শিরোনাম
◈ সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ২য় উচ্চতর গ্রেডে আইনি ছাড় ◈ বাংলাদেশি কর্মীদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা সুবিধা চালু করেছে মালয়েশিয়া ◈ শান্তির হ্যাটট্রিক, ভুটানকে সহ‌জেই হারা‌লো বাংলাদেশের মে‌য়েরা ◈ মেট্রো স্টেশনে বসছে এটিএম ও সিআরএম বুথ ◈ ১৬ই জুলাই রাষ্ট্রীয় শোক ঘোষণা ◈ রহস্যময় নাকামোতো এখন বিশ্বের ১২তম ধনী, বিটকয়েন সম্পদ ১২৮ বিলিয়ন ডলার ◈ শাহবাগ মোড় অবরোধ করলো স্বেচ্ছাসেবক দল ◈ বিএসবির খায়রুল বাশারকে আদালত প্রাঙ্গণে ডিম নিক্ষেপ, কিল-ঘুষি ◈ গণপ্রতিরোধের মুখে শেখ হাসিনা পালাতে বাধ্য হয়েছিলেন: ভোলায় নাহিদ ইসলাম  ◈ গৌরনদীতে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার বদলি আদেশ ঘিরে অবরোধ দুই গ্রুপের সংঘর্ষে আহত ৩

প্রকাশিত : ০৯ জানুয়ারী, ২০২৫, ০২:০১ রাত
আপডেট : ০৭ মে, ২০২৫, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সৌদিতে নতুন নির্দেশনা, স্বাস্থ্য সুরক্ষা এবং পরিবেশগত কারণে

স্বাস্থ্য সুরক্ষা এবং পরিবেশগত কারণে ওমরাহ পালনকারী মুসলমানদের নতুন নির্দেশনা দিয়েছে সৌদি আরব। মক্কায় গ্র্যান্ড মসজিদ (হারাম) এর পবিত্র স্থানে ওমরাহ-এর আনুষ্ঠানিকতা শেষ করার পর শুধুমাত্র অনুমোদিত নাপিতের কাছে চুল কাটানোর পরামর্শ দেয়া হয়েছে।

সৌদি হজ মন্ত্রণালয় ওমরাহ পালনকারীদের গ্র্যান্ড মসজিদ (হেরাম) এর আশপাশে নির্ধারিত নাপিত বা ব্যার্বার শপে চুল কাটানোর গুরুত্ব তুলে ধরেছে, যাতে তাদের স্বাস্থ্য এবং পরিবেশ সুরক্ষিত থাকে। এই স্থানগুলো নিরাপদ ও স্বাস্থ্যকর পরিষেবা নিশ্চিতে জীবাণুমুক্ত যন্ত্রপাতি ব্যবহার করে। অনুমোদিত ব্যার্বাররা (নাপিত) সেখানে কাজ করেন যাতে ওমরাহ তীর্থযাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা যায়, মন্ত্রণালয় আরও যোগ করেছে। খবর গালফ নিউজের। 

'হারাম শরিফের আশপাশে নির্ধারিত স্থানে অনুমোদিত ব্যার্বারদের মাধ্যমে আপনাকে নিরাপদ এবং স্বাস্থ্যসম্মত উপায়ে চুল ছাঁটা বা মাথা মুণ্ডানোর বলা নির্দেশনা দেয়া হয়েছে। এতে পরিষ্কার এবং জীবাণুমুক্ত যন্ত্রপাতি ব্যবহার করা হয়। মন্ত্রণালয় সামাজিক মাধ্যম এক্সে দেয়া পোস্টে এসব জানিয়েছে।

ওমরাহ সম্পন্ন করার পর পুরুষদের মাথা ন্যাড়া বা মুণ্ডন অথবা কিছু পরিমাণ চুল কাটতে হবে। নারীদের শুধুমাত্র আঙুলের ডগার সমান চুল কাটতে হবে, যা তাসকির নামে পরিচিত।

বর্তমান ওমরাহ মৌসুম, যা সারা বছরজুড়ে চলতে থাকে তা এ বছর  হজ পালনের পর জুনের শেষের দিকে শুরু হয়। হজে প্রায় ১৮ লাখ মুসলিম বিশ্বের বিভিন্ন দেশ থেকে অংশগ্রহণ করেছিলেন। 

সৌদি পরিসংখ্যান অনুযায়ী, গত বছর প্রায় ১ কোটি ৩৫ লাখ মুসলিম ওমরাহ পালন করেছেন। দেশটি আগামী বছর ১ কোটি ৫০ লাখ মুসলিমকে ওমরাহ পালনের জন্য স্বাগতম জানাতে পরিকল্পনা নিয়েছে। ইসলামের জন্মস্থান সৌদি আরব গত কয়েক মাসে ওমরাহ পালনের জন্য দেশটি আসতে ইচ্ছুক মুসলমানদের জন্য একাধিক সুবিধা চালু করেছে।
 
ওমরাহ ভিসার মেয়াদ ৩০ দিন থেকে বাড়িয়ে ৯০ দিন করা হয়েছে এবং ভিসাধারীরা স্থল, আকাশ এবং সমুদ্র বন্দর দিয়ে গোটা দেশে প্রবেশ ও যেকোনো বিমানবন্দর থেকে বের হওয়ার অনুমতি পাবেন। নারী যাত্রীদের এখন আর পুরুষ অভিভাবক ছাড়া সৌদি যেতে বাধা নেই। উৎস: চ্যানেল ২৪

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়