তার ◈ বিজয় দিবসে বঙ্গভবনে রাষ্ট্রপতির সংবর্ধনা ◈ সিঙ্গাপুরে হাদির চিকিৎসা: সর্বশেষ পরিস্থিতি জানালেন ভাই ওমর বিন হাদি ◈ ইউরোপযাত্রায় নৌকাডুবি: মাল্টার কাছে উদ্ধার ৫৯ বাংলাদেশিসহ ৬১ অভিবাসী ◈ হাদিকে হত্যাচেষ্টা: ব্যবহৃত মোটরসাইকেলের মালিকানা নিয়ে আদালতে নতুন তথ্য দিল কবির

প্রকাশিত : ২৪ জানুয়ারী, ২০২৫, ০৪:২৯ দুপুর
আপডেট : ২৮ এপ্রিল, ২০২৫, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেওয়ার পর ৫৩৮ অভিবাসী গ্রেপ্তার, ফেরত পাঠানো শুরু

নতুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেওয়ার পর যুক্তরাষ্ট্রে পাঁচ শতাধিক অবৈধ অভিবাসী গ্রেপ্তার করা হয়েছে।দেশে ফেরত পাঠানেনা হয়েছে অনেককে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়। 

হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলিন লেভিত জানিয়েছেন, গত তিন দিনে ৫৩৮ জন অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। সামরিক বিমানে করে ফেরত পাঠানো হয়েছে শত শত অবৈধ অভিবাসীকে। 

গতকাল বৃহস্পতিবার তিনি বলেন, ‘ট্রাম্প প্রশাসন ৫৩৮ জন অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার করেছে। তাদের মধ্যে একটি সন্ত্রাসী চক্রও রয়েছে। তারা শিশুদের বিরুদ্ধে যৌন অপরাধের সঙ্গে জড়িত। এ ছাড়া ট্রাস্প প্রশাসন অনেক অবৈধ অভিবাসীকে সামরিক বিমানে করে ফেরত পাঠিয়েছে। যেমন প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তা রক্ষা করা হচ্ছে। 

প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েই তার নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী অবৈধ অভিবাসীদের বিষয়ে কঠোর অবস্থান নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি অঙ্গীকার করেছেন, লাখ লাখ ‘ক্রিমিনাল অ্যালিয়েন’ বা বহির্দেশীয় অপরাধীকে যুক্তরাষ্ট্র থেকে বের করে দেবেন।

ওভাল অফিসে বসে প্রথমদিনেই ট্রাম্প প্রতিবেশী কানাডা ও মেক্সিকো থেকে বিপুল সংখ্যক মানুষ আসা ঠেকাতে চড়া হারে শুল্ক বসানোর হুঁশিয়ারি দিয়েছেন। পয়লা ফেব্রুয়ারির মধ্যে এই শুল্ক বসানো হতে পারে, যার হার ২৫ শতাংশ পর্যন্ত হতে পারে বলে সোমবার মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট। মেক্সিকো সীমান্তে জরুরি অবস্থার ঘোষণা দিয়ে অনুপ্রবেশ ঠেকাতে সেনা মোতায়েনও করেছেন ডোনাল্ড ট্রাম্প।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়